ক্রীড়া ডেস্ক
আয়োজকদের চিন্তা বাড়িয়ে স্থগিত করা হলো ট্রায়াথলন। প্যারিসের সিন নদীর পানির দূষণ এতটাই বেশি যে, প্রতিযোগীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে পিছিয়ে দেওয়া হয়েছে ট্রায়াথলন। দূষণ কমে আসলেও স্থগিত হয়ে যাওয়া ট্রায়াথলেন সাঁতার হবে আজ।
ট্রায়াথলন হলো সাঁতার, সাইক্লিং ও দৌড়—তিনটির মিলিত লড়াই। কিন্তু সিন নদীর পানি মাত্রাতিরিক্ত দূষিত থাকায় সাঁতার আয়োজন সম্ভব হয়নি। সিন নদীর পানির বিশুদ্ধতা নিয়ে আগে থেকেই একটা শঙ্কা ছিল সবার। তবে নদীর পানিকে শুদ্ধ করার জন্য অলিম্পিকের আয়োজন স্বত্ব পাওয়ার পর থেকেই কাজ করে আসছে ফ্রান্স। ২০১৫ সাল থেকে গ্রহণ করা হয় বিভিন্ন প্রকল্পও। যাতে ফ্রান্স সরকারের ব্যয় হয়েছে ১৫০ কোটি ডলার; যা টাকার অঙ্কে ১৭৬৫৭ কোটির মতো।
প্যারিস শহরের মাঝে তৈরি করা হয় ভূগর্ভস্থ বিশাল জলাধার, পরিবর্তন করা হয় শহরের পয়ঃপ্রণালি ব্যবস্থা, উন্নত করা হয় বিভিন্ন কাজে ব্যবহৃত জল দূষণমুক্ত করার ব্যবস্থাও। আয়োজকেরা আশাবাদীই ছিলেন—সবকিছু ঠিকঠাক মতোই হবে। অলিম্পিক শুরুর আগে প্যারিস মেয়র জলে নেমে আন হিদালগো এই বার্তাই দিয়েছিলেন—সিন নদীর পানি বিশুদ্ধ। সেই বিশুদ্ধতা প্রমাণে নিজেই সিন নদীতে নেমে সাঁতার কেটেছেন। কিন্তু গত শুক্রবার ও শনিবারের বৃষ্টিতে সিন নদীর পানিতে সংক্রমণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার ঘনত্বও বেড়েছে। আর তাতেই স্থগিত হয়ে গেছে ট্রায়াথলন।
পিছিয়ে দেওয়া ট্রায়ালথনের সাঁতার হবে আজ। পানি যদি নির্দিষ্ট মানে বিশুদ্ধ না হয় আর আয়োজন করা সম্ভব না হয় তাহলে সেটি আরও পিছিয়ে শুক্রবার আয়োজনের চেষ্টা চলবে। শেষ সে চেষ্টাও ব্যর্থ হলে সাঁতার বাদ দিয়েই শুধু সাইক্লিং ও দৌড়ের লড়াই থেকেই বাছাই করা হবে ট্রায়ালথনের পদকজয়ীদের।
আয়োজকদের চিন্তা বাড়িয়ে স্থগিত করা হলো ট্রায়াথলন। প্যারিসের সিন নদীর পানির দূষণ এতটাই বেশি যে, প্রতিযোগীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে পিছিয়ে দেওয়া হয়েছে ট্রায়াথলন। দূষণ কমে আসলেও স্থগিত হয়ে যাওয়া ট্রায়াথলেন সাঁতার হবে আজ।
ট্রায়াথলন হলো সাঁতার, সাইক্লিং ও দৌড়—তিনটির মিলিত লড়াই। কিন্তু সিন নদীর পানি মাত্রাতিরিক্ত দূষিত থাকায় সাঁতার আয়োজন সম্ভব হয়নি। সিন নদীর পানির বিশুদ্ধতা নিয়ে আগে থেকেই একটা শঙ্কা ছিল সবার। তবে নদীর পানিকে শুদ্ধ করার জন্য অলিম্পিকের আয়োজন স্বত্ব পাওয়ার পর থেকেই কাজ করে আসছে ফ্রান্স। ২০১৫ সাল থেকে গ্রহণ করা হয় বিভিন্ন প্রকল্পও। যাতে ফ্রান্স সরকারের ব্যয় হয়েছে ১৫০ কোটি ডলার; যা টাকার অঙ্কে ১৭৬৫৭ কোটির মতো।
প্যারিস শহরের মাঝে তৈরি করা হয় ভূগর্ভস্থ বিশাল জলাধার, পরিবর্তন করা হয় শহরের পয়ঃপ্রণালি ব্যবস্থা, উন্নত করা হয় বিভিন্ন কাজে ব্যবহৃত জল দূষণমুক্ত করার ব্যবস্থাও। আয়োজকেরা আশাবাদীই ছিলেন—সবকিছু ঠিকঠাক মতোই হবে। অলিম্পিক শুরুর আগে প্যারিস মেয়র জলে নেমে আন হিদালগো এই বার্তাই দিয়েছিলেন—সিন নদীর পানি বিশুদ্ধ। সেই বিশুদ্ধতা প্রমাণে নিজেই সিন নদীতে নেমে সাঁতার কেটেছেন। কিন্তু গত শুক্রবার ও শনিবারের বৃষ্টিতে সিন নদীর পানিতে সংক্রমণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার ঘনত্বও বেড়েছে। আর তাতেই স্থগিত হয়ে গেছে ট্রায়াথলন।
পিছিয়ে দেওয়া ট্রায়ালথনের সাঁতার হবে আজ। পানি যদি নির্দিষ্ট মানে বিশুদ্ধ না হয় আর আয়োজন করা সম্ভব না হয় তাহলে সেটি আরও পিছিয়ে শুক্রবার আয়োজনের চেষ্টা চলবে। শেষ সে চেষ্টাও ব্যর্থ হলে সাঁতার বাদ দিয়েই শুধু সাইক্লিং ও দৌড়ের লড়াই থেকেই বাছাই করা হবে ট্রায়ালথনের পদকজয়ীদের।
বাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
৮ ঘণ্টা আগেঅ্যাশেজ শুরুর আগে সিরিজের ফলাফল নিয়ে বরাবরই পূর্বানুমান করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। সেই অভ্যাসের বশেই কিনা আজ থেকে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে রিকি পন্টিং বলে বসলেন—অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে।
১০ ঘণ্টা আগেবিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
১০ ঘণ্টা আগেব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে বোলিং ও ফিল্ডিংয়ে ভেলকি দেখিয়েছেন তিনি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সও জেতাতে পারল না বাংলা টাইগার্সকে।
১১ ঘণ্টা আগে