ক্রীড়া ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে এবার সেমিফাইনালে উঠেছিল আফগানিস্তান যুব দল। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর দলের সঙ্গে দেশে ফিরে আসেননি দলের চার ক্রিকেটার।
এই চার ক্রিকেটার থেকে গেছেন ইংল্যান্ডে। তাদের ভিসার মেয়াদ শেষ হবে মঙ্গলবার। এদিকে তাঁদের দেশে ফেরার জন্য অনুরোধ করা হচ্ছে, কিন্ত এখন পর্যন্ত তারা সেই বার্তায় সাড়া দেননি।
আফগানিস্তানের সাবেক ক্রিকেটার রঈস আহমাদজাই চার ক্রিকেটারকে দেশে ফিরে আসার কথা বলেছেন। রঈস বলেন, ‘ওরা আমার বার্তা পেয়েছে, কিন্তু কোনো উত্তর দেয়নি। আমি ওদের বলেছি যে আফগানিস্তানের ওদের প্রয়োজন রয়েছে। বিশ্বকাপের সময় আমরা যা উৎসাহ পেয়েছি, তা অকল্পনীয়। কখনো দেশের জন্য তুমি এমন কিছু করবে যে, তোমার জীবনের জন্য তা স্মরণীয় হয়ে থাকবে।’
এর আগে গত রোববার সকালে অ্যান্টিগা থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এসে অবতরণ করে আফগানিস্তান ক্রিকেট দল। সেখান থেকে নিজ দেশে ফিরে আসার কথা পুরো দলের। কিন্তু সোমবার কাবুল বিমানবন্দরে যখন আফগান ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের বরণ করতে যায় তখন জানা যায় চার ক্রিকেটারের দেশে না ফেরার কথা।
ব্রিটিশ সরকারের নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি ট্রানজিট ভিসার মাধ্যমে ৪৮ ঘণ্টা সেই দেশে থাকতে পারেন। তালেবান সরকার আফগানিস্তানের শাসন নিজেদের হাতে নেওয়ার পর থেকে এক লাখের বেশি মানুষ সেই দেশ ছেড়েছে।
ওয়েস্ট ইন্ডিজে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে এবার সেমিফাইনালে উঠেছিল আফগানিস্তান যুব দল। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর দলের সঙ্গে দেশে ফিরে আসেননি দলের চার ক্রিকেটার।
এই চার ক্রিকেটার থেকে গেছেন ইংল্যান্ডে। তাদের ভিসার মেয়াদ শেষ হবে মঙ্গলবার। এদিকে তাঁদের দেশে ফেরার জন্য অনুরোধ করা হচ্ছে, কিন্ত এখন পর্যন্ত তারা সেই বার্তায় সাড়া দেননি।
আফগানিস্তানের সাবেক ক্রিকেটার রঈস আহমাদজাই চার ক্রিকেটারকে দেশে ফিরে আসার কথা বলেছেন। রঈস বলেন, ‘ওরা আমার বার্তা পেয়েছে, কিন্তু কোনো উত্তর দেয়নি। আমি ওদের বলেছি যে আফগানিস্তানের ওদের প্রয়োজন রয়েছে। বিশ্বকাপের সময় আমরা যা উৎসাহ পেয়েছি, তা অকল্পনীয়। কখনো দেশের জন্য তুমি এমন কিছু করবে যে, তোমার জীবনের জন্য তা স্মরণীয় হয়ে থাকবে।’
এর আগে গত রোববার সকালে অ্যান্টিগা থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এসে অবতরণ করে আফগানিস্তান ক্রিকেট দল। সেখান থেকে নিজ দেশে ফিরে আসার কথা পুরো দলের। কিন্তু সোমবার কাবুল বিমানবন্দরে যখন আফগান ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের বরণ করতে যায় তখন জানা যায় চার ক্রিকেটারের দেশে না ফেরার কথা।
ব্রিটিশ সরকারের নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি ট্রানজিট ভিসার মাধ্যমে ৪৮ ঘণ্টা সেই দেশে থাকতে পারেন। তালেবান সরকার আফগানিস্তানের শাসন নিজেদের হাতে নেওয়ার পর থেকে এক লাখের বেশি মানুষ সেই দেশ ছেড়েছে।
পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা নতুন কিছু নয়। এখনো অন্তর্বর্তী কোচ হিসেবেই দায়িত্ব পালন করে যাচ্ছেন আকিব জাভেদ। এবার তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন পাকিস্তানের সাবেক কোচ জেসন গিলেস্পি। শুধু তা-ই নয়, আকিব তাঁর কাছে ভাঁড়ের মতন।
১২ মিনিট আগেটানা দ্বিতীয়বার সাফ জেতার পর ফিফা র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। কিন্তু এবার র্যাঙ্কিংয়ে অবনতি ঘটেছে তাদের। এমনটা অবশ্য অনুমিতই ছিল। কেননা সবশেষ ফিফা উইন্ডোতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচ খেলে জয়ের দেখা পায়নি তারা। দুই ম্যাচেই হেরেছে ৩-১ গোলের ব্যবধানে।
২ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আজ মোহামেডান স্পোর্টিং ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের ম্যাচের মধ্যমণি মুশফিকুর রহিম। সামাজিক মাধ্যমে গত রাতে আচমকা এক ঘোষণায় ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিক। আজ মোহামেডান-রূপগঞ্জ টাইগার্স ম্যাচের আগে দেওয়া হয় ‘গার্ড অব অনার’।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তান ম্যাচের চেয়েও বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ গত কয়েক বছর দারুণ উত্তেজনা ছড়াচ্ছে। বিশেষ করে ২০১৮ নিদহাস ট্রফিতে মুশফিকুর রহিমের সেই ‘নাগিন ড্যান্স’-এর পর থেকেই দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক উত্তপ্ত। এবার শত্রুতা ভুলে মুশফিককে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন শ্রীলঙ্কান এক ক্রিকেটার।
৪ ঘণ্টা আগে