ক্রীড়া ডেস্ক
পাকিস্তানের নামের সঙ্গে ‘আনপ্রেডিক্টেবল’ তকমা নিশ্চয়ই এমনিতে জোটেনি। জেতা সম্ভব এমন ম্যাচটা হেরে যাবে, আবার অনিশ্চিত ম্যাচটাই জিতে যাবে! নেপিয়ারে আজ নিউজিল্যান্ডের দেওয়া ৩৪৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে জয়ের পথেই হাঁটছিল পাকিস্তান। ৩৮.৩ ওভারেই ৩ উইকেটে তারা তুলে ফেলেছিল ২৪৯ রান। জয়ের জন্য প্রয়োজন ছিল ৬৯ বলে ৯৬ রান। খেলার ধরন অনুযায়ী, জয়টা যেন পেয়েই যাবে পাকিস্তান, হাতে তখনো ৭ উইকেট।
কিন্তু তারপরই সব ধারণা বদলে দিল পাকিস্তান। পরের ৫.৪ ওভারে ২২ রানে তারা হারিয়েছে ৭ উইকেট। পাকিস্তানকে ২৭১ রানে থামিয়ে ৭৩ রানে ম্যাচ জিতে নিল নিউজিল্যান্ড। ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকেরা।
তার আগে টস জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পাকিস্তান। শুরুটা নিউজিল্যান্ডের ভালো হয়নি। ৫০ রানে হারায় তিন অর্ডারকে। দৃশ্যপট বদলে দিলেন আবার তিন মিডল অর্ডার। চার নম্বরে নেমে মার্ক চাপম্যান খেলেছেন ক্যারিয়ারসেরা ১১১ বলে ১৩২ রানের ইনিংস। মেরেছেন ১৩টি চার ও ৬টি ছক্কা।
পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে ড্যারিল মিচেল ৮৪ বলে করেছেন ৭৬ রান। চারটি ছক্কার সঙ্গে মেরেছেন চারটি চার। ছয় নম্বরে নেমে ঝড় তুললেন অভিষিক্ত মুহাম্মদ আব্বাস। লাহোরে জন্ম নেওয়া এই অলরাউন্ডার ৩টি করে চার-ছক্কায় ২৬ বলে খেলেছেন ৫২ রানের অসাধারণ এক ইনিংস। যার সৌজন্যে নিউজিল্যান্ড তোলে ৯ উইকেটে ২৪৪ রান। পাকিস্তানের ইরফান খান ৩টি, মোহাম্মদ আলি ও হারিস রউফ নিয়েছেন ২টি করে উইকেট।
৩৪৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে পাকিস্তান ওপেনিং জুটিতেই তোলে ৮৩ রান। উসমান খান ৩৯ রানে ফেরার পরই দলীয় ৮৮ রানে ফেরেন আরেক ওপেনার আবদুল্লাহ শফিক। তাঁর ব্যাট থেকে আসে ৩৬ রান। সেই ধাক্কা সামলে তৃতীয় উইকেট পাকিস্তান পৌঁছে যায় ১৬৪ রানে। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান গড়েন ৭৬ রানের জুটি। ৩০ রানে রিজওয়ান আউট হলে ভাঙে জুটি।
চতুর্থ উইকেটে সালমান আলি আঘাকে নিয়ে দ্রুত রান বাড়াতে থাকেন বাবর। ৫৯ বলে ৮৫ রানের দারুণ এক জুটি গড়েন দুজনে। কিন্তু ৩৯ তম ওভারে দলীয় ২৪৯ রানে বাবর আউট হলেই ম্যাচ থেকে ছিটকে পড়ে পাকিস্তান। ৩ ছক্কা ও ৫ চারে ৮৩ বলে ৭৮ রানে ফেরেন বাবর। ৪৮ বলে ৫৮ রান করে আউট হন সালমানও। শেষ ২২ রানেই ৭ উইকেট হারায় তারা। ৪৪.১ ওভারে থেমে যায় পাকিস্তান ২৭১ রানে। শেষ ৬ ব্যাটার মিলে করেছেন ৩ রান!
কিউই পেসার নাথান স্মিথ নিয়েছেন ৪ উইকেট। জ্যাকব ডাফির শিকার ২ টি। অভিষেক ওয়ানডেতে বাঁহাতি পেসে ১ উইকেট নিয়েছেন আব্বাস। আব্বাসের বাবা আজহার আব্বাসও ছিলেন একজন ক্রিকেটার। জাতীয় দলে অভিষেক না হলেও খেলেছেন প্রথম শ্রেণি, লিস্ট এ ও স্বীকৃত টি-টোয়েন্টি।
পাকিস্তানের নামের সঙ্গে ‘আনপ্রেডিক্টেবল’ তকমা নিশ্চয়ই এমনিতে জোটেনি। জেতা সম্ভব এমন ম্যাচটা হেরে যাবে, আবার অনিশ্চিত ম্যাচটাই জিতে যাবে! নেপিয়ারে আজ নিউজিল্যান্ডের দেওয়া ৩৪৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে জয়ের পথেই হাঁটছিল পাকিস্তান। ৩৮.৩ ওভারেই ৩ উইকেটে তারা তুলে ফেলেছিল ২৪৯ রান। জয়ের জন্য প্রয়োজন ছিল ৬৯ বলে ৯৬ রান। খেলার ধরন অনুযায়ী, জয়টা যেন পেয়েই যাবে পাকিস্তান, হাতে তখনো ৭ উইকেট।
কিন্তু তারপরই সব ধারণা বদলে দিল পাকিস্তান। পরের ৫.৪ ওভারে ২২ রানে তারা হারিয়েছে ৭ উইকেট। পাকিস্তানকে ২৭১ রানে থামিয়ে ৭৩ রানে ম্যাচ জিতে নিল নিউজিল্যান্ড। ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকেরা।
তার আগে টস জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পাকিস্তান। শুরুটা নিউজিল্যান্ডের ভালো হয়নি। ৫০ রানে হারায় তিন অর্ডারকে। দৃশ্যপট বদলে দিলেন আবার তিন মিডল অর্ডার। চার নম্বরে নেমে মার্ক চাপম্যান খেলেছেন ক্যারিয়ারসেরা ১১১ বলে ১৩২ রানের ইনিংস। মেরেছেন ১৩টি চার ও ৬টি ছক্কা।
পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে ড্যারিল মিচেল ৮৪ বলে করেছেন ৭৬ রান। চারটি ছক্কার সঙ্গে মেরেছেন চারটি চার। ছয় নম্বরে নেমে ঝড় তুললেন অভিষিক্ত মুহাম্মদ আব্বাস। লাহোরে জন্ম নেওয়া এই অলরাউন্ডার ৩টি করে চার-ছক্কায় ২৬ বলে খেলেছেন ৫২ রানের অসাধারণ এক ইনিংস। যার সৌজন্যে নিউজিল্যান্ড তোলে ৯ উইকেটে ২৪৪ রান। পাকিস্তানের ইরফান খান ৩টি, মোহাম্মদ আলি ও হারিস রউফ নিয়েছেন ২টি করে উইকেট।
৩৪৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে পাকিস্তান ওপেনিং জুটিতেই তোলে ৮৩ রান। উসমান খান ৩৯ রানে ফেরার পরই দলীয় ৮৮ রানে ফেরেন আরেক ওপেনার আবদুল্লাহ শফিক। তাঁর ব্যাট থেকে আসে ৩৬ রান। সেই ধাক্কা সামলে তৃতীয় উইকেট পাকিস্তান পৌঁছে যায় ১৬৪ রানে। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান গড়েন ৭৬ রানের জুটি। ৩০ রানে রিজওয়ান আউট হলে ভাঙে জুটি।
চতুর্থ উইকেটে সালমান আলি আঘাকে নিয়ে দ্রুত রান বাড়াতে থাকেন বাবর। ৫৯ বলে ৮৫ রানের দারুণ এক জুটি গড়েন দুজনে। কিন্তু ৩৯ তম ওভারে দলীয় ২৪৯ রানে বাবর আউট হলেই ম্যাচ থেকে ছিটকে পড়ে পাকিস্তান। ৩ ছক্কা ও ৫ চারে ৮৩ বলে ৭৮ রানে ফেরেন বাবর। ৪৮ বলে ৫৮ রান করে আউট হন সালমানও। শেষ ২২ রানেই ৭ উইকেট হারায় তারা। ৪৪.১ ওভারে থেমে যায় পাকিস্তান ২৭১ রানে। শেষ ৬ ব্যাটার মিলে করেছেন ৩ রান!
কিউই পেসার নাথান স্মিথ নিয়েছেন ৪ উইকেট। জ্যাকব ডাফির শিকার ২ টি। অভিষেক ওয়ানডেতে বাঁহাতি পেসে ১ উইকেট নিয়েছেন আব্বাস। আব্বাসের বাবা আজহার আব্বাসও ছিলেন একজন ক্রিকেটার। জাতীয় দলে অভিষেক না হলেও খেলেছেন প্রথম শ্রেণি, লিস্ট এ ও স্বীকৃত টি-টোয়েন্টি।
এফএ কাপের কোয়ার্টার ফাইনালে রোববার চোট পেয়েছে মাঠ ছাড়েন আর্লিং হালান্ড। বোর্নমাউথের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর মাঠের বাইরে ছিটকে গেছেন হালান্ড। সেটা কত দিনের জন্য—প্রশ্ন এখন এটাই।
১ ঘণ্টা আগেপ্রেমে মজেছেন কিংবদন্তি গলফার টাইগার উডস। ডোনাল্ড ট্রাম্পের সাবেক পুত্রবধূ ভ্যানেসা ট্রাম্পের সঙ্গে উডসের প্রেমে পড়ার খবরটা নতুন কিছু নয়। কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্যানেসা ও উডস এক যৌথ বার্তায় পরস্পরের প্রেমে পড়ার কথা জানিয়েছিলেন। নতুন তথ্য, দুজনের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন...
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক ফুটবল হোক বা ক্লাব ফুটবল—যে ম্যাচই হোক লিওনেল মেসি খেললে সেই ম্যাচ নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। গ্যালারিতে তাঁর (মেসি) নামাঙ্কিত জার্সি পরে ভক্তরা উপভোগ করেন খেলা। বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবলারের নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টাই সজাগ থাকতে হয় দেহরক্ষী ইয়াসিন চুকো।
২ ঘণ্টা আগেচোটের সঙ্গে নেইমারের লড়াইটা চলছে একটু বেশিই। মাঠের ফুটবলে ফিরতে না ফিরতেই শুরু হয়ে যায় তাঁর পুনর্বাসনপ্রক্রিয়া। তবু যে ফুটবলার পরিচয়ে তিনি নামডাক কুড়িয়েছেন, সেই ফুটবলের প্রতি ভালোবাসার টান তো থাকেই।
৩ ঘণ্টা আগে