নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগেই খবর বেরিয়েছিল, হাইব্রিড মডেলেই জট খুলেছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির। পাকিস্তান শর্তসাপেক্ষে হাইব্রিড মডেল মেনে নিতে রাজি হয়েছে এবং এর বিপরীতে আগামী তিন বছর ভারতের মাটিতে কোনো বৈশ্বিক টুর্নামেন্ট না খেলার শর্ত দিয়েছে তারা, তা মেনে নিয়েছে ভারত। চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে পাকিস্তান ও ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সমঝোতার পর বাকি ছিল শুধু আইসিসির অনুমোদন। সে অনুমোদনটাও আজ দিয়ে দিয়েছে আইসিসি।
তাই এখন আর চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে কোনো সমস্যাই থাকল না। টুর্নামেন্টের আয়োজক স্বত্ব পিসিবির হাতে থাকলেও ম্যাচ হবে পাকিস্তান ও দুবাইয়ে। তবে দুবাইয়ে ম্যাচ হওয়ার জন্য কোনো ক্ষতিপূরণ পাবে না পাকিস্তান। এর বিনিময়ে ২০২৮ সালের আইসিসি মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে পিসিবি। গতকাল এক বিজ্ঞপ্তিতে যেটির অনুমোদন দিয়েছে আইসিসি।
ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২০২৪ থেকে ২০২৭ সালের মধ্যে আইসিসির যে সব বৈশ্বিক ইভেন্ট ভারত কিংবা পাকিস্তানে হবে সেই সব ইভেন্টে ভারত কিংবা পাকিস্তানের ম্যাচগুলো কোনো নিরপেক্ষ ভেন্যুতে হবে। সে নিরপেক্ষ ভেন্যুর প্রস্তাব করবে আয়োজকরাই। অর্থাৎ ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিই হাইব্রিড মডেলে তো হচ্ছেই, ভারতের হতে যাওয়া ২০২৫ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ ও ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া ছেলেদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপও হবে হাইব্রিড মডেলে।
তাই আগামী তিন বছর ভারত যেমন পাকিস্তানের মাটিতে খেলবে না, তেমনি পাকিস্তানও কোনো টুর্নামেন্ট খেলবে ভারতের মাটিতে। আগামী তিন বছর বৈশ্বিক ইভেন্টে দুই দেশের পরস্পরের দেশে না খেলতে চাওয়াটাকেই অনুমোদন দিয়েছে আইসিসি।
হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফির জট খুলে যাওয়ায় অচিরেই টুর্নামেন্টে সূচি প্রকাশ করবে আইসিসি।
আগেই খবর বেরিয়েছিল, হাইব্রিড মডেলেই জট খুলেছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির। পাকিস্তান শর্তসাপেক্ষে হাইব্রিড মডেল মেনে নিতে রাজি হয়েছে এবং এর বিপরীতে আগামী তিন বছর ভারতের মাটিতে কোনো বৈশ্বিক টুর্নামেন্ট না খেলার শর্ত দিয়েছে তারা, তা মেনে নিয়েছে ভারত। চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে পাকিস্তান ও ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সমঝোতার পর বাকি ছিল শুধু আইসিসির অনুমোদন। সে অনুমোদনটাও আজ দিয়ে দিয়েছে আইসিসি।
তাই এখন আর চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে কোনো সমস্যাই থাকল না। টুর্নামেন্টের আয়োজক স্বত্ব পিসিবির হাতে থাকলেও ম্যাচ হবে পাকিস্তান ও দুবাইয়ে। তবে দুবাইয়ে ম্যাচ হওয়ার জন্য কোনো ক্ষতিপূরণ পাবে না পাকিস্তান। এর বিনিময়ে ২০২৮ সালের আইসিসি মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে পিসিবি। গতকাল এক বিজ্ঞপ্তিতে যেটির অনুমোদন দিয়েছে আইসিসি।
ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২০২৪ থেকে ২০২৭ সালের মধ্যে আইসিসির যে সব বৈশ্বিক ইভেন্ট ভারত কিংবা পাকিস্তানে হবে সেই সব ইভেন্টে ভারত কিংবা পাকিস্তানের ম্যাচগুলো কোনো নিরপেক্ষ ভেন্যুতে হবে। সে নিরপেক্ষ ভেন্যুর প্রস্তাব করবে আয়োজকরাই। অর্থাৎ ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিই হাইব্রিড মডেলে তো হচ্ছেই, ভারতের হতে যাওয়া ২০২৫ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ ও ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া ছেলেদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপও হবে হাইব্রিড মডেলে।
তাই আগামী তিন বছর ভারত যেমন পাকিস্তানের মাটিতে খেলবে না, তেমনি পাকিস্তানও কোনো টুর্নামেন্ট খেলবে ভারতের মাটিতে। আগামী তিন বছর বৈশ্বিক ইভেন্টে দুই দেশের পরস্পরের দেশে না খেলতে চাওয়াটাকেই অনুমোদন দিয়েছে আইসিসি।
হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফির জট খুলে যাওয়ায় অচিরেই টুর্নামেন্টে সূচি প্রকাশ করবে আইসিসি।
এখনো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারের ক্ষতটা টাটকা। এরই মধ্যে আইসিসি দিল আরেক দুঃসংবাদ। শেষ ম্যাচে মন্থর গতিতে বোলিংয়ের দায়ে (স্লো ওভার রেট) পাকিস্তানকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে...
৪ ঘণ্টা আগেনতুন করে দ্বিস্তরের টেস্ট ক্রিকেট নিয়ে আলোচনা শুরু হওয়ায় হতাশ ক্লাইভ লয়েড। এই আলোচনা বন্ধের দাবি জানিয়ে ক্যারিবীয় ক্রিকেট কিংবদন্তি বলছেন, টেস্টে দ্বিস্তর চালু হয়ে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে!
৬ ঘণ্টা আগেনিজেদের বাঁচা মরার ম্যাচেই খেই হারাল মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ ফেডারেশন কাপে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে ১-০ গোলে হেরেছে আলফাজ আহমেদের শিষ্যরা। আর তাদের বিদায়ের পথটা দেখান আবাহনীর ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম। এদিন ম্যাচের ৭৪ মিনিটে মোহামেডানকে হতাশায়
৮ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ছুটছে রংপুর রাইডার্সে জয়রথ। বিপরীতে শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের হারের চাকা কিছুতেই থামছে না। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়ে বিপিএল টানা...
৯ ঘণ্টা আগে