নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্বের বড় বড় ক্রীড়া আয়োজনে পরিবেশ রক্ষায় নেওয়া নানা উদ্যোগ নেওয়া হয়ে থাকে। মাঠের খেলায় যত বিতর্কিত ঘটনাই ঘটুক, এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পরিবেশ সচেতনতার কাজটা ভালোভাবেই করেছে বিসিবি।
বিপিএল ও সরকারের যুব উৎসব উপলক্ষে সিলেট ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘গারবেজম্যানে’র উদ্যোগে চালু হয়েছে একটি বিশেষ বর্জ্য ব্যবস্থাপনা কর্মসূচি। শূন্য বর্জ্যের (জিরো ওয়েস্ট) লক্ষ্যে পরিচালিত এই উদ্যোগের মাধ্যমে মাঠ ও এর আশপাশের এলাকা থেকে চট্টগ্রাম-সিলেটে প্রায় ১৪৫০ কেজি বা দেড় মেট্রিক টন বর্জ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে সিলেটে সংগ্রহ করা হয়েছে ৩২০.৭ কেজি বর্জ্য আর চট্টগ্রামে ১১২৮ কেজি।
নাম প্রকাশে অনিচ্ছুক গারবেজম্যানের একজন প্রতিনিধি বলেন, ‘বিপিএলের মতো বড় আসরে শূন্য বর্জ্যের লক্ষ্য নিয়ে কাজ করতে পেরে আমরা গর্বিত। এই উদ্যোগ শুধু পরিবেশ রক্ষার নয়, ভবিষ্যতের ইভেন্টগুলোতে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেবে।’
এখনো পর্যন্ত স্টেডিয়ামের ময়লা-আবর্জনা সংগ্রহে বিসিবি যতটা সফল হতে পেরেছে, মূল খেলাটা পরিচ্ছন্ন রাখতে সে পারদর্শিতা তারা দেখাতে পারেনি। পারিশ্রমিক ইস্যু, সন্দেহজনক কার্যকলাপের সঙ্গে নানা অনিয়ম ও অপেশাদারি কার্যক্রমে এই বিপিএলে যেন হতে চলেছে সবচেয়ে বিতর্কিত। খেলার পরিচ্ছন্ন পরিবেশ রক্ষায় খুব একটা সাফল্য মেলেনি এবার। বরং প্রশ্ন উঠেছে খেলার পরিচ্ছন্নতা নিয়ে।
বিশ্বের বড় বড় ক্রীড়া আয়োজনে পরিবেশ রক্ষায় নেওয়া নানা উদ্যোগ নেওয়া হয়ে থাকে। মাঠের খেলায় যত বিতর্কিত ঘটনাই ঘটুক, এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পরিবেশ সচেতনতার কাজটা ভালোভাবেই করেছে বিসিবি।
বিপিএল ও সরকারের যুব উৎসব উপলক্ষে সিলেট ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘গারবেজম্যানে’র উদ্যোগে চালু হয়েছে একটি বিশেষ বর্জ্য ব্যবস্থাপনা কর্মসূচি। শূন্য বর্জ্যের (জিরো ওয়েস্ট) লক্ষ্যে পরিচালিত এই উদ্যোগের মাধ্যমে মাঠ ও এর আশপাশের এলাকা থেকে চট্টগ্রাম-সিলেটে প্রায় ১৪৫০ কেজি বা দেড় মেট্রিক টন বর্জ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে সিলেটে সংগ্রহ করা হয়েছে ৩২০.৭ কেজি বর্জ্য আর চট্টগ্রামে ১১২৮ কেজি।
নাম প্রকাশে অনিচ্ছুক গারবেজম্যানের একজন প্রতিনিধি বলেন, ‘বিপিএলের মতো বড় আসরে শূন্য বর্জ্যের লক্ষ্য নিয়ে কাজ করতে পেরে আমরা গর্বিত। এই উদ্যোগ শুধু পরিবেশ রক্ষার নয়, ভবিষ্যতের ইভেন্টগুলোতে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেবে।’
এখনো পর্যন্ত স্টেডিয়ামের ময়লা-আবর্জনা সংগ্রহে বিসিবি যতটা সফল হতে পেরেছে, মূল খেলাটা পরিচ্ছন্ন রাখতে সে পারদর্শিতা তারা দেখাতে পারেনি। পারিশ্রমিক ইস্যু, সন্দেহজনক কার্যকলাপের সঙ্গে নানা অনিয়ম ও অপেশাদারি কার্যক্রমে এই বিপিএলে যেন হতে চলেছে সবচেয়ে বিতর্কিত। খেলার পরিচ্ছন্ন পরিবেশ রক্ষায় খুব একটা সাফল্য মেলেনি এবার। বরং প্রশ্ন উঠেছে খেলার পরিচ্ছন্নতা নিয়ে।
‘পচা শামুকে কেটেছে পা’—বিপিএলে নিজেদের সবশেষ ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে হেরে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই একটি পোস্ট করেছিল রংপুর রাইডার্স। মিরপুরে আবারও সেই ‘পচা শামুক’ রাজশাহীর কাছেই কিন্তু হেরেছে রংপুর। নানা কেলেঙ্কারির মধ্যেও রাজশাহীর পারফরম্যান্স দারুণ বলতেই হবে। রাতে মিরপুরে স্না
৪ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এক আসরে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডে সাকিব আল হাসানকে স্পর্শ করলেন রাজশাহীর পেসার তাসকিন আহমেদ।
৫ ঘণ্টা আগেশৈশবে ফর্মুলা ওয়ান দেখতেই বেশি ভালো লাগত ইয়ানিক সিনারের। মাঝে মধ্যে আবার ছুটে যেতেন মিলানে। ইতালিয়ান ক্লাব এসি মিলানের পাঁড় ভক্তও তিনি। এর মধ্যে কখন যে টেনিসের প্রেমে পড়া। এই অঙ্গনে তাঁর আইডল আবার রজার ফেদেরার এবং নোভাক জোকোভিচ। এর মধ্যে রজার অনেক আগেই ছেড়েছেন টেনিস। জোকো এখনো খেললেও এবার চোটে পড়ে আ
৬ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ৩০ ডিসেম্বর থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত তারুণ্যের উৎসব উদ্যাপনের ঘোষণা দিয়েছিল। কিন্তু সেই ঘোষণা অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) কোনো কর্মপরিকল্পনা জমা না দেওয়ায় দেশের ১৫ ক্রীড়া ফেডারেশন/অ্যাসোসিয়েশনের আর্থিক বরাদ্দ স্থগিত করা হতে প
৬ ঘণ্টা আগে