ক্রীড়া ডেস্ক
আয়োজকদের চিন্তা বাড়িয়ে স্থগিত করা হলো ট্রায়াথলন। প্যারিসের সিন নদীর পানির দূষণ এতটাই বেশি যে, প্রতিযোগীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে পিছিয়ে দেওয়া হয়েছে ট্রায়াথলন। দূষণ কমে আসলেও স্থগিত হয়ে যাওয়া ট্রায়াথলেন সাঁতার হবে আজ।
ট্রায়াথলন হলো সাঁতার, সাইক্লিং ও দৌড়—তিনটির মিলিত লড়াই। কিন্তু সিন নদীর পানি মাত্রাতিরিক্ত দূষিত থাকায় সাঁতার আয়োজন সম্ভব হয়নি। সিন নদীর পানির বিশুদ্ধতা নিয়ে আগে থেকেই একটা শঙ্কা ছিল সবার। তবে নদীর পানিকে শুদ্ধ করার জন্য অলিম্পিকের আয়োজন স্বত্ব পাওয়ার পর থেকেই কাজ করে আসছে ফ্রান্স। ২০১৫ সাল থেকে গ্রহণ করা হয় বিভিন্ন প্রকল্পও। যাতে ফ্রান্স সরকারের ব্যয় হয়েছে ১৫০ কোটি ডলার; যা টাকার অঙ্কে ১৭৬৫৭ কোটির মতো।
প্যারিস শহরের মাঝে তৈরি করা হয় ভূগর্ভস্থ বিশাল জলাধার, পরিবর্তন করা হয় শহরের পয়ঃপ্রণালি ব্যবস্থা, উন্নত করা হয় বিভিন্ন কাজে ব্যবহৃত জল দূষণমুক্ত করার ব্যবস্থাও। আয়োজকেরা আশাবাদীই ছিলেন—সবকিছু ঠিকঠাক মতোই হবে। অলিম্পিক শুরুর আগে প্যারিস মেয়র জলে নেমে আন হিদালগো এই বার্তাই দিয়েছিলেন—সিন নদীর পানি বিশুদ্ধ। সেই বিশুদ্ধতা প্রমাণে নিজেই সিন নদীতে নেমে সাঁতার কেটেছেন। কিন্তু গত শুক্রবার ও শনিবারের বৃষ্টিতে সিন নদীর পানিতে সংক্রমণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার ঘনত্বও বেড়েছে। আর তাতেই স্থগিত হয়ে গেছে ট্রায়াথলন।
পিছিয়ে দেওয়া ট্রায়ালথনের সাঁতার হবে আজ। পানি যদি নির্দিষ্ট মানে বিশুদ্ধ না হয় আর আয়োজন করা সম্ভব না হয় তাহলে সেটি আরও পিছিয়ে শুক্রবার আয়োজনের চেষ্টা চলবে। শেষ সে চেষ্টাও ব্যর্থ হলে সাঁতার বাদ দিয়েই শুধু সাইক্লিং ও দৌড়ের লড়াই থেকেই বাছাই করা হবে ট্রায়ালথনের পদকজয়ীদের।
আয়োজকদের চিন্তা বাড়িয়ে স্থগিত করা হলো ট্রায়াথলন। প্যারিসের সিন নদীর পানির দূষণ এতটাই বেশি যে, প্রতিযোগীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে পিছিয়ে দেওয়া হয়েছে ট্রায়াথলন। দূষণ কমে আসলেও স্থগিত হয়ে যাওয়া ট্রায়াথলেন সাঁতার হবে আজ।
ট্রায়াথলন হলো সাঁতার, সাইক্লিং ও দৌড়—তিনটির মিলিত লড়াই। কিন্তু সিন নদীর পানি মাত্রাতিরিক্ত দূষিত থাকায় সাঁতার আয়োজন সম্ভব হয়নি। সিন নদীর পানির বিশুদ্ধতা নিয়ে আগে থেকেই একটা শঙ্কা ছিল সবার। তবে নদীর পানিকে শুদ্ধ করার জন্য অলিম্পিকের আয়োজন স্বত্ব পাওয়ার পর থেকেই কাজ করে আসছে ফ্রান্স। ২০১৫ সাল থেকে গ্রহণ করা হয় বিভিন্ন প্রকল্পও। যাতে ফ্রান্স সরকারের ব্যয় হয়েছে ১৫০ কোটি ডলার; যা টাকার অঙ্কে ১৭৬৫৭ কোটির মতো।
প্যারিস শহরের মাঝে তৈরি করা হয় ভূগর্ভস্থ বিশাল জলাধার, পরিবর্তন করা হয় শহরের পয়ঃপ্রণালি ব্যবস্থা, উন্নত করা হয় বিভিন্ন কাজে ব্যবহৃত জল দূষণমুক্ত করার ব্যবস্থাও। আয়োজকেরা আশাবাদীই ছিলেন—সবকিছু ঠিকঠাক মতোই হবে। অলিম্পিক শুরুর আগে প্যারিস মেয়র জলে নেমে আন হিদালগো এই বার্তাই দিয়েছিলেন—সিন নদীর পানি বিশুদ্ধ। সেই বিশুদ্ধতা প্রমাণে নিজেই সিন নদীতে নেমে সাঁতার কেটেছেন। কিন্তু গত শুক্রবার ও শনিবারের বৃষ্টিতে সিন নদীর পানিতে সংক্রমণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার ঘনত্বও বেড়েছে। আর তাতেই স্থগিত হয়ে গেছে ট্রায়াথলন।
পিছিয়ে দেওয়া ট্রায়ালথনের সাঁতার হবে আজ। পানি যদি নির্দিষ্ট মানে বিশুদ্ধ না হয় আর আয়োজন করা সম্ভব না হয় তাহলে সেটি আরও পিছিয়ে শুক্রবার আয়োজনের চেষ্টা চলবে। শেষ সে চেষ্টাও ব্যর্থ হলে সাঁতার বাদ দিয়েই শুধু সাইক্লিং ও দৌড়ের লড়াই থেকেই বাছাই করা হবে ট্রায়ালথনের পদকজয়ীদের।
চ্যাম্পিয়নস ট্রফির ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের আগে বারবার ঘুরেফিরে এসেছিল আহমেদাবাদের কথা। কারণ, সবশেষ ওয়ানডেতে এই দুই দল মুখোমুখি হয়েছে ২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে। ১ লাখেরও বেশি দর্শককে কাঁদিয়ে ভারতের শিরোপার উৎসব পণ্ড করে দিয়েছিল অস্ট্রেলিয়া।
৯ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর বেশ ভালোভাবেই নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জাতীয় দল নিয়ে বেশ কিছু কঠোর নিয়ম আরোপ করে তারা। এর প্রতিফলন ঘটছে আইপিএলেও। সম্প্রতি আইপিএলের সব দলকে একটি ই-মেইল বার্তায় বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগেভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ক্যাম্প করার জন্য আগামীকাল সৌদি আরবে যাবে বাংলাদেশ ফুটবল দল। চারদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে তারা। যা নিয়ে বেশ সন্তুষ্ট কোচ হাভিয়ের কাবরেরা।
১০ ঘণ্টা আগেব্যাটার কোহলিকে তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। একের পর এক রেকর্ড গড়েছেন বলে পেয়েছেন ‘কিং কোহলি’ উপাধি। রেকর্ড গড়া যাঁর কাছে ডালভাতের মতো, তিনি আজ গড়লেন আরও এক রেকর্ড। তাতে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংকে।
১০ ঘণ্টা আগে