বিপিএলে অনিশ্চিত সাকিবকে তাহলে দেখা যাবে পাকিস্তানের লিগে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১৫: ৩৯
Thumbnail image
২০২৫ পিএসএলে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। ছবি: ক্রিকইনফো

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর শুরু হচ্ছে ৩০ ডিসেম্বর। চিটাগং কিংস অনেক আগেই নিয়েছে সাকিব আল হাসানকে। তবে সাকিবের এই টুর্নামেন্ট খেলা নিয়ে রয়েছে ঘোর অনিশ্চয়তা। এরই মধ্যে বাংলাদেশের তারকা অলরাউন্ডার নাম লিখিয়েছেন পাকিস্তানের লিগে।

২০২৫ পিএসএলে সাকিবের নাম লেখানোর কথা নিশ্চিত করেছে পিএসএল কর্তৃপক্ষ। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পিএসএল গতকাল সন্ধ্যায় সাকিবকে নিয়ে ৫৯ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছে। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের নজরকাড়া শট, তাঁর স্পিন ভেলকির কয়েকটি মুহূর্ত ভিডিওতে দেখানো হয়েছে। ক্যাপশন দিয়েছে, ‘বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান আনুষ্ঠানিকভাবে এইচবিএল পিএসএল ড্রাফটে নাম লিখিয়েছেন।’ বাংলাদেশের পতাকার ইমোজি দেওয়া হয়েছে ক্যাপশনে।

সাকিবকে নিয়ে দেওয়া পোস্টে বাংলাদেশ আজ বেলা টা পর্যন্ত রিঅ্যাকশন ৪৫ হাজার ছাড়িয়ে গেছে। ১৯ হাজার লাভ ইমোজি রয়েছে। কেয়ার ইমোজি দেখা গেছে প্রায় ৪ হাজার। দেড় হাজারের বেশি মন্তব্য দেখা গেছে। বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে অনেকেই জানিয়েছেন শুভকামনা। একই সঙ্গে ভক্ত-সমর্থকদের কোনো একজন বাংলাদেশের মাঠে সাকিবকে দেখতে চেয়েছেন। কারণ, তাঁর নামের পাশে রাজনৈতিক ট্যাগ লেগে যাওয়ায় দেশে খেলা সম্ভব হচ্ছে না। মিরপুরে এ বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চাইলেও সেটা সম্ভব হয়নি।

পিএসএল সাধারণত ফেব্রুয়ারি-মার্চে হয়ে থাকে। তবে দশম আসর (২০২৫ পিএসএল) সে সময় হওয়ার সুযোগ যে নেই। কারণ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি ১৭ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চলবে। হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত মিলে হবে আইসিসির ইভেন্টটি। এবার পিএসএল তাই হওয়ার সম্ভাবনা রয়েছে আইপিএলের সময়ে। ১১ জানুয়ারি হবে ২০২৫ পিএসএলের ড্রাফট। আর ২০২৫ আইপিএল ১৪ মার্চ থেকে চলবে ২৫ মে পর্যন্ত।

২০১৬ সালে পিএসএলের প্রথম মৌসুমেই খেলেছেন সাকিব। তবে এখন পর্যন্ত ৯ আসরের মধ্যে খেলেছেন ৩ আসর। ১৪ ম্যাচে ১৬.৪৫ গড়ে করেছেন ১৮৫ রান। ফিফটি করেছেন ১টি। ১০৭.১০ স্ট্রাইকরেট প্রমাণ করে টি-টোয়েন্টি সুলভ ব্যাটিংটা তিনি করতে পারছেন না। বোলিংয়ে তুলনামূলক উজ্জ্বল তিনি। ৭.৬৬ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত