Ajker Patrika

ইফতার সেরেই বিরল রেকর্ডটি গড়লেন ইয়ামাল

ক্রীড়া ডেস্ক    
চ্যাম্পিয়নস লিগে একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন ইয়ামাল। ছবি: সংগৃহীত
চ্যাম্পিয়নস লিগে একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন ইয়ামাল। ছবি: সংগৃহীত

১৫ বছর বয়সেই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে অভিষেক। এরই মধ্যে স্পেনের হয়ে জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ। বর্ষসেরা উদীয়মান ফুটবলারের পুরস্কারসহ বিভিন্ন কীর্তি গড়ে চলেছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। গতকাল চ্যাম্পিয়নস লিগে বেনফিকার বিপক্ষে ফিরতি লেগে নজরকাড়া একটি গোল ও অ্যাসিস্টে বিরল এক রেকর্ড গড়লেন তিনি।

চ্যাম্পিয়নস লিগে একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন ইয়ামাল। গতকাল রাফিনহার জোড়া ও ইয়ামালের একটি গোলে বেনফিকাকে ৩-১ গোলে হারায় বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে পর্তুগালের ক্লাবটিকে ৪-১ ব্যবধানে উড়িয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কাতালানরা।

এ ম্যাচে রোজা রেখেই খেলা শুরু করেছিলেন ইয়ামাল। ১৫ মিনিটের সময় সেরে নেন ইফতার। তার আগেই রেকর্ডের পথে এগিয়ে গেলেন রাফিনহাকে দিয়ে গোল করিয়ে। ১১ মিনিটে প্রথম গোল উদ্‌যাপন করল বার্সা। প্রতিপক্ষের দুই খেলোয়াড়কে কাটিয়ে বক্সের ডান দিক থেকে চমৎকার ক্রস বাড়ান ইয়ামাল, আর দূরের পোস্টে ভলিতে বল জালে পাঠান রাফিনহা।

ইফতারের আবারও বার্সা এগিয়ে যায় ইয়ামালের নজরকাড়া গোলে। ২৭ মিনিটে রাফিনহার ক্রস ধরে ডান দিকে দারুণ ড্রিবলিংয়ে একজনের বাধা বক্সে জায়গা বানিয়ে শট নেন। বল বাঁক খেয়ে দূরের পোস্ট দিয়ে খুঁজে পায় ঠিকানা। গোলরক্ষক ঝাঁপিয়েও বলের নাগাল পাননি। ১৭ বছর ২৪১ দিন বয়সে খেলতে নেমে চ্যাম্পিয়নস লিগে একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন ইয়ামালই।

চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে কম বয়সে এক ম্যাচে গোল ও অ্যাসিস্টের আগের রেকর্ডটি ছিল ব্রিল এমবোলোর। ২০১৪ সালে লুদোগেরেতসের বিপক্ষে বাসলের হয়ে এ রেকর্ড গড়েছিলেন সুইজারল্যান্ডের ফরোয়ার্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত