ক্রীড়া ডেস্ক
প্রায় ৩০ বছর ধরে নিজেদের মাটিতে কোনো আইসিসি ইভেন্ট আয়োজন করতে পারেনি পাকিস্তান। সেই অপেক্ষার ইতি টানার অপেক্ষায় তারা। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের যাওয়া না যাওয়া নিয়ে দোলাচল চললেও ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন নিয়ে বেশ আত্মবিশ্বাসী পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ইতিমধ্যে টুর্নামেন্টের প্রাথমিক খসড়া সূচি দেওয়ার পাশাপাশি তিন ভেন্যুর নাম প্রস্তাব করেছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড। সেই তিন ভেন্যু হলো—লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডি। সেটি আইসিসিকে জানিয়েও দিয়েছে তারা। ২০১৭ সালে সবশেষ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হয়েছিল। সেবার ওভালে ভারতকে হারিয়েই শিরোপা জিতেছিল পাকিস্তান।
এরপর মিনি বিশ্বকাপ নামে পরিচিত এই বৈশ্বিক টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়েই তৈরি হয় শঙ্কা। ২০২২ সালে আইসিসি অবশ্য নতুন চক্রে (২০২৩-২৭) চ্যাম্পিয়নস ট্রফি ফেরানোর উদ্যোগ নেই। তারই ফলশ্রুতিতে আগামী বছরের ফেব্রুয়ারিতে এই টুর্নামেন্টের আয়োজক হিসেবে পাকিস্তানের নাম ঘোষণা করে আইসিসি, যেখানে অংশগ্রহণের কথা ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা আট দলের।
কিন্তু রাজনৈতিক বৈরিতার কারণে ভারতের পাকিস্তান সফরে যাওয়া নিয়ে তৈরি হয় শঙ্কা। বিসিসিআই জানায়, তারা চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না। যার কারণে পাকিস্তানও গত ওয়ানডে বিশ্বকাপের আগে ভারতে না যাওয়ার পাল্টা হুমকি দেয়। তবে শেষ পর্যন্ত দল পাঠায় পিসিবি। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের অংশগ্রহণের জন্য ‘হাইব্রিড মডেলের’ও প্রস্তাব দেয়। হাইব্রিড মডেল অনুযায়ী, ভারত তাদের ম্যাচগুলো খেলবে পাকিস্তানের বাইরে, নিরপেক্ষ ভেন্যুতে। অবশ্য এ নিয়ে কিছুই জানায়নি বিসিসিআই।
ভারত না গেলে চ্যাম্পিয়নস ট্রফির মাঠে গড়ানো শঙ্কায় পড়ে যেতে পারে। তবে এরই মধ্যে আইসিসিকে ভেন্যুর নাম প্রস্তাব করে প্রস্তুতি নেওয়ারও যেন ইঙ্গিত দিয়ে দিল পিসিবি। এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকবি লাহোরে এ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচের সূচি পাঠিয়েছি। আইসিসির নিরাপত্তা দল এসেছে এবং তাদের সঙ্গে আমাদের বেশ ভালো একটা মিটিং হয়েছে। এখানে তারা আয়োজন দেখেছে এবং আমরা স্টেডিয়ামের আপগ্রেড পরিকল্পনা তাদের দিয়েছি। আমরা ক্রমাগত আইসিসির সংস্পর্শে আছি। আমরা নিশ্চিত করার চেষ্টার করছি যে, পাকিস্তানে আমরা খুব ভালো এক টুর্নামেন্ট আয়োজন করব।’
প্রায় ৩০ বছর ধরে নিজেদের মাটিতে কোনো আইসিসি ইভেন্ট আয়োজন করতে পারেনি পাকিস্তান। সেই অপেক্ষার ইতি টানার অপেক্ষায় তারা। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের যাওয়া না যাওয়া নিয়ে দোলাচল চললেও ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন নিয়ে বেশ আত্মবিশ্বাসী পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ইতিমধ্যে টুর্নামেন্টের প্রাথমিক খসড়া সূচি দেওয়ার পাশাপাশি তিন ভেন্যুর নাম প্রস্তাব করেছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড। সেই তিন ভেন্যু হলো—লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডি। সেটি আইসিসিকে জানিয়েও দিয়েছে তারা। ২০১৭ সালে সবশেষ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হয়েছিল। সেবার ওভালে ভারতকে হারিয়েই শিরোপা জিতেছিল পাকিস্তান।
এরপর মিনি বিশ্বকাপ নামে পরিচিত এই বৈশ্বিক টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়েই তৈরি হয় শঙ্কা। ২০২২ সালে আইসিসি অবশ্য নতুন চক্রে (২০২৩-২৭) চ্যাম্পিয়নস ট্রফি ফেরানোর উদ্যোগ নেই। তারই ফলশ্রুতিতে আগামী বছরের ফেব্রুয়ারিতে এই টুর্নামেন্টের আয়োজক হিসেবে পাকিস্তানের নাম ঘোষণা করে আইসিসি, যেখানে অংশগ্রহণের কথা ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা আট দলের।
কিন্তু রাজনৈতিক বৈরিতার কারণে ভারতের পাকিস্তান সফরে যাওয়া নিয়ে তৈরি হয় শঙ্কা। বিসিসিআই জানায়, তারা চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না। যার কারণে পাকিস্তানও গত ওয়ানডে বিশ্বকাপের আগে ভারতে না যাওয়ার পাল্টা হুমকি দেয়। তবে শেষ পর্যন্ত দল পাঠায় পিসিবি। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের অংশগ্রহণের জন্য ‘হাইব্রিড মডেলের’ও প্রস্তাব দেয়। হাইব্রিড মডেল অনুযায়ী, ভারত তাদের ম্যাচগুলো খেলবে পাকিস্তানের বাইরে, নিরপেক্ষ ভেন্যুতে। অবশ্য এ নিয়ে কিছুই জানায়নি বিসিসিআই।
ভারত না গেলে চ্যাম্পিয়নস ট্রফির মাঠে গড়ানো শঙ্কায় পড়ে যেতে পারে। তবে এরই মধ্যে আইসিসিকে ভেন্যুর নাম প্রস্তাব করে প্রস্তুতি নেওয়ারও যেন ইঙ্গিত দিয়ে দিল পিসিবি। এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকবি লাহোরে এ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচের সূচি পাঠিয়েছি। আইসিসির নিরাপত্তা দল এসেছে এবং তাদের সঙ্গে আমাদের বেশ ভালো একটা মিটিং হয়েছে। এখানে তারা আয়োজন দেখেছে এবং আমরা স্টেডিয়ামের আপগ্রেড পরিকল্পনা তাদের দিয়েছি। আমরা ক্রমাগত আইসিসির সংস্পর্শে আছি। আমরা নিশ্চিত করার চেষ্টার করছি যে, পাকিস্তানে আমরা খুব ভালো এক টুর্নামেন্ট আয়োজন করব।’
ভারতের চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দলেই ছিলেন না বরুণ চক্রবর্তী। উদ্বোধনী ব্যাটার যশস্বী জয়সয়ালকে বাদ দিয়ে নাটকীয়ভাবেই মূল দলে জায়গা হয়েছিল এ লেগ স্পিনারের। এর আগে মাত্র একটি ওয়ানডে খেলা বরুণকে হঠাৎ বড় টুর্নামেন্টের দলে রাখায় সমালোচনাও হয়েছিল ব্যাপক।
৪ ঘণ্টা আগেদুই দল সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই। তবে লড়াইটা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ২৫০ রানের লক্ষ্য দিয়েছে ভারত। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান করেছে তারা।
৮ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলে ১৭০ ক্রিকেটার নতুন দল পেলেও টপ অর্ডার ব্যাটার লিটন দাসকে নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে সেই জটিলতা কাটল। তামিম ইকবালের মালিকানাধীন গুলশান ক্রিকেট ক্লাব নিয়েছে লিটনকে।
১০ ঘণ্টা আগেহাইব্রিড মডেলে হওয়া চ্যাম্পিয়নস ট্রফির শেষ অংশে বাদ সাধে আবহাওয়া। পাকিস্তানে অনুষ্ঠিত তিন ম্যাচে বেরসিক বৃষ্টির বাগড়ায় ফলই আসেনি। যার মধ্যে রয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচের টিকিটের টাকা দর্শকদের ফেরত দেওয়া হবে।
১১ ঘণ্টা আগে