ক্রীড়া ডেস্ক
ভারত-পাকিস্তান ম্যাচ হবে, অথচ তা নিয়ে কোনো আলোচনা-সমালোচনা থাকবে না, সেটা রীতিমতো অবাস্তব এক ব্যাপার। জাতীয় দলের খেলা হোক বা বয়সভিত্তিক ম্যাচ, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচের পরও থেকে যায় রেশ। সদ্য সমাপ্ত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ডসের পাকিস্তান ম্যাচের পর ক্ষমা চাইলেন হরভজন সিং।
পাকিস্তানকে হারিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ডসের শিরোপা জেতার পর ভারতীয় ক্রিকেট দল মজার একটি ভিডিও পোস্ট করে ইনস্টাগ্রামে। ভিডিওতে দেখা যায়, হরভজনের সঙ্গে যুবরাজ সিং ও সুরেশ রায়না—ভারতের এই তিন ক্রিকেটার পায়ে হাত দিয়ে খুঁড়ি খুঁড়িয়ে হাঁটছেন এবং ক্যাপশন দিয়েছেন ‘শরীর তো তওবা তওবা’ হয়ে গেল। পাকিস্তানকে নিয়ে মজা করার জন্যই যে এমনটা করা, সেটা আর না বললেও চলছে। মজা করার এই ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হলে তুমুল সমালোচনা শুরু হয়। শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করার অভিযোগ আনা হয় হরভজনদের বিরুদ্ধে।
সমালোচনা যখন থামার নামই নিচ্ছে না, তখন ঘটনাটা নিয়ে ব্যাখ্যা দিলেন হরভজন। ভারতের সাবেক স্পিনার অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘ইংল্যান্ডে চ্যাম্পিয়নশিপ জয়ের পর তওবা তওবা নামে একটি ভিডিও আমরা প্রকাশ করেছি। অনেকেই সেটা নিয়ে অভিযোগ করেছেন। এ ব্যাপারটিই আমি এখন স্পষ্ট করে বলতে চাচ্ছি। কারও অনুভূতিকে আঘাত করতে চাইনি। এই ভিডিওটা ১৫ দিন ক্রিকেট খেলে যে আমরা ক্লান্ত, সেটা বোঝাতে চেয়েছি। যারা শারীরিকভাবে অক্ষম, তাদের অপমান করার চেষ্টা করিনি। যদিও অনেকে মনে করেন, আমরা ভুল করেছি। আমার পক্ষ থেকে ক্ষমা চাইছি সবার কাছে।’
তুমুল সমালোচনার মুখে হরভজন-যুবরাজদের ‘তওবা তওবা’ ভিডিও মুছে দেওয়া হয়। হরভজনের মতে, এ ব্যাপারে বাড়তি আলোচনা না হওয়াই ভালো। ভারতীয় সাবেক ক্রিকেটার বলেন, ‘সকল সম্প্রদায় এবং প্রত্যেককে আমরা সম্মান করি। ঘটনাটা এখানেই শেষ হয়ে যাক। আমরা সামনে এগোই। সুস্থ এবং হাসিখুশি থাকুন। সবার প্রতি ভালোবাসা।’
বার্মিংহামে ১৩ জুলাই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ডসের ফাইনালে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ১৫৬ রান করে পাকিস্তান চ্যাম্পিয়নস। রান তাড়া করতে নেমে ভারত ৫ বল হাতে রেখে ৫ উইকেটের জয়ে শিরোপা নিশ্চিত করে ভারত চ্যাম্পিয়নস। সেই ম্যাচের পর যখন হরভজন-যুবরাজরা ভিডিও বানিয়েছিলেন, তখন তুমুল সমালোচনা করে ভারতের শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য কাজ করা প্রতিষ্ঠান এনপিআরডি। এনপিআরডি ভিডিওটিকে লজ্জাজনক আখ্যা দিয়ে বলেছিল, ‘যখন আমাদের জাতীয় বীরেরা এমন কাজ করে, তখন সেটার নিন্দা জানানোর জন্য কোনো ভাষাই যথেষ্ট নয়। এমন জঘন্য কাজ তাদের হীনমন্যতারই প্রতিফলন।’
আরও পড়ুন:
ভারত-পাকিস্তান ম্যাচ হবে, অথচ তা নিয়ে কোনো আলোচনা-সমালোচনা থাকবে না, সেটা রীতিমতো অবাস্তব এক ব্যাপার। জাতীয় দলের খেলা হোক বা বয়সভিত্তিক ম্যাচ, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচের পরও থেকে যায় রেশ। সদ্য সমাপ্ত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ডসের পাকিস্তান ম্যাচের পর ক্ষমা চাইলেন হরভজন সিং।
পাকিস্তানকে হারিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ডসের শিরোপা জেতার পর ভারতীয় ক্রিকেট দল মজার একটি ভিডিও পোস্ট করে ইনস্টাগ্রামে। ভিডিওতে দেখা যায়, হরভজনের সঙ্গে যুবরাজ সিং ও সুরেশ রায়না—ভারতের এই তিন ক্রিকেটার পায়ে হাত দিয়ে খুঁড়ি খুঁড়িয়ে হাঁটছেন এবং ক্যাপশন দিয়েছেন ‘শরীর তো তওবা তওবা’ হয়ে গেল। পাকিস্তানকে নিয়ে মজা করার জন্যই যে এমনটা করা, সেটা আর না বললেও চলছে। মজা করার এই ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হলে তুমুল সমালোচনা শুরু হয়। শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করার অভিযোগ আনা হয় হরভজনদের বিরুদ্ধে।
সমালোচনা যখন থামার নামই নিচ্ছে না, তখন ঘটনাটা নিয়ে ব্যাখ্যা দিলেন হরভজন। ভারতের সাবেক স্পিনার অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘ইংল্যান্ডে চ্যাম্পিয়নশিপ জয়ের পর তওবা তওবা নামে একটি ভিডিও আমরা প্রকাশ করেছি। অনেকেই সেটা নিয়ে অভিযোগ করেছেন। এ ব্যাপারটিই আমি এখন স্পষ্ট করে বলতে চাচ্ছি। কারও অনুভূতিকে আঘাত করতে চাইনি। এই ভিডিওটা ১৫ দিন ক্রিকেট খেলে যে আমরা ক্লান্ত, সেটা বোঝাতে চেয়েছি। যারা শারীরিকভাবে অক্ষম, তাদের অপমান করার চেষ্টা করিনি। যদিও অনেকে মনে করেন, আমরা ভুল করেছি। আমার পক্ষ থেকে ক্ষমা চাইছি সবার কাছে।’
তুমুল সমালোচনার মুখে হরভজন-যুবরাজদের ‘তওবা তওবা’ ভিডিও মুছে দেওয়া হয়। হরভজনের মতে, এ ব্যাপারে বাড়তি আলোচনা না হওয়াই ভালো। ভারতীয় সাবেক ক্রিকেটার বলেন, ‘সকল সম্প্রদায় এবং প্রত্যেককে আমরা সম্মান করি। ঘটনাটা এখানেই শেষ হয়ে যাক। আমরা সামনে এগোই। সুস্থ এবং হাসিখুশি থাকুন। সবার প্রতি ভালোবাসা।’
বার্মিংহামে ১৩ জুলাই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ডসের ফাইনালে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ১৫৬ রান করে পাকিস্তান চ্যাম্পিয়নস। রান তাড়া করতে নেমে ভারত ৫ বল হাতে রেখে ৫ উইকেটের জয়ে শিরোপা নিশ্চিত করে ভারত চ্যাম্পিয়নস। সেই ম্যাচের পর যখন হরভজন-যুবরাজরা ভিডিও বানিয়েছিলেন, তখন তুমুল সমালোচনা করে ভারতের শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য কাজ করা প্রতিষ্ঠান এনপিআরডি। এনপিআরডি ভিডিওটিকে লজ্জাজনক আখ্যা দিয়ে বলেছিল, ‘যখন আমাদের জাতীয় বীরেরা এমন কাজ করে, তখন সেটার নিন্দা জানানোর জন্য কোনো ভাষাই যথেষ্ট নয়। এমন জঘন্য কাজ তাদের হীনমন্যতারই প্রতিফলন।’
আরও পড়ুন:
সাবলীলভাবে খেলতে খেলতে হঠাৎই খেই হারানোর ঘটনা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান প্রথম টেস্টে দেখা গেছে একই ঘটনা। কোনোমতে ফলোঅন এড়ালেও স্বাগতিকেরা কতক্ষণ টিকবে প্রথম ইনিংসে, সেটাই এখন দেখার বিষয়।
১৯ মিনিট আগেবুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১৩ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১৩ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
১৪ ঘণ্টা আগে