ধাক্কার ঘটনায় আইসিসির শাস্তি পেলেন কোহলি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৭: ৩৯
Thumbnail image
স্যাম কনস্টাসকে ধাক্কা মারায় বিরাট কোহলিকে নিয়ে চলছে সমালোচনা। ছবি: ক্রিকইনফো

অতি আক্রমণাত্মক হতে গিয়ে নিজের বিপদ ডেকে আনলেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার স্যাম কনস্টাসের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনায় বক্সিং ডে টেস্টের প্রথম দিনে কোহলি পেয়েছেন কড়া শাস্তি। জরিমানার পাশাপাশি ভারতীয় ক্রিকেটারের নামের পাশে জুটেছে ডিমেরিট পয়েন্ট।

অস্ট্রেলিয়া-ভারত চতুর্থ টেস্টের প্রথম দিনের খেলা শেষে কোহলির শাস্তির কথা নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে ভারতীয় এই তারকা ব্যাটারকে।একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে তাঁকে।আইসিসির আচরণবিধির (সিওসি) ২.১২ অনুচ্ছেদ অনুসারে, ‘ক্রিকেটে অহেতুক ধাক্কাধাক্কি ধরা একেবারেই নিষিদ্ধ। সীমা পেরিয়ে খেলোয়াড়েরা যদি ইচ্ছে করে নিয়ম ভঙ্গ করেন, বেপরোয়া হয়ে কোনো খেলোয়াড় বা আম্পায়ারের কাঁধে ধাক্কা মারা যাবে না।’ সিওসির ২.১২ অনুচ্ছেদের অধীনে নিয়ম লঙ্ঘন কতটা গুরুতর, সেটার শ্রেণিবিভাগ করা হয়েছে: ১.কোনো বাঁধা ছাড়াই যেকোনো পরিস্থিতিতে ইচ্ছে করে ধাক্কা মারা, ২. কতটুকু বল প্রয়োগ করে ধাক্কা দেওয়া হয়েছে, ৩.যাঁর সঙ্গে ধাক্কা লেগেছে, তিনি কতটা ব্যথা পেয়েছেন, ৪. যিনি ধাক্কা দিয়েছেন।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) আজ শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের চতুর্থ টেস্ট। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ১০ ওভার শেষের ঘটনা। মোহাম্মদ সিরাজের করা সেই ওভার শেষ বলে সিঙ্গেল নিয়েছেন কনস্টাস। গ্লাভস খুলতে খুলতে কনস্টাস যাচ্ছেন তাঁর সঙ্গী উসমান খাজার কাছে। উল্টো দিক থেকে সেই মুহূর্তে বল হাতে এগিয়ে আসতে থাকেন কোহলি। এরপর কনস্টাসের কাঁধে কোহলি ধাক্কা মেরেছেন। ধাক্কা লাগার পর কনস্টাস-কোহলির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। পরিস্থিতি শান্ত করতে খাজার সঙ্গে মাঠের আম্পায়ারদেরও হস্তক্ষেপ করতে হয়েছে।

টস জিতে ব্যাটিং নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ৮৬ ওভারে ৬ উইকেটে ৩১১ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে অজিরা। কনস্টাস (৬০), খাজা (৫৭), লাবুশেন (৭২), স্মিথ (৬৮*)-অস্ট্রেলিয়ার এই চার ব্যাটার ফিফটি করেছেন। স্মিথ ১১১ বল খেলে মেরেছেন ৫ চার ও ১ ছক্কা। আর ৩২ রান করলেই ৩৪তম টেস্ট সেঞ্চুরি করবেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। প্রথম দিনে ভারতের জসপ্রীত বুমরা নিয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন জাদেজা, আকাশ ও ওয়াশিংটন।

আইসিসির আচরণবিধির (সিওসি) ২.১২ অনুচ্ছেদ অনুসারে, ‘ক্রিকেটে অহেতুক ধাক্কাধাক্কি ধরা একেবারেই নিষিদ্ধ। সীমা পেরিয়ে খেলোয়াড়েরা যদি ইচ্ছে করে নিয়ম ভঙ্গ করেন, বেপরোয়া হয়ে কোনো খেলোয়াড় বা আম্পায়ারের কাঁধে ধাক্কা মারা যাবে না।’ সিওসির ২.১২ অনুচ্ছেদের অধীনে নিয়ম লঙ্ঘন কতটা গুরুতর, সেটার শ্রেণিবিভাগ করা হয়েছে: ১.কোনো বাঁধা ছাড়াই যেকোনো পরিস্থিতিতে ইচ্ছে করে ধাক্কা মারা, ২. কতটুকু বল প্রয়োগ করে ধাক্কা দেওয়া হয়েছে, ৩.যাঁর সঙ্গে ধাক্কা লেগেছে, তিনি কতটা ব্যথা পেয়েছেন, ৪. যিনি ধাক্কা দিয়েছেন।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) আজ শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের চতুর্থ টেস্ট। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ১০ ওভার শেষের ঘটনা। মোহাম্মদ সিরাজের করা সেই ওভার শেষ বলে সিঙ্গেল নিয়েছেন কনস্টাস। গ্লাভস খুলতে খুলতে কনস্টাস যাচ্ছেন তাঁর সঙ্গী উসমান খাজার কাছে। উল্টো দিক থেকে সেই মুহূর্তে বল হাতে এগিয়ে আসতে থাকেন কোহলি। এরপর কনস্টাসের কাঁধে কোহলি ধাক্কা মেরেছেন। ধাক্কা লাগার পর কনস্টাস-কোহলির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। পরিস্থিতি শান্ত করতে খাজার সঙ্গে মাঠের আম্পায়ারদেরও হস্তক্ষেপ করতে হয়েছে।

টস জিতে ব্যাটিং নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ৮৬ ওভারে ৬ উইকেটে ৩১১ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে অজিরা। কনস্টাস (৬০), খাজা (৫৭), লাবুশেন (৭২), স্মিথ (৬৮*)-অস্ট্রেলিয়ার এই চার ব্যাটার ফিফটি করেছেন। স্মিথ ১১১ বল খেলে মেরেছেন ৫ চার ও ১ ছক্কা। আর ৩২ রান করলেই ৩৪তম টেস্ট সেঞ্চুরি করবেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। প্রথম দিনে ভারতের জসপ্রীত বুমরা নিয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন জাদেজা, আকাশ ও ওয়াশিংটন।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত