ক্রীড়া ডেস্ক
১৫ বছর বয়সেই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে অভিষেক। এরই মধ্যে স্পেনের হয়ে জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ। বর্ষসেরা উদীয়মান ফুটবলারের পুরস্কারসহ বিভিন্ন কীর্তি গড়ে চলেছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। গতকাল চ্যাম্পিয়নস লিগে বেনফিকার বিপক্ষে ফিরতি লেগে নজরকাড়া একটি গোল ও অ্যাসিস্টে বিরল এক রেকর্ড গড়লেন তিনি।
চ্যাম্পিয়নস লিগে একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন ইয়ামাল। গতকাল রাফিনহার জোড়া ও ইয়ামালের একটি গোলে বেনফিকাকে ৩-১ গোলে হারায় বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে পর্তুগালের ক্লাবটিকে ৪-১ ব্যবধানে উড়িয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কাতালানরা।
এ ম্যাচে রোজা রেখেই খেলা শুরু করেছিলেন ইয়ামাল। ১৫ মিনিটের সময় সেরে নেন ইফতার। তার আগেই রেকর্ডের পথে এগিয়ে গেলেন রাফিনহাকে দিয়ে গোল করিয়ে। ১১ মিনিটে প্রথম গোল উদ্যাপন করল বার্সা। প্রতিপক্ষের দুই খেলোয়াড়কে কাটিয়ে বক্সের ডান দিক থেকে চমৎকার ক্রস বাড়ান ইয়ামাল, আর দূরের পোস্টে ভলিতে বল জালে পাঠান রাফিনহা।
ইফতারের আবারও বার্সা এগিয়ে যায় ইয়ামালের নজরকাড়া গোলে। ২৭ মিনিটে রাফিনহার ক্রস ধরে ডান দিকে দারুণ ড্রিবলিংয়ে একজনের বাধা বক্সে জায়গা বানিয়ে শট নেন। বল বাঁক খেয়ে দূরের পোস্ট দিয়ে খুঁজে পায় ঠিকানা। গোলরক্ষক ঝাঁপিয়েও বলের নাগাল পাননি। ১৭ বছর ২৪১ দিন বয়সে খেলতে নেমে চ্যাম্পিয়নস লিগে একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন ইয়ামালই।
চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে কম বয়সে এক ম্যাচে গোল ও অ্যাসিস্টের আগের রেকর্ডটি ছিল ব্রিল এমবোলোর। ২০১৪ সালে লুদোগেরেতসের বিপক্ষে বাসলের হয়ে এ রেকর্ড গড়েছিলেন সুইজারল্যান্ডের ফরোয়ার্ড।
১৫ বছর বয়সেই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে অভিষেক। এরই মধ্যে স্পেনের হয়ে জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ। বর্ষসেরা উদীয়মান ফুটবলারের পুরস্কারসহ বিভিন্ন কীর্তি গড়ে চলেছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। গতকাল চ্যাম্পিয়নস লিগে বেনফিকার বিপক্ষে ফিরতি লেগে নজরকাড়া একটি গোল ও অ্যাসিস্টে বিরল এক রেকর্ড গড়লেন তিনি।
চ্যাম্পিয়নস লিগে একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন ইয়ামাল। গতকাল রাফিনহার জোড়া ও ইয়ামালের একটি গোলে বেনফিকাকে ৩-১ গোলে হারায় বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে পর্তুগালের ক্লাবটিকে ৪-১ ব্যবধানে উড়িয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কাতালানরা।
এ ম্যাচে রোজা রেখেই খেলা শুরু করেছিলেন ইয়ামাল। ১৫ মিনিটের সময় সেরে নেন ইফতার। তার আগেই রেকর্ডের পথে এগিয়ে গেলেন রাফিনহাকে দিয়ে গোল করিয়ে। ১১ মিনিটে প্রথম গোল উদ্যাপন করল বার্সা। প্রতিপক্ষের দুই খেলোয়াড়কে কাটিয়ে বক্সের ডান দিক থেকে চমৎকার ক্রস বাড়ান ইয়ামাল, আর দূরের পোস্টে ভলিতে বল জালে পাঠান রাফিনহা।
ইফতারের আবারও বার্সা এগিয়ে যায় ইয়ামালের নজরকাড়া গোলে। ২৭ মিনিটে রাফিনহার ক্রস ধরে ডান দিকে দারুণ ড্রিবলিংয়ে একজনের বাধা বক্সে জায়গা বানিয়ে শট নেন। বল বাঁক খেয়ে দূরের পোস্ট দিয়ে খুঁজে পায় ঠিকানা। গোলরক্ষক ঝাঁপিয়েও বলের নাগাল পাননি। ১৭ বছর ২৪১ দিন বয়সে খেলতে নেমে চ্যাম্পিয়নস লিগে একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন ইয়ামালই।
চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে কম বয়সে এক ম্যাচে গোল ও অ্যাসিস্টের আগের রেকর্ডটি ছিল ব্রিল এমবোলোর। ২০১৪ সালে লুদোগেরেতসের বিপক্ষে বাসলের হয়ে এ রেকর্ড গড়েছিলেন সুইজারল্যান্ডের ফরোয়ার্ড।
২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত। এই ম্যাচ দিয়েই হামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে। ভারত ম্যাচ দিয়ে এশিয়ান কাপ বাছাইপর্বের অভিযান শুরু হচ্ছে বাংলাদেশের।
১ ঘণ্টা আগে২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর থেকেই টাকা-পয়সায় ভরে উঠছে ভারতীয় ক্রিকেটারদের ব্যাংক অ্যাকাউন্ট। চ্যাম্পিয়নস ট্রফি জিতে আইসিসির কাছ থেকে প্রায় ৩০ কোটি টাকা পেয়েছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। এবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দিচ্ছে ৮০ কোটিরও...
১ ঘণ্টা আগেভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের খেলতে সকালে ভারত সফরে গেছে বাংলাদেশ ফুটবল দল। আগামী ২৫ মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে লড়বে এ দুল দুটি। তার আগে আজ সকালে বিমানবন্দরে প্রবেশের সঙ্গেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন...
২ ঘণ্টা আগেহাভিয়ের কাবরেরা কোচ হয়ে আসার পর বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন আগের মতো উন্মুক্ত নয়। অনুশীলন দেখতে খুব বেশি সমর্থক কাল তাই আসেননি। কিন্তু গতকালের চিত্রটা একেবারেই ভিন্ন। কাবরেরা এবারও রুদ্ধদ্বার অনুশীলন রেখেছেন। কিন্তু কাল বসুন্ধরা কিংস...
৩ ঘণ্টা আগে