ক্রীড়া ডেস্ক
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতকে বিধ্বস্ত করে ৩৬ বছরের অপেক্ষা ফুরিয়েছে নিউজিল্যান্ড। কিন্তু সিরিজের দ্বিতীয় টেস্টের সময় যখন ঘনিয়ে আসছে, তখন আরেক ঝামলায় পড়ল নিউজিল্যান্ড। সিরিজের দ্বিতীয় টেস্টেও খেলছেন না কেইন উইলিয়ামসন।
পুনেতে পরশু শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। এই ম্যাচ থেকে উইলিয়ামসনের ছিটকে যাওয়ার কথা আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। কারণ কুঁচকির চোট থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। উইলিয়ামসনের অবস্থার বর্ণনা দিতে গিয়ে নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, ‘আমরা কেইনকে পর্যবেক্ষণে রাখছি। সে সঠিক পথেই আছে। তবে শতভাগ ফিট নয়।’
ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টের ভেন্যু মুম্বাইয়ের ওয়াংখেড়ে। সিরিজের শেষ টেস্ট শুরু হচ্ছে ১ নভেম্বর। এই টেস্টে উইলিয়ামসনকে পেতে আশাবাদী নিউজিল্যান্ড। তবে এক্ষেত্রে এই তারকা ব্যাটারকে নিয়ে সাবধানে এগোতে বলে মনে করেন স্টিড। নিউজিল্যান্ডের প্রধান কোচ বলেন,‘সামনের দিনগুলোতে তার আরও উন্নতি দেখব বলে আমরা আশা করছি। তৃতীয় টেস্টে তাকে পাব বলে আশা রয়েছে। তাকে প্রস্তুত হওয়ার জন্য যথেষ্ট সময় আমরা দেব। তবে এখানে সাবধানে এগোতে হবে।’
সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে এসেছিল নিউজিল্যান্ড। সেই সিরিজেই উইলিয়ামসন কুঁচকির চোটে পড়েন। তবু তাঁকে নিয়েই ভারত সিরিজের দল ঘোষণা করেছিল এনজেডসি। প্রথম টেস্ট না খেললেও ভারতের বিপক্ষে শেষ দুই টেস্টে পাওয়া যাবে বলে আশার কথা শুনিয়েছিলেন প্রধান নির্বাচক স্যাম ওয়েলস। কিন্তু উইলিয়ামসন নিউজিল্যান্ড দলের সঙ্গে ভারত সফর করেননি। সিরিজের প্রথম দুই টেস্ট মিস করা কিউই এই তারকা ক্রিকেটার বাসায় বসে নিজের পুনর্বাসনের কাজ করবেন এখন।
ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট পরশু শেষ হয়েছে বেঙ্গালুরুতে। এই টেস্টে ৮ উইকেটে জিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা। নিউজিল্যান্ডের আক্রমণাত্মক বোলিংয়ে ৪৬ রানে অলআউট হয়ে যায় ভারত। যা ভারতের টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বনিম্ন ইনিংস। ঘরের মাঠে ভারতের জন্য সেটা সর্বনিম্ন। ১৭৩ রান করে ম্যাচসেরা হয়েছেন বেঙ্গালুরুর ‘ঘরের ছেলে’ রাচীন রবীন্দ্র। প্রথম ইনিংসে ১৩৪ রানের ইনিংসটি তাঁর টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসে ৩৯ রান করে অপরাজিত থেকেছেন। উইল ইয়ংয়ের সঙ্গে ৯২ বলে ৭৫ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে দলকে জেতান রাচীন।
আরও পড়ুন:
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতকে বিধ্বস্ত করে ৩৬ বছরের অপেক্ষা ফুরিয়েছে নিউজিল্যান্ড। কিন্তু সিরিজের দ্বিতীয় টেস্টের সময় যখন ঘনিয়ে আসছে, তখন আরেক ঝামলায় পড়ল নিউজিল্যান্ড। সিরিজের দ্বিতীয় টেস্টেও খেলছেন না কেইন উইলিয়ামসন।
পুনেতে পরশু শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। এই ম্যাচ থেকে উইলিয়ামসনের ছিটকে যাওয়ার কথা আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। কারণ কুঁচকির চোট থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। উইলিয়ামসনের অবস্থার বর্ণনা দিতে গিয়ে নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, ‘আমরা কেইনকে পর্যবেক্ষণে রাখছি। সে সঠিক পথেই আছে। তবে শতভাগ ফিট নয়।’
ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টের ভেন্যু মুম্বাইয়ের ওয়াংখেড়ে। সিরিজের শেষ টেস্ট শুরু হচ্ছে ১ নভেম্বর। এই টেস্টে উইলিয়ামসনকে পেতে আশাবাদী নিউজিল্যান্ড। তবে এক্ষেত্রে এই তারকা ব্যাটারকে নিয়ে সাবধানে এগোতে বলে মনে করেন স্টিড। নিউজিল্যান্ডের প্রধান কোচ বলেন,‘সামনের দিনগুলোতে তার আরও উন্নতি দেখব বলে আমরা আশা করছি। তৃতীয় টেস্টে তাকে পাব বলে আশা রয়েছে। তাকে প্রস্তুত হওয়ার জন্য যথেষ্ট সময় আমরা দেব। তবে এখানে সাবধানে এগোতে হবে।’
সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে এসেছিল নিউজিল্যান্ড। সেই সিরিজেই উইলিয়ামসন কুঁচকির চোটে পড়েন। তবু তাঁকে নিয়েই ভারত সিরিজের দল ঘোষণা করেছিল এনজেডসি। প্রথম টেস্ট না খেললেও ভারতের বিপক্ষে শেষ দুই টেস্টে পাওয়া যাবে বলে আশার কথা শুনিয়েছিলেন প্রধান নির্বাচক স্যাম ওয়েলস। কিন্তু উইলিয়ামসন নিউজিল্যান্ড দলের সঙ্গে ভারত সফর করেননি। সিরিজের প্রথম দুই টেস্ট মিস করা কিউই এই তারকা ক্রিকেটার বাসায় বসে নিজের পুনর্বাসনের কাজ করবেন এখন।
ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট পরশু শেষ হয়েছে বেঙ্গালুরুতে। এই টেস্টে ৮ উইকেটে জিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা। নিউজিল্যান্ডের আক্রমণাত্মক বোলিংয়ে ৪৬ রানে অলআউট হয়ে যায় ভারত। যা ভারতের টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বনিম্ন ইনিংস। ঘরের মাঠে ভারতের জন্য সেটা সর্বনিম্ন। ১৭৩ রান করে ম্যাচসেরা হয়েছেন বেঙ্গালুরুর ‘ঘরের ছেলে’ রাচীন রবীন্দ্র। প্রথম ইনিংসে ১৩৪ রানের ইনিংসটি তাঁর টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসে ৩৯ রান করে অপরাজিত থেকেছেন। উইল ইয়ংয়ের সঙ্গে ৯২ বলে ৭৫ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে দলকে জেতান রাচীন।
আরও পড়ুন:
ওয়ানডে র্যাঙ্কিংয়ের তিন নম্বরে পাকিস্তান। নয়ে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের এই ব্যবধান তুলে রাখলে দুই দলের অবস্থান এখন একই কাতারে। চ্যাম্পিয়নস ট্রফির প্রথম দুই ম্যাচে হেরেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে হেরেছে পাকিস্তানও। দুই দলই নিজেদের দুই ম্যাচে বাজে ব্যাটিং করেছে। আরও মিল হলো, একই দিনে চ্যাম্পিয়নস...
২৬ মিনিট আগেপরাজয় দিয়েই আরব আমিরাত সফর শুরু হলো বাংলাদেশের মেয়েদের। ফিফা আন্তর্জাতিক নারী প্রীতি ম্যাচে গতকাল বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়েছেন আরব আমিরাতের মেয়েরা। আমিরাত সফরের আগে বাংলাদেশে নারী ফুটবলে কঠিন একটা সময় গেছে। ইংলিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন নারী ফুটবলাররা।
৯ ঘণ্টা আগে১৪০ রানে ৪ উইকেট খুইয়েছিল আফগানিস্তান। ৩২৬ রানের লক্ষ্য তাড়ায় ইংল্যান্ড ৪ উইকেট হারায় ১৩৩ রানে। কাছাকাছি একই পরিস্থিতিতে আফগানদের টেনে তুলতে রেকর্ড ১৭৭ রানের ইনিংস খেলেন ইব্রাহিম জাদরান। আর দলকে জয়ের কক্ষপথে ধরে রাখতে সেঞ্চুরি করেন জো রুট। লাহোরে শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছে আফগানিস্তানই।
১০ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাওয়ার আগেই বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি নিয়ে আলোচনা হচ্ছিল। সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল আজকের পত্রিকায় লেখা কলামে স্পষ্ট বার্তা দিয়েছিলেন—বাংলাদেশ যথাযথ...
১১ ঘণ্টা আগে