ক্রীড়া ডেস্ক
চার-ছক্কার বন্যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মাঠেই ভক্ত-সমর্থকেরা পান প্রচুর বিনোদন। এছাড়াও মাঠ ও মাঠের বাইরে এমন কিছু ঘটনা ঘটে, যেগুলো হাসির খোরাক জোগায়। রোহিত শর্মা, সূর্যকুমার যাদবরা এবার ঘটিয়েছেন মজার এক কাণ্ড। সামাজিক মাধ্যমে রোহিতদের এই ঘটনা ভাইরাল।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ৮টায় মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ানস ও গুজরাট টাইটান্স। ম্যাচের আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, রোহিত, সূর্যকুমার, তিলক ভার্মা ও এক জন নিরাপত্তারক্ষী মিলিয়ে এক ব্যক্তিকে তুলেছেন। সেই ব্যক্তিকে চ্যাংদোলা করে হোটেলের পুলের পানিতে ছেড়ে দিলেন রোহিতরা। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, রোহিতরা যাঁকে পানিতে চুবিয়েছেন, তিনি মুম্বাই ইন্ডিয়ানসের সামাজিক মাধ্যমের অ্যাডমিন। মুম্বাই ইন্ডিয়ানসের ক্রিকেটাররা যে হোটেলে আছেন, সেখানেই এমনটা ঘটেছে বলে জানা গেছে।
Rohit Sharma, Tilak Varma and Suryakumar Yadav together are throwing the Mumbai Indians admin into the pool 😭🤣 pic.twitter.com/luubtrrGI4
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) March 27, 2025
মুম্বাই, গুজরাট কেউই এবারের আইপিএলে এখনো জয়ের মুখ দেখেনি। দুটি দলই এর আগে একটি করে ম্যাচ খেলেছে। পয়েন্ট টেবিলের ৮ ও ৯ নম্বরে থাকা মুম্বাই ও গুজরাটের নেট রানরেট -০.৪৯৩ ও -০.৫৫০। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তিলক, সূর্যকুমার, রোহিত তারাও আছেন গুজরাটের বিপক্ষে মুম্বাইয়ের একাদশে।
এবারের আইপিএলে আজই প্রথম খেলতে নামছেন হার্দিক।নিষেধাজ্ঞা থাকায় চেন্নাই সুপার কিংসে বিপক্ষে গত ২৩ মার্চ চিদাম্বরম ছিলেন না মুম্বাইয়ের একাদশে। মুম্বাই ইন্ডিয়ানসকে সেই ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন সূর্যকুমার যাদব। সেই ম্যাচে চেন্নাই জিতেছিল ৪ উইকেটে।
চার-ছক্কার বন্যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মাঠেই ভক্ত-সমর্থকেরা পান প্রচুর বিনোদন। এছাড়াও মাঠ ও মাঠের বাইরে এমন কিছু ঘটনা ঘটে, যেগুলো হাসির খোরাক জোগায়। রোহিত শর্মা, সূর্যকুমার যাদবরা এবার ঘটিয়েছেন মজার এক কাণ্ড। সামাজিক মাধ্যমে রোহিতদের এই ঘটনা ভাইরাল।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ৮টায় মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ানস ও গুজরাট টাইটান্স। ম্যাচের আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, রোহিত, সূর্যকুমার, তিলক ভার্মা ও এক জন নিরাপত্তারক্ষী মিলিয়ে এক ব্যক্তিকে তুলেছেন। সেই ব্যক্তিকে চ্যাংদোলা করে হোটেলের পুলের পানিতে ছেড়ে দিলেন রোহিতরা। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, রোহিতরা যাঁকে পানিতে চুবিয়েছেন, তিনি মুম্বাই ইন্ডিয়ানসের সামাজিক মাধ্যমের অ্যাডমিন। মুম্বাই ইন্ডিয়ানসের ক্রিকেটাররা যে হোটেলে আছেন, সেখানেই এমনটা ঘটেছে বলে জানা গেছে।
Rohit Sharma, Tilak Varma and Suryakumar Yadav together are throwing the Mumbai Indians admin into the pool 😭🤣 pic.twitter.com/luubtrrGI4
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) March 27, 2025
মুম্বাই, গুজরাট কেউই এবারের আইপিএলে এখনো জয়ের মুখ দেখেনি। দুটি দলই এর আগে একটি করে ম্যাচ খেলেছে। পয়েন্ট টেবিলের ৮ ও ৯ নম্বরে থাকা মুম্বাই ও গুজরাটের নেট রানরেট -০.৪৯৩ ও -০.৫৫০। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তিলক, সূর্যকুমার, রোহিত তারাও আছেন গুজরাটের বিপক্ষে মুম্বাইয়ের একাদশে।
এবারের আইপিএলে আজই প্রথম খেলতে নামছেন হার্দিক।নিষেধাজ্ঞা থাকায় চেন্নাই সুপার কিংসে বিপক্ষে গত ২৩ মার্চ চিদাম্বরম ছিলেন না মুম্বাইয়ের একাদশে। মুম্বাই ইন্ডিয়ানসকে সেই ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন সূর্যকুমার যাদব। সেই ম্যাচে চেন্নাই জিতেছিল ৪ উইকেটে।
এফএ কাপের কোয়ার্টার ফাইনালে রোববার চোট পেয়েছে মাঠ ছাড়েন আর্লিং হালান্ড। বোর্নমাউথের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর মাঠের বাইরে ছিটকে গেছেন হালান্ড। সেটা কত দিনের জন্য—প্রশ্ন এখন এটাই।
২৩ মিনিট আগেপ্রেমে মজেছেন কিংবদন্তি গলফার টাইগার উডস। ডোনাল্ড ট্রাম্পের সাবেক পুত্রবধূ ভ্যানেসা ট্রাম্পের সঙ্গে উডসের প্রেমে পড়ার খবরটা নতুন কিছু নয়। কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্যানেসা ও উডস এক যৌথ বার্তায় পরস্পরের প্রেমে পড়ার কথা জানিয়েছিলেন। নতুন তথ্য, দুজনের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন...
৪০ মিনিট আগেআন্তর্জাতিক ফুটবল হোক বা ক্লাব ফুটবল—যে ম্যাচই হোক লিওনেল মেসি খেললে সেই ম্যাচ নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। গ্যালারিতে তাঁর (মেসি) নামাঙ্কিত জার্সি পরে ভক্তরা উপভোগ করেন খেলা। বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবলারের নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টাই সজাগ থাকতে হয় দেহরক্ষী ইয়াসিন চুকো।
১ ঘণ্টা আগেচোটের সঙ্গে নেইমারের লড়াইটা চলছে একটু বেশিই। মাঠের ফুটবলে ফিরতে না ফিরতেই শুরু হয়ে যায় তাঁর পুনর্বাসনপ্রক্রিয়া। তবু যে ফুটবলার পরিচয়ে তিনি নামডাক কুড়িয়েছেন, সেই ফুটবলের প্রতি ভালোবাসার টান তো থাকেই।
২ ঘণ্টা আগে