ক্রীড়া ডেস্ক
আসাম অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে ব্যাটিংয়ের পর বল হাতেও দাপট দেখাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। তিন দিনের ম্যাচে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৪১৩ রানের পাহাড় গড়ার পর প্রতিপক্ষকে মাত্র ৬৮ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশের খুদে ক্রিকেটাররা। প্রথম ইনিংসে বাংলাদেশের লিড ৩৬৩ রান।
প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও আলো ছড়াচ্ছেন স্কুল ক্রিকেট থেকে বয়সভিত্তিক দলে ডাক পাওয়া শাইখ ইমতিয়াজ শিহাব। সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন এই খুদে লেগ স্পিনার। এ ছাড়া ফারহান শাহরিয়ার, আল ফাহাদ ও সঞ্জিত মজুমদার নিয়েছেন ২টি করে উইকেট। বোলারদের নৈপুণ্যে আসামকে ফলোঅন করিয়ে আবারও ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আসামের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৪ রান।
এর আগে আসামে সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। গতকালই বাংলাদেশের হয়ে সেঞ্চুরি তুলেছিলেন জাওয়াদ ও হাসানুজ্জামান। জাওয়াদ থামেন ব্যক্তিগত ১৩৯ রানে এবং আজ হাসানুজ্জামান করেছেন ১১৪ রান।
উদ্বোধনী জুটিতে বাংলাদেশকে ১২০ রানের স্কোর এনে দেন ওপেনার জাওয়াদ ও মুবিন আহমেদ। ২২ রান করে মুবিন ফিরলে ভাঙে এই জুটি। এরপর নিয়মিত বিরতিতে দুই ব্যাটার ফিরলে পাঁচে এসে জাওয়াদকে দারুণ সঙ্গ দেন কালাম সিদ্দিকী এলিন। তাদের ৬৩ রানের জুটি ভাঙে জাওয়াদের বিদায়ে।
পঞ্চম উইকেটের জুটিতে এলিনের সঙ্গে স্কোরবোর্ডে আরও ১৭০ রান যোগ করেন হাসানুজ্জামান। ৭২ রানে ফেরেন এলিন। আজ সকালের সেশনে ১১৪ রানে থামেন হাসানুজ্জামানও। পরে বাকিরা মিলে দলকে ৪৩১ রানের পুঁজি এনে দিলে ৮ উইকেটে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।
আসাম অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে ব্যাটিংয়ের পর বল হাতেও দাপট দেখাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। তিন দিনের ম্যাচে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৪১৩ রানের পাহাড় গড়ার পর প্রতিপক্ষকে মাত্র ৬৮ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশের খুদে ক্রিকেটাররা। প্রথম ইনিংসে বাংলাদেশের লিড ৩৬৩ রান।
প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও আলো ছড়াচ্ছেন স্কুল ক্রিকেট থেকে বয়সভিত্তিক দলে ডাক পাওয়া শাইখ ইমতিয়াজ শিহাব। সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন এই খুদে লেগ স্পিনার। এ ছাড়া ফারহান শাহরিয়ার, আল ফাহাদ ও সঞ্জিত মজুমদার নিয়েছেন ২টি করে উইকেট। বোলারদের নৈপুণ্যে আসামকে ফলোঅন করিয়ে আবারও ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আসামের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৪ রান।
এর আগে আসামে সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। গতকালই বাংলাদেশের হয়ে সেঞ্চুরি তুলেছিলেন জাওয়াদ ও হাসানুজ্জামান। জাওয়াদ থামেন ব্যক্তিগত ১৩৯ রানে এবং আজ হাসানুজ্জামান করেছেন ১১৪ রান।
উদ্বোধনী জুটিতে বাংলাদেশকে ১২০ রানের স্কোর এনে দেন ওপেনার জাওয়াদ ও মুবিন আহমেদ। ২২ রান করে মুবিন ফিরলে ভাঙে এই জুটি। এরপর নিয়মিত বিরতিতে দুই ব্যাটার ফিরলে পাঁচে এসে জাওয়াদকে দারুণ সঙ্গ দেন কালাম সিদ্দিকী এলিন। তাদের ৬৩ রানের জুটি ভাঙে জাওয়াদের বিদায়ে।
পঞ্চম উইকেটের জুটিতে এলিনের সঙ্গে স্কোরবোর্ডে আরও ১৭০ রান যোগ করেন হাসানুজ্জামান। ৭২ রানে ফেরেন এলিন। আজ সকালের সেশনে ১১৪ রানে থামেন হাসানুজ্জামানও। পরে বাকিরা মিলে দলকে ৪৩১ রানের পুঁজি এনে দিলে ৮ উইকেটে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।
বছরখানেকও হয়নি। এর মধ্যেই অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের সর্বোচ্চ গোলদাতা সুনীল ছেত্রী। এমনটাই জানিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। শিলংয়ে অনুষ্ঠিতব্য সেই ম্যাচেই ভারতের জার্সিতে দেখা যেতে পারে...
৩৮ মিনিট আগেভারত নাকি নিউজিল্যান্ড—চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা উঠবে কার হাতে? সেই উত্তর মিলবে আগামী ৯ মার্চ। এর আগে ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকা দিয়েছে আইসিসি।
২ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। প্রায় দেড় বছর পর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
২ ঘণ্টা আগেএশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে অম্ল-মধুর এক দিন পার করল বাংলদেশ নারী দল। প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে উড়িয়ে দিয়েছে মালয়েশিয়াকে। সেমিফাইনালের আশা টিকিয়ে রেখে ম্যাট ছাড়ে ৫২-১২ পয়েন্ট ব্যবধানের জয় নিয়ে।
২ ঘণ্টা আগে