ক্রীড়া ডেস্ক
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতকে বিধ্বস্ত করে ৩৬ বছরের অপেক্ষা ফুরিয়েছে নিউজিল্যান্ড। কিন্তু সিরিজের দ্বিতীয় টেস্টের সময় যখন ঘনিয়ে আসছে, তখন আরেক ঝামলায় পড়ল নিউজিল্যান্ড। সিরিজের দ্বিতীয় টেস্টেও খেলছেন না কেইন উইলিয়ামসন।
পুনেতে পরশু শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। এই ম্যাচ থেকে উইলিয়ামসনের ছিটকে যাওয়ার কথা আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। কারণ কুঁচকির চোট থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। উইলিয়ামসনের অবস্থার বর্ণনা দিতে গিয়ে নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, ‘আমরা কেইনকে পর্যবেক্ষণে রাখছি। সে সঠিক পথেই আছে। তবে শতভাগ ফিট নয়।’
ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টের ভেন্যু মুম্বাইয়ের ওয়াংখেড়ে। সিরিজের শেষ টেস্ট শুরু হচ্ছে ১ নভেম্বর। এই টেস্টে উইলিয়ামসনকে পেতে আশাবাদী নিউজিল্যান্ড। তবে এক্ষেত্রে এই তারকা ব্যাটারকে নিয়ে সাবধানে এগোতে বলে মনে করেন স্টিড। নিউজিল্যান্ডের প্রধান কোচ বলেন,‘সামনের দিনগুলোতে তার আরও উন্নতি দেখব বলে আমরা আশা করছি। তৃতীয় টেস্টে তাকে পাব বলে আশা রয়েছে। তাকে প্রস্তুত হওয়ার জন্য যথেষ্ট সময় আমরা দেব। তবে এখানে সাবধানে এগোতে হবে।’
সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে এসেছিল নিউজিল্যান্ড। সেই সিরিজেই উইলিয়ামসন কুঁচকির চোটে পড়েন। তবু তাঁকে নিয়েই ভারত সিরিজের দল ঘোষণা করেছিল এনজেডসি। প্রথম টেস্ট না খেললেও ভারতের বিপক্ষে শেষ দুই টেস্টে পাওয়া যাবে বলে আশার কথা শুনিয়েছিলেন প্রধান নির্বাচক স্যাম ওয়েলস। কিন্তু উইলিয়ামসন নিউজিল্যান্ড দলের সঙ্গে ভারত সফর করেননি। সিরিজের প্রথম দুই টেস্ট মিস করা কিউই এই তারকা ক্রিকেটার বাসায় বসে নিজের পুনর্বাসনের কাজ করবেন এখন।
ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট পরশু শেষ হয়েছে বেঙ্গালুরুতে। এই টেস্টে ৮ উইকেটে জিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা। নিউজিল্যান্ডের আক্রমণাত্মক বোলিংয়ে ৪৬ রানে অলআউট হয়ে যায় ভারত। যা ভারতের টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বনিম্ন ইনিংস। ঘরের মাঠে ভারতের জন্য সেটা সর্বনিম্ন। ১৭৩ রান করে ম্যাচসেরা হয়েছেন বেঙ্গালুরুর ‘ঘরের ছেলে’ রাচীন রবীন্দ্র। প্রথম ইনিংসে ১৩৪ রানের ইনিংসটি তাঁর টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসে ৩৯ রান করে অপরাজিত থেকেছেন। উইল ইয়ংয়ের সঙ্গে ৯২ বলে ৭৫ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে দলকে জেতান রাচীন।
আরও পড়ুন:
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতকে বিধ্বস্ত করে ৩৬ বছরের অপেক্ষা ফুরিয়েছে নিউজিল্যান্ড। কিন্তু সিরিজের দ্বিতীয় টেস্টের সময় যখন ঘনিয়ে আসছে, তখন আরেক ঝামলায় পড়ল নিউজিল্যান্ড। সিরিজের দ্বিতীয় টেস্টেও খেলছেন না কেইন উইলিয়ামসন।
পুনেতে পরশু শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। এই ম্যাচ থেকে উইলিয়ামসনের ছিটকে যাওয়ার কথা আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। কারণ কুঁচকির চোট থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। উইলিয়ামসনের অবস্থার বর্ণনা দিতে গিয়ে নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, ‘আমরা কেইনকে পর্যবেক্ষণে রাখছি। সে সঠিক পথেই আছে। তবে শতভাগ ফিট নয়।’
ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টের ভেন্যু মুম্বাইয়ের ওয়াংখেড়ে। সিরিজের শেষ টেস্ট শুরু হচ্ছে ১ নভেম্বর। এই টেস্টে উইলিয়ামসনকে পেতে আশাবাদী নিউজিল্যান্ড। তবে এক্ষেত্রে এই তারকা ব্যাটারকে নিয়ে সাবধানে এগোতে বলে মনে করেন স্টিড। নিউজিল্যান্ডের প্রধান কোচ বলেন,‘সামনের দিনগুলোতে তার আরও উন্নতি দেখব বলে আমরা আশা করছি। তৃতীয় টেস্টে তাকে পাব বলে আশা রয়েছে। তাকে প্রস্তুত হওয়ার জন্য যথেষ্ট সময় আমরা দেব। তবে এখানে সাবধানে এগোতে হবে।’
সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে এসেছিল নিউজিল্যান্ড। সেই সিরিজেই উইলিয়ামসন কুঁচকির চোটে পড়েন। তবু তাঁকে নিয়েই ভারত সিরিজের দল ঘোষণা করেছিল এনজেডসি। প্রথম টেস্ট না খেললেও ভারতের বিপক্ষে শেষ দুই টেস্টে পাওয়া যাবে বলে আশার কথা শুনিয়েছিলেন প্রধান নির্বাচক স্যাম ওয়েলস। কিন্তু উইলিয়ামসন নিউজিল্যান্ড দলের সঙ্গে ভারত সফর করেননি। সিরিজের প্রথম দুই টেস্ট মিস করা কিউই এই তারকা ক্রিকেটার বাসায় বসে নিজের পুনর্বাসনের কাজ করবেন এখন।
ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট পরশু শেষ হয়েছে বেঙ্গালুরুতে। এই টেস্টে ৮ উইকেটে জিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা। নিউজিল্যান্ডের আক্রমণাত্মক বোলিংয়ে ৪৬ রানে অলআউট হয়ে যায় ভারত। যা ভারতের টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বনিম্ন ইনিংস। ঘরের মাঠে ভারতের জন্য সেটা সর্বনিম্ন। ১৭৩ রান করে ম্যাচসেরা হয়েছেন বেঙ্গালুরুর ‘ঘরের ছেলে’ রাচীন রবীন্দ্র। প্রথম ইনিংসে ১৩৪ রানের ইনিংসটি তাঁর টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসে ৩৯ রান করে অপরাজিত থেকেছেন। উইল ইয়ংয়ের সঙ্গে ৯২ বলে ৭৫ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে দলকে জেতান রাচীন।
আরও পড়ুন:
চ্যাম্পিয়নস ট্রফির মাঝপথেই হঠাৎ করে বদলে গেছে আবহাওয়া। স্বাভাবিকভাবে চলতে থাকা টুর্নামেন্টে ছন্দপতন ঘটেছে গতকাল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হয়ে। এখন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ানো নিয়েও তৈরি হয়েছে ঘোর সংশয়।
২১ মিনিট আগেইংল্যান্ড-আফগানিস্তান আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ মুখোমুখি হয়েছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। দিল্লিতে সেবার ৬৯ রানে জিতে চমক দেখিয়েছিল আফগানরা। ১৪ মাস পর আজ আরেক আইসিসি ইভেন্টে মুখোমুখি হচ্ছে দল দুটি।
১ ঘণ্টা আগেবড় দুঃসময় পার করছে পাকিস্তান ক্রিকেট দল। পরপর ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, সবশেষ চ্যাম্পিয়নস ট্রফি—এ টুর্নামেন্টগুলো থেকে তারা বিদায় নেয় গ্রুপপর্বে। এক সপ্তাহ আগেও পাকিস্তান আনন্দে ভাসছিল, তিন দশক পর প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্টের আয়োজক তারা...
২ ঘণ্টা আগেকনকাকাফ চ্যাম্পিয়নস কাপ দুর্দান্ত জয় পেয়েছে ইন্টার মায়ামি। ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের নৈপুণ্যে স্পোর্টিং কেসিকে ৩-১ গোলে হারিয়েছে তারা। একটি করে গোল করেছেন আর্জেন্টাইন সুপার স্টার মেসি ও উরুগুয়ান তারকা সুয়ারেজ। আরেকটি গোল করেন তাদেও আলেন্দে। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে...
৩ ঘণ্টা আগে