নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১৮: ০৭
Thumbnail image
ম্যানচেস্টার সিটির সঙ্গে ২০৩৪ পর্যন্ত চুক্তি করলেন আর্লিং হালান্ড। ছবি: এএফপি

বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে ২০২২ সালে এসেছেন আর্লিং হালান্ড। সিটির জার্সিতে শুরু থেকেই রেকর্ড ভাঙা-গড়ার খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। ‘গোলমেশিন’ হালান্ড এবার সিটির সঙ্গে করলেন প্রায় ৪ হাজার কোটি টাকার চুক্তি।

ম্যান সিটি আজ নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, ২০৩৪ সালের গ্রীষ্ম পর্যন্ত চুক্তিটা বাড়িয়ে নিলেন হালান্ড। ট্রান্সফার উইন্ডোতে রিয়াল মাদ্রিদে যাওয়ার যে একটা গুঞ্জন চলছিল, সব থেমে গেল সিটির সঙ্গে নতুন চুক্তিতে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ জানতে পেরেছে, সিটির সঙ্গে নতুন চুক্তিতে হালান্ড আয় করবেন ২৬ কোটি পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় সেটা ৩৮৫৯ কোটি ৪ লাখ টাকা। নতুন চুক্তির পর তারকা এই ফরোয়ার্ড বলেন, ‘নতুন চুক্তিতে স্বাক্ষর করতে পেরে সত্যিই আমি খুব খুশি। এই ক্লাবের সঙ্গে আরও অনেক সময় কাটাতে চাই।’

ম্যান সিটির কোচ পেপ গার্দিওলার সঙ্গেও হালান্ডের রসায়নটা বেশ জমে উঠেছে গত ৩ বছরে। অফফর্মের সময়ও হালান্ডের পাশে সব সময় ঢাল হয়ে দাঁড়ান গার্দিওলা। এমনকি সিটির কোনো শিরোপা উদযাপনের সময় সতীর্থদের সঙ্গেও বেশ মজা করেন হালান্ড। নরওয়ের এই স্ট্রাইকার বলেন, ‘ম্যানচেস্টার সিটি বিশেষ এক ক্লাব। পেপ ও তাঁর কোচিং স্টাফ, সতীর্থ ও ক্লাবের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। গত দুই বছরে ক্লাবে তাঁরা আমাকে অনেক সাহায্য করেছেন। তাঁদের কারণেই এই জায়গাটা আমার কাছে বিশেষ।’

ম্যান সিটির হয়ে এখন পর্যন্ত ১২৬ ম্যাচ খেলেছেন হালান্ড। করেছেন ১১১ গোল ও অ্যাসিস্ট করেছেন ১৫ গোল। ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগ—২০২২-২৩ মৌসুমে সিটিতে তাঁর প্রথম মৌসুমেই জেতেন ট্রেবল। ২০২৩-২৪ মৌসুমের প্রিমিয়ার লিগও জেতেন সিটির এই গোলমেশিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

টিউলিপ সিদ্দিকের পতন ঘটাতে বাংলাদেশি ও ব্রিটিশ রাজনীতির আঁতাত

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

প্রকাশ্যে এল সাইফকে ছুরিকাঘাত করা যুবকের ছবি, যা বলছে পুলিশ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত