ক্রীড়া ডেস্ক
২০২৩-২০২৭ চক্রের অনূর্ধ্ব-১৯-এর টুর্নামেন্টগুলোর আয়োজকদের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। বাংলাদেশসহ নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড, জিম্বাবুয়ে,নামিবিয়ায় হবে এসব টুর্নামেন্ট। ২০২৭ সালে অনূর্ধ্ব নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে বাংলাদেশে।
মূলত ২০২৭ সালে অনূর্ধ্ব নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে দুই দেশে। বাংলাদেশের সঙ্গে যৌথ আয়োজক হিসেবে থাকছে নেপাল। তাছাড়া ২০২৪ সালে ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হবে শ্রীলঙ্কায়। ২০২৬ বিশ্বকাপ জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে আয়োজিত হবে। ২০২৫ সালে নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক মালয়েশিয়া ও থাইল্যান্ড।
মার্টিন স্নেডেনের সভাপতিত্বে বোর্ড উপ-কমিটি আয়োজক দেশগুলো নির্বাচন করেছে। নিলাম প্রক্রিয়া ভালোভাবে পর্যবেক্ষণ করে বোর্ড উপ-কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। আইসিসি ম্যানেজমেন্ট বিডগুলো ভালোমতো দেখেছে এবং সুপারিশ গ্রহণ করেছে আইসিসি বোর্ড কমিটি।
২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০ দল কীভাবে খেলবে, তাও বলে দেওয়া হয়েছে। ৮ দল সরাসরি খেলবে, যার মধ্যে থাকছে ২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই গ্রুপের শীর্ষ তিন দল। এই ছয় দলের সঙ্গে সরাসরি খেলবে ২৭ ফেব্রুয়ারি, ২০২৩-এর মধ্যে র্যাংকিংয়ে ওপরের দিকে থাকা দুই দল। বাকি দুই দল আসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফায়ার খেলে। বাংলাদেশ যদি গ্রুপের সেরা তিনে না-ও থাকে, তার পরও আয়োজক হিসেবে ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সরাসরি খেলবে।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে দলগুলোর কোয়ালিফিকেশনও অনুমোদিত হয়েছে। ১৪ দল নিয়ে হতে যাওয়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে ১০ দল খেলবে সরাসরি। আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে তো সরাসরি খেলবেই, সঙ্গে খেলবে ওয়ানডে র্যাংকিংয়ের সেরা আট দল। বাকি চার দল আসবে আইসিসি বিশ্বকাপ গ্লোবাল কোয়ালিফায়ার থেকে।
২০২৩-২০২৭ চক্রের অনূর্ধ্ব-১৯-এর টুর্নামেন্টগুলোর আয়োজকদের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। বাংলাদেশসহ নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড, জিম্বাবুয়ে,নামিবিয়ায় হবে এসব টুর্নামেন্ট। ২০২৭ সালে অনূর্ধ্ব নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে বাংলাদেশে।
মূলত ২০২৭ সালে অনূর্ধ্ব নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে দুই দেশে। বাংলাদেশের সঙ্গে যৌথ আয়োজক হিসেবে থাকছে নেপাল। তাছাড়া ২০২৪ সালে ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হবে শ্রীলঙ্কায়। ২০২৬ বিশ্বকাপ জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে আয়োজিত হবে। ২০২৫ সালে নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক মালয়েশিয়া ও থাইল্যান্ড।
মার্টিন স্নেডেনের সভাপতিত্বে বোর্ড উপ-কমিটি আয়োজক দেশগুলো নির্বাচন করেছে। নিলাম প্রক্রিয়া ভালোভাবে পর্যবেক্ষণ করে বোর্ড উপ-কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। আইসিসি ম্যানেজমেন্ট বিডগুলো ভালোমতো দেখেছে এবং সুপারিশ গ্রহণ করেছে আইসিসি বোর্ড কমিটি।
২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০ দল কীভাবে খেলবে, তাও বলে দেওয়া হয়েছে। ৮ দল সরাসরি খেলবে, যার মধ্যে থাকছে ২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই গ্রুপের শীর্ষ তিন দল। এই ছয় দলের সঙ্গে সরাসরি খেলবে ২৭ ফেব্রুয়ারি, ২০২৩-এর মধ্যে র্যাংকিংয়ে ওপরের দিকে থাকা দুই দল। বাকি দুই দল আসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফায়ার খেলে। বাংলাদেশ যদি গ্রুপের সেরা তিনে না-ও থাকে, তার পরও আয়োজক হিসেবে ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সরাসরি খেলবে।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে দলগুলোর কোয়ালিফিকেশনও অনুমোদিত হয়েছে। ১৪ দল নিয়ে হতে যাওয়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে ১০ দল খেলবে সরাসরি। আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে তো সরাসরি খেলবেই, সঙ্গে খেলবে ওয়ানডে র্যাংকিংয়ের সেরা আট দল। বাকি চার দল আসবে আইসিসি বিশ্বকাপ গ্লোবাল কোয়ালিফায়ার থেকে।
হচ্ছে হচ্ছে করে এখনো হয়নি। কবে হবে, বলতে পারছে না বাফুফে। তারা বলছে, আজ-কালও হামজা চৌধুরীকে নিয়ে সবুজ সংকেত দিতে পারে ফিফা। আবার এক মাস পরও এমনটি হতে পারে। তবে সর্বশেষ খবর, এখনো ফিফার টেবিলে পড়ে আছে হামজার ফাইল।
৪ মিনিট আগেঅফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
১০ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১২ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
১২ ঘণ্টা আগে