চরম বিতর্কিত বিপিএল নিয়ে বিব্রত বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image
এবারের বিপিএল হয়েছে চরম বিতর্কিত। ছবি: বিসিবি

বিসিবি ও সরকারের যুব উৎসব উপলক্ষে সিলেট ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম-সিলেটে প্রায় ১ হাজার ৪৫০ কেজি বা দেড় টন বর্জ্য সংগ্রহ করা হয়েছে। এখন পর্যন্ত স্টেডিয়ামের ময়লা-আবর্জনা সংগ্রহে বিসিবি যতটা সফল হতে পেরেছে, মূল খেলাটা পরিচ্ছন্ন রাখতে সেই পারদর্শিতা তারা দেখাতে পারেনি। পারিশ্রমিক ইস্যু, সন্দেহজনক কার্যকলাপের সঙ্গে নানা অনিয়ম ও অপেশাদারি কার্যক্রমে এই বিপিএলে যেন হতে চলেছে সবচেয়ে বিতর্কিত। খেলার পরিচ্ছন্নতা রক্ষায় খুব একটা সাফল্য মেলেনি এবার।

আজ বিসিবির বোর্ড সভার বড় অংশজুড়ে ছিল বিপিএলের বিতর্কিত কর্মকাণ্ড। সভা শেষে সংবাদমাধ্যমকে পরিচালক মাহবুব উল আনাম জানিয়েছেন, তাঁরা সব ফ্র্যাঞ্চাইজিকে ডেকেছেন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সমাধানের পথ খুঁজবেন। আরেক পরিচালক ইফতেখার রহমান নিজেদের দোষত্রুটি স্বীকার করে নিয়ে বললেন, ‘কিছু কিছু দলের কিছু সমস্যা হচ্ছে। বোর্ড এগুলো চিহ্নিত করেছে। বিপিএলের সঙ্গে বাংলাদেশের নাম জড়িত ও বিসিবির সম্মান জড়িত। গুরুত্বের সঙ্গে বিষয়গুলো আমরা দেখব।’

মাহবুবও নিজেদের ব্যর্থতা স্বীকার করে নিয়ে বলেছেন, ‘দুটো তদন্ত কমিটিতে আমাকে থাকতে হয়েছে। বলার জন্য সুখকর নয়। যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, বেশির ভাগ নিচ্ছি। যদি না নিয়ে থাকি; যারা নেয়, তাদের নির্দেশ দেওয়া হয়েছে। বিসিবি কিছু কিছু জায়গায় সফল, তবে একটু সচেতন হলে এগুলো হতো না। হাত তুলে বলতে হবে যে আমাদের কোথায় ভুল আছে এবং এটা যেন না করি। আমাদের আরও বলিষ্ঠ হতে হবে।’ তিনি আরও যোগ করেন, ‘বিপিএল গভর্নিং কাউন্সিল ও মালিকদের নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বসে সব ঠিক করব। খেলোয়াড়দের পূর্ণ আশ্বস্ত রাখা দরকার। চুক্তি অনুযায়ী সব পূরণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত