মিরাজদের প্রথম হারের স্বাদ দিলেন তাসকিনরা

ক্রীড়া ডেস্ক    
Thumbnail image
খুলনা টাইগার্সের উইকেট নেওয়ার পর দুর্বার রাজশাহীর উদযাপন। এবারের বিপিএলে আজই খুলনা প্রথম হারল। ছবি: বিসিবি

মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে এবারের বিপিএলে শুরুটা দারুণ করে খুলনা টাইগার্স। প্রথম দুই ম্যাচের দুটিতে খুলনা জেতে হেসেখেলে। অবশেষে দলটি টুর্নামেন্টে আজ প্রথম হারের স্বাদ পেল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খুলনাকে ২৮ রানে হারিয়েছে দুর্বার রাজশাহী।

মিরপুরে গত ২ জানুয়ারি ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট নিয়েছিলেন তাসকিন আহমেদ। রেকর্ড বই তছনছ করে দেওয়ার ম্যাচে রাজশাহী জিতেছিল ৮ উইকেটে। এবারের বিপিএলে সেটাই ছিল এনামুল হক বিজয়-তাসকিনদের একমাত্র জয়। টানা দুই ম্যাচ হারের পর আজ রাজশাহী পেল জয়ের দেখা।

১৭৯ রানের লক্ষ্যে নেমে খুলনা সেভাবে শুরুটা করতে পারেননি। ১০.৩ ওভারে ৩ উইকেটে ৫৯ রানে পরিণত হয় দলটি। ওপেনার উইলিয়াম বোসিস্টো করেন ৬ রান। তিনে নেমে অধিনায়ক মিরাজও এক অঙ্কের (১) ঘরে আউট হয়েছেন। তিনি খেলেছেন ৭ বল। আরেক ওপেনার নাঈম শেখ ২৮ বলে করেন ২৪ রান। চাপে পড়া খুলনার রান তোলার গতি এরপর বাড়তে থাকে। চতুর্থ উইকেটে ১৫ বলে ৩১ রানের জুটি গড়েন মাহিদুল ইসলাম অঙ্কন ও আফিফ হোসেন ধ্রুব। যেখানে আফিফ রান করেন ওয়ানডে মেজাজে। ৩০ বলে তিনি করেন ৩৩ রান। ১৩ তম ওভারের শেষ বলে আফিফকে ফিরিয়েছেন সোহাগ গাজী।

আফিফের বিদায়ের থেকেই ধস নামার শুরু খুলনার ইনিংসে। ৬০ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ১৯.২ ওভারে ১৫০ রানে গুটিয়ে যায় তারা। শেষ ওভারের তৃতীয় বলে সালমান ইরশাদকে ফিরিয়ে খুলনার ইনিংসের ইতি টানেন তাসকিন। ষষ্ঠ উইকেটে ইমরুল কায়েস ও আবু হায়দার রনির ৮ বলে ২০ রানের জুটিটাকেই শুধু টি-টোয়েন্টি সুলভ বলা যায়। খুলনার ইনিংস সর্বোচ্চ ৩৩ রান এসেছে আফিফের ব্যাটে। মেরেছেন ৩ চার ও ১ ছক্কা। রাজশাহীর তাসকিন, রায়ান বার্ল, সোহাগ পেয়েছেন ২টি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন জিসান আলম, এসএম মেহেরব, শফিউল ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

এর আগে টস জিতে ফিল্ডিং নেন খুলনা টাইগার্সের অধিনায়ক মিরাজ। প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৮ রান করে দুর্বার রাজশাহী। ইনিংস সর্বোচ্চ ৪৮ রান করেন বার্ল। ৬ নম্বরে নেমে ২৯ বলে ৭ চার ও ১ ছক্কায় ক্যামিও ইনিংস (৪৮) খেলে অপরাজিত থাকেন তিনি। খুলনার নাসুম আহমেদ নিয়েছেন ২ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত