ক্রীড়া ডেস্ক
বিপিএলে দুর্দান্ত গতিতে ছুটছে রংপুর রাইডার্স। ‘ছুটছে’ ঢাকা ক্যাপিটালসও, তবে উল্টো দিকে। ‘পাঁচে পাঁচ’ করে যখন লিগ টেবিলের শীর্ষে রংপুর, তখন চার ম্যাচের চারটিতেই হেরে সবার নিচে অবস্থান ঢাকার। বিপরীতমুখী যাত্রায় বিব্রতকর এক রেকর্ড হয়ে গেল ঢাকার ঢাকার প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনের।
বিপিএলে কোচ হিসেবে লম্বা সময় ধরে হারের বৃত্তে বন্দী বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সুজন। সব মিলিয়ে টানা ১৫ ম্যাচে হারের রেকর্ড গড়েছেন তিনি। আর কোনো কোচ টানা এত ম্যাচে হারেননি এই টুর্নামেন্টে। গত বিপিএলে দুর্দান্ত ঢাকার প্রধান কোচ ছিলেন সুজন। দলটি মৌসুম শুরু করেছিল রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ৩ উইকেটে হারিয়ে। গত বছরের ১৯ জানুয়ারি পাওয়া ওই জয়ের পর কেবল হারের মুখই দেখছেন তিনি।
কুমিল্লাকে হারানোর পর টানা ১১ ম্যাচ হেরেছিল ঢাকা। তারা ২০২৪ সালের মৌসুম শেষ করেছিল পয়েন্ট তালিকার তলানিতে থেকে। তার সঙ্গে এবার এরই মধ্যে ৪ ম্যাচ খেলে সবগুলোয় হেরেছে সুজনের দল ঢাকা ক্যাপিটালস। সব মিলিয়ে টানা ১৫ হার দেখলেন তিনি।
আগের তিন ম্যাচের তিনটিতে হেরে যাওয়া ঢাকা ক্যাপিটালস গতকাল রংপুরের বিপক্ষে নতুন কিছুর আশায় নতুন করে সাজিয়েছিল একাদশ। এনেছিল ছয় পরিবর্তন। কিন্তু সে পরিবর্তনই সার, হারের নিয়তি বদলায়নি সুজনের দলের। ৭ উইকেট ও ৪০ বল হাতে রেখে ঢাকার বিপক্ষে জিতে যায় রংপুর রাইডার্স।
জেসন রয়, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, থিসারা পেরেরা, তানজিদ হাসান তামিমদের নিয়ে গড়া শক্তিশালী স্কোয়াড হলেও ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারছে না ঢাকা। তাদের বিপরীতে অনায়াসে জিতছে প্রতিপক্ষরা। বিপিএলের ইতিহাসে টানা ১৫ ম্যাচ হারার রেকর্ড আর কোনো প্রধান কোচের নেই। ২০১৬ বিপিএলে সবশেষ ঢাকা ডায়নামাইটসকে চ্যাম্পিয়ন করেছিলেন সুজন। তারপর কোচিং করিয়ে আর সাফল্যের মুখ দেখেননি।
সে সময় লিগ টেবিলে সবার নিচে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল দুর্বার ঢাকা। সুজনের অধীনে এবার ক্যাপিটালসের নিয়তিও কি একই হবে!
বিপিএলে দুর্দান্ত গতিতে ছুটছে রংপুর রাইডার্স। ‘ছুটছে’ ঢাকা ক্যাপিটালসও, তবে উল্টো দিকে। ‘পাঁচে পাঁচ’ করে যখন লিগ টেবিলের শীর্ষে রংপুর, তখন চার ম্যাচের চারটিতেই হেরে সবার নিচে অবস্থান ঢাকার। বিপরীতমুখী যাত্রায় বিব্রতকর এক রেকর্ড হয়ে গেল ঢাকার ঢাকার প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনের।
বিপিএলে কোচ হিসেবে লম্বা সময় ধরে হারের বৃত্তে বন্দী বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সুজন। সব মিলিয়ে টানা ১৫ ম্যাচে হারের রেকর্ড গড়েছেন তিনি। আর কোনো কোচ টানা এত ম্যাচে হারেননি এই টুর্নামেন্টে। গত বিপিএলে দুর্দান্ত ঢাকার প্রধান কোচ ছিলেন সুজন। দলটি মৌসুম শুরু করেছিল রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ৩ উইকেটে হারিয়ে। গত বছরের ১৯ জানুয়ারি পাওয়া ওই জয়ের পর কেবল হারের মুখই দেখছেন তিনি।
কুমিল্লাকে হারানোর পর টানা ১১ ম্যাচ হেরেছিল ঢাকা। তারা ২০২৪ সালের মৌসুম শেষ করেছিল পয়েন্ট তালিকার তলানিতে থেকে। তার সঙ্গে এবার এরই মধ্যে ৪ ম্যাচ খেলে সবগুলোয় হেরেছে সুজনের দল ঢাকা ক্যাপিটালস। সব মিলিয়ে টানা ১৫ হার দেখলেন তিনি।
আগের তিন ম্যাচের তিনটিতে হেরে যাওয়া ঢাকা ক্যাপিটালস গতকাল রংপুরের বিপক্ষে নতুন কিছুর আশায় নতুন করে সাজিয়েছিল একাদশ। এনেছিল ছয় পরিবর্তন। কিন্তু সে পরিবর্তনই সার, হারের নিয়তি বদলায়নি সুজনের দলের। ৭ উইকেট ও ৪০ বল হাতে রেখে ঢাকার বিপক্ষে জিতে যায় রংপুর রাইডার্স।
জেসন রয়, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, থিসারা পেরেরা, তানজিদ হাসান তামিমদের নিয়ে গড়া শক্তিশালী স্কোয়াড হলেও ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারছে না ঢাকা। তাদের বিপরীতে অনায়াসে জিতছে প্রতিপক্ষরা। বিপিএলের ইতিহাসে টানা ১৫ ম্যাচ হারার রেকর্ড আর কোনো প্রধান কোচের নেই। ২০১৬ বিপিএলে সবশেষ ঢাকা ডায়নামাইটসকে চ্যাম্পিয়ন করেছিলেন সুজন। তারপর কোচিং করিয়ে আর সাফল্যের মুখ দেখেননি।
সে সময় লিগ টেবিলে সবার নিচে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল দুর্বার ঢাকা। সুজনের অধীনে এবার ক্যাপিটালসের নিয়তিও কি একই হবে!
বিসিবির কাছে তামিম ইকবাল কিছুটা সময় চেয়েছিলেন। যদিও নানা সূত্রে জানা যাচ্ছিল, তিনি আর জাতীয় দলে ফিরবেনই না। গুঞ্জনই সত্য, তামিম আজ আরেকবার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন, তাঁর জাতীয় দলের অধ্যায় চিরতরে শেষ।
২৫ মিনিট আগেআগের পাঁচ ম্যাচের সব কটিতেই হেরেছিল ঢাকা ক্যাপিটাল। আর তিন ম্যাচের তিনটিতে হার সিলেট স্ট্রাইকার্সের। তাই গতকাল দুই দলের লড়াইটি ছিল প্রথম জয় পাওয়ার। পয়েন্ট টেবিলের নিচে থাকা দুই দলের এই লড়াইয়ে জিতেছে সিলেট। ৩ উইকেটে ঢাকাকে হারিয়ে প্রথম জয়ের মুখ দেখেছে স্বাগতিকেরা। সিলেট স্ট্রাইকার্সের ১৯৩ রান তাড়া কর
২৯ মিনিট আগেবিপিএলে প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে রানের খাতা খোলার আগেই ফেরেন। বল হাতে উইকেট পেয়েছিলেন ১টি। এনসিএল টি-টোয়েন্টি লিগ ও ঢাকা প্রিমিয়ার লিগে যে তাণ্ডব দেখিয়েছিলেন, সে বিবেচনায় বিপিএলে এখন পর্যন্ত প্রত্যাশা ততটা মেটাতে পারেননি জিসান আলম। তবে ধীরে ধীরে কার্যকর ভূমিকা রাখতে শুরু করেছেন এ অলরাউন্ডার।
২ ঘণ্টা আগেধীরে ধীরে পয়েন্ট টেবিলের ওপরের দিকে এগোচ্ছে বসুন্ধরা কিংস। আজ কিংস অ্যারেনায় ৪-১ গোলে বিধ্বস্ত করেছে তারা ফকিরেরপুলকে। এ জয়ে মূল্যবান আরও ৩ পয়েন্ট অর্জন করল বর্তমান চ্যাম্পিয়নরা। তারা টেবিলের চারে ওঠায় পাঁচে নেমে গেল আবাহনী। যদিও কিংসের চেয়ে এক ম্যাচ কম খেলেছে মারুফুল হকের দল। তবে আবাহনী আর কিংসের..
২ ঘণ্টা আগে