ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেটে স্যাম কনস্টাস খেলেছেন কেবল এক সিরিজ। ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফিতে দুই ম্যাচ খেলেই আলোড়ন তোলেন কনস্টাস।অস্ট্রেলিয়ার তরুণ এই ক্রিকেটারের সঙ্গে যা ঘটল, সেটা চমকে যাওয়ার মতোই।
কনস্টাস এবারের বিগ ব্যাশে খেলছেন সিডনি থান্ডারের হয়ে। অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সিডনি থান্ডার গতকাল একটি ভিডিও পোস্ট করেছে। রাস্তার ধারে বসানো সিসিটিভি ক্যামেরায় যা ধরা পড়েছে, সেই ভিডিওটা দিয়েছে থান্ডার। ভিডিওতে দেখা গেছে, কনস্টাস ক্রিকেটের সরঞ্জামের একটি ব্যাগ নিয়ে গাড়ি পার্কিংয়ের এলাকা দিয়ে হাঁটছেন। তখনই সাদা রঙের একটি জিপ থেকে নামেন চালক। সেলফি তুলতেই হয়তো কনস্টাসকে ডাক দিয়েছিলেন সেই গাড়িচালক। কিন্তু অজি ক্রিকেটারের দিকে দৌড়ে যাওয়ার আগে গাড়ির হ্যান্ডব্রেক অন করতে ভুলে যান চালক। আর রাস্তাটা ছিল ঢালু। তবে যতক্ষণে চালক খেয়াল করেছেন ব্যাপারটা, ততক্ষণে তাঁর গাড়ি ধাক্কা দিয়েছে বিপরীতে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কারকে।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, সেই গাড়িচালকের নাম সিরাজউদ্দিন খান। কনস্টাস তখন সম্ভবত অনুশীলনে যাচ্ছিলেন কিংবা অনুশীলন থেকে ফিরছিলেন বলে ধরে নেওয়া হচ্ছে। যা-ই ঘটুক না কেন, বড় ধরনের দুর্ঘটনা তো ঘটেনি। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে মেলবোর্ন, সিডনি দুই টেস্টে খেলার পরই কনস্টাস যোগ দেন বিগ ব্যাশে। সিডনি থান্ডারের হয়ে সবশেষ দুই ম্যাচে ৪ ও ৫৩ রান করেন কনস্টাস।
২০২৪-২৫ মৌসুমে বিগ ব্যাশে সব মিলে ৪ ম্যাচে ১১৩ রান করেন কনস্টাস। রয়েছে দুটি ফিফটি। বিগ ব্যাশের মাঝে মেলবোর্নে গত ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর। কনস্টাসকে তখন ধাক্কা দিয়ে ভীষণ সমালোচিত হয়েছিলেন বিরাট কোহলি। ভারতীয় তারকা ক্রিকেটারকে তখন ছেড়ে কথা বলেননি কনস্টাস। পরবর্তীতে সিডনিতে বুমরার সঙ্গেও কথা কাটাকাটি হয় কনস্টাসের।
আরও পড়ুন:
বুমরা-কোহলির সঙ্গে ঝগড়া নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার
আন্তর্জাতিক ক্রিকেটে স্যাম কনস্টাস খেলেছেন কেবল এক সিরিজ। ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফিতে দুই ম্যাচ খেলেই আলোড়ন তোলেন কনস্টাস।অস্ট্রেলিয়ার তরুণ এই ক্রিকেটারের সঙ্গে যা ঘটল, সেটা চমকে যাওয়ার মতোই।
কনস্টাস এবারের বিগ ব্যাশে খেলছেন সিডনি থান্ডারের হয়ে। অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সিডনি থান্ডার গতকাল একটি ভিডিও পোস্ট করেছে। রাস্তার ধারে বসানো সিসিটিভি ক্যামেরায় যা ধরা পড়েছে, সেই ভিডিওটা দিয়েছে থান্ডার। ভিডিওতে দেখা গেছে, কনস্টাস ক্রিকেটের সরঞ্জামের একটি ব্যাগ নিয়ে গাড়ি পার্কিংয়ের এলাকা দিয়ে হাঁটছেন। তখনই সাদা রঙের একটি জিপ থেকে নামেন চালক। সেলফি তুলতেই হয়তো কনস্টাসকে ডাক দিয়েছিলেন সেই গাড়িচালক। কিন্তু অজি ক্রিকেটারের দিকে দৌড়ে যাওয়ার আগে গাড়ির হ্যান্ডব্রেক অন করতে ভুলে যান চালক। আর রাস্তাটা ছিল ঢালু। তবে যতক্ষণে চালক খেয়াল করেছেন ব্যাপারটা, ততক্ষণে তাঁর গাড়ি ধাক্কা দিয়েছে বিপরীতে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কারকে।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, সেই গাড়িচালকের নাম সিরাজউদ্দিন খান। কনস্টাস তখন সম্ভবত অনুশীলনে যাচ্ছিলেন কিংবা অনুশীলন থেকে ফিরছিলেন বলে ধরে নেওয়া হচ্ছে। যা-ই ঘটুক না কেন, বড় ধরনের দুর্ঘটনা তো ঘটেনি। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে মেলবোর্ন, সিডনি দুই টেস্টে খেলার পরই কনস্টাস যোগ দেন বিগ ব্যাশে। সিডনি থান্ডারের হয়ে সবশেষ দুই ম্যাচে ৪ ও ৫৩ রান করেন কনস্টাস।
২০২৪-২৫ মৌসুমে বিগ ব্যাশে সব মিলে ৪ ম্যাচে ১১৩ রান করেন কনস্টাস। রয়েছে দুটি ফিফটি। বিগ ব্যাশের মাঝে মেলবোর্নে গত ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর। কনস্টাসকে তখন ধাক্কা দিয়ে ভীষণ সমালোচিত হয়েছিলেন বিরাট কোহলি। ভারতীয় তারকা ক্রিকেটারকে তখন ছেড়ে কথা বলেননি কনস্টাস। পরবর্তীতে সিডনিতে বুমরার সঙ্গেও কথা কাটাকাটি হয় কনস্টাসের।
আরও পড়ুন:
বুমরা-কোহলির সঙ্গে ঝগড়া নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার
লক্ষ্যটা একটু বড়ই ছিল খুলনা টাইগার্সের। গ্রাহাম ক্লার্কের সেঞ্চুরির সুবাদে চিটাগং কিংস জয়ের জন্য ২০১ রানের রক্ষ্য দিয়েছিল খুলনাকে। যে ব্যাটিংয়ে এসে ৯ উইকেটে তারা তুলতে পারে ১৫৫ রান। তাতে চিটাগংয়ের জয় ৪৫ রানে।
৫ ঘণ্টা আগেবয়স মাত্র ২৩। এই বয়সেই খেলে ফেলেছেন ১১টি গ্র্যান্ড স্লাম। অবশ্য ইভা লিসের গ্র্যান্ড স্লাম মানেই প্রথম রাউন্ডেই বিদায় নেওয়া। শুধু একবারই প্রথম রাউন্ডের বৈতরণি পেরিয়ে উঠেছিলেন দ্বিতীয় রাউন্ডে। এবং সেটি ২০২৩ সালে ইউএস ওপেনে।
৭ ঘণ্টা আগেখো খো বিশ্বকাপে ছেলে ও মেয়ে দুই বিভাগ থেকেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আগামীকাল শুক্রবার ভারতের নয়াদিল্লিতে হবে সেমিফাইনালে ওঠার লড়াই। যেখানে পুরুষ দলের প্রতিপক্ষ নেপাল এবং নারী বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
৭ ঘণ্টা আগেঢাকা ক্যাপিটালকে সহজেই হারিয়ে ছেলে আরহামকে নিয়ে তামিম ইকবাল ঠিক সময়েই চলে গিয়েছিলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঞ্চে। সেই ভিডিও এরই মধ্যে রিলস হিসেবে ফেসবুক নিজেদের পেজে প্রকাশও করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তামিম কোথায়?
৯ ঘণ্টা আগে