Ajker Patrika

দুই নতুন মুখ নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

দুই নতুন মুখ নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

প্রথম দল হিসেবে গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। অভিনব কায়দায় গতকাল দুই শিশু সংবাদ সম্মেলন করে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ডের। দ্বিতীয় দল হিসেবে দল ঘোষণার সময় আজ অবশ্য দক্ষিণ আফ্রিকা তেমন কোনো কৌশল অবলম্বন করেননি।

ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। প্রথমবারের মতো কোনো আইসিসির ইভেন্টে নেতৃত্ব দেবেন ২৯ বছর বয়সী ব্যাটার। দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেদের নাম সরিয়ে নিলেও ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন কুইন্টন ডি কক ও আনরিখ নরকিয়া।

পিঠের চোটে গত ২০২৩ সালের সেপ্টেম্বরের পর থেকে প্রোটিয়াদের হয়ে ম্যাচ খেলেননি নরকিয়া। অন্যদিকে ২০২২ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো উইকেটরক্ষক ব্যাটার ডি কক সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ওয়ানডে ক্রিকেটকেও বিদায় জানিয়েছেন। তাঁদের সঙ্গে স্কোয়াডে জায়গা পেয়েছেন সংক্ষিপ্ত সংস্করণের দুর্দান্ত সব ক্রিকেটাররাই। আইপিএলে দুর্দান্ত ছন্দে থাকা হেনরিখ ক্ল্যাসেন, ডেভিড মিলার, কাগিসো রাবাদাসহ জায়গা পেয়েছেন উদীয়মান ব্যাটার ত্রিস্তান স্টাবসও।

অন্যদিকে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে ডাক পেয়েছেন রায়ান রিকেলটন এবং ওটনিয়েল বার্টম্যান। নিজেদের ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০ তে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারই পেয়েছেন তাঁরা। ১৭৩.৭৭ স্ট্রাইকরেটে ৫৩০ রান নিয়ে সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন রিকেলটন। আর বোলিংয়ে মার্কো ইয়ানসেনের (২০) পর দ্বিতীয় সর্বোচ্চ ১৮ উইকেট নিয়েছিলেন পেসার বার্টম্যান।

রিজার্ভ খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন নান্দ্রে বার্গার এবং লুঙ্গি এনগিডি। তবে জায়গা হয়নি সাবেক অধিনায়ক টেম্বা বাভুমা, রাইলি রুশো এবং ওয়েন পারনেলের মতো টি-টোয়েন্টি তারকা ক্রিকেটারদের। আগামী ১ জুলাই প্রথমবারের মতো কোনো বিশ্বকাপ ২০ দলকে নিয়ে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে।

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল—
এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিয়েল বার্টম্যান, বিজোর্ন ফরচুন, জেরাল্ড কোয়েৎজি, কুইন্টন ডি কক, রিজা হেন্ড্রিকস, কেশব মহারাজ, ডেভিড মিলার, এনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, তাবরেইজ শামসি, হেনরিখ ক্লাসেন, ত্রিস্তান স্টাবস, মার্কো ইয়ানসেন, রায়ান রিকেলটন।

ট্রাভেলিং রিজার্ভ: লুঙ্গি এনগিডি, নান্দ্রে বার্গার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত