Ajker Patrika

বিপিএলে তামিমের দলে আফ্রিদি

 ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৯: ৪৯
শাহিন শাহ আফ্রিদিকে নিয়েছে ফরচুন বরিশাল। ছবি:ফরচুন বরিশাল
শাহিন শাহ আফ্রিদিকে নিয়েছে ফরচুন বরিশাল। ছবি:ফরচুন বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুম শুরু হতে বেশি দিন বাকি নেই। টুর্নামেন্ট যখন দরজায় কড়া নাড়ছে, সেই মুহূর্তে চমক দেখাল বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। পাকিস্তানের এক তারকা ক্রিকেটারকে দলে ভেড়াল বরিশাল।

নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে গত রাতে শাহিন শাহ আফ্রিদির ছবি পোস্ট করেছে বরিশাল। তাঁকে বরিশাল নিয়েছে সরাসরি চুক্তিতে। ফ্র্যাঞ্চাইজিটি ক্যাপশন দিয়েছে, ‘পাকিস্তানের পেস বোলিং জাদুকর এখন ফরচুন বরিশালের অংশ। বিপিএলে দক্ষিণাঞ্চলকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন শাহীন শাহ আফ্রিদি। তাকে স্বাগত জানাতে আমরা মুখিয়ে আছি।’ ক্যাপশনের শেষে বরিশালের আঞ্চলিক ভাষায় একটি বাক্য জুড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলের নতুন মৌসুমে বরিশালে খেলবেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের মতো দেশি তারকারা।

এ বছরের ১ মার্চ তামিমের নেতৃত্বে ফরচুন বরিশাল বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল। যা ফ্র্যাঞ্চাইজিটির ইতিহাসে প্রথম কোনো শিরোপা।সর্বোচ্চ রান করে হয়েছিলেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়। নতুন বিপিএল শুরুর আগে তামিম-মুশফিককে ধরে রেখেছে বরিশাল। একই দলে এবার মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ ক্রিকেটারের পাশাপাশি তাওহিদ হৃদয়, রিশাদ হোসেনের মতো তরুণরা থাকছেন। ৩০ ডিসেম্বর শুরু হচ্ছে নতুন বিপিএল।

শাহিন বর্তমানে আছেন দক্ষিণ আফ্রিকায়। সেখানে দুই টি-টোয়েন্টি ও এক ওয়ানডে খেলেছেন। তিন ম্যাচে নিয়েছেন ৪ উইকেট। কেপটাউনে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত