ক্রীড়া ডেস্ক
ব্যাটারদের ব্যর্থতায় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আগেই ছিটকে গেছে বাংলাদেশ। সুপার এইটে বিদায়ঘণ্টা বেজে গেলেও টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশের বোলিংটা ছিল দুর্দান্ত। তানজিম হাসান সাকিব-রিশাদ হোসেনরা ব্যাটারদের দারুণ পরীক্ষায় ফেলেছেন। বিশ্বকাপের সেরা দশে এখনো আছেন দুই বাংলাদেশি।
সেন্ট ভিনসেন্টে গতকাল বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের সুপার এইট পর্ব। ১৬ ও ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ দুই উইকেট শিকারি ফজলহক ফারুকি ও আর্শদীপ সিং। ১৪ উইকেট নিয়ে যৌথভাবে তিনে দুই লেগস্পিনার রশিদ খান ও রিশাদ। রিশাদ বোলিং করেছেন ৭.৭৬ ইকোনমিতে। সাকিব আল হাসানকে পেছনে ফেলে বাংলাদেশের বোলারদের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তি এখন রশিদের। গতির ঝড় ও নিখুঁত লাইন-লেংথে ব্যাটারদের ভড়কে দিয়ে নজর কেড়েছেন তানজিম সাকিব। বাংলাদেশের তরুণ বোলার ৬.২০ ইকোনমিতে নিয়েছেন ১১ উইকেট।
তানজিম সাকিবের সমান ১১টি করে উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল, অ্যানরিখ নরকীয়া ও জসপ্রীত বুমরা। রাসেলের সেই সুযোগ না থাকলেও নরকিয়া ও বুমরার উইকেটের সংখ্যা বাড়ানোর সুযোগ থাকছে। কারণ ভারত, দক্ষিণ আফ্রিকা দুটি দলই সেমিফাইনালে উঠেছে। ত্রিনিদাদে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে প্রথম সেমিফাইনালে খেলবে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা। একই দিন ভারত-ইংল্যান্ড মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনালে। গায়ানায় বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে মুখোমুখি হবে দল দুটি।
বিশ্বকাপ ইতিহাসে এবারই প্রথমবার সেমিফাইনালে খেলছে আফগানিস্তান। সর্বোচ্চ উইকেট শিকারিতে তাই আফগান বোলারদের মধ্যে চলছে প্রতিযোগিতা।ফারুকির পর আফগান বোলারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ১৩ উইকেট নিয়েছেন নাভিন উল হক। নাভিনের সমান ১৩টি করে উইকেট নেন অ্যাডাম জাম্পা ও আলজারি জোসেফ। তবে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ সুপার এইট থেকে বিদায় নেওয়ায় জাম্পা, জোসেফের আর উইকেট নেওয়ার সুযোগ নেই।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি ১১ বোলার
উইকেট ইকোনমি দল
ফজলহক ফারুকি ১৬ ৬.৩৮ আফগানিস্তান
আর্শদীপ সিং ১৫ ৭.৪১ ভারত
রশিদ খান ১৪ ৬.১০ আফগানিস্তান
রিশাদ হোসেন ১৪ ৭.৭৬ বাংলাদেশ
নাভিন উল হক ১৩ ৬.১২ আফগানিস্তান
অ্যাডাম জাম্পা ১৩ ৬.৬৭ অস্ট্রেলিয়া
আলজারি জোসেফ ১৩ ৭.২২ ওয়েস্ট ইন্ডিজ
জসপ্রীত বুমরা ১১ ৪.০৮ ভারত
এনরিখ নরকিয়া ১১ ৬.০০ দক্ষিণ আফ্রিকা
তানজিম হাসান সাকিব ১১ ৬.২০ বাংলাদেশ
আন্দ্রে রাসেল ১১ ৬.৯৯ ওয়েস্ট ইন্ডিজ
*২০২৪ সালের ২৫ জুন বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ পর্যন্ত
আরও পড়ুন:
ব্যাটারদের ব্যর্থতায় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আগেই ছিটকে গেছে বাংলাদেশ। সুপার এইটে বিদায়ঘণ্টা বেজে গেলেও টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশের বোলিংটা ছিল দুর্দান্ত। তানজিম হাসান সাকিব-রিশাদ হোসেনরা ব্যাটারদের দারুণ পরীক্ষায় ফেলেছেন। বিশ্বকাপের সেরা দশে এখনো আছেন দুই বাংলাদেশি।
সেন্ট ভিনসেন্টে গতকাল বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের সুপার এইট পর্ব। ১৬ ও ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ দুই উইকেট শিকারি ফজলহক ফারুকি ও আর্শদীপ সিং। ১৪ উইকেট নিয়ে যৌথভাবে তিনে দুই লেগস্পিনার রশিদ খান ও রিশাদ। রিশাদ বোলিং করেছেন ৭.৭৬ ইকোনমিতে। সাকিব আল হাসানকে পেছনে ফেলে বাংলাদেশের বোলারদের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তি এখন রশিদের। গতির ঝড় ও নিখুঁত লাইন-লেংথে ব্যাটারদের ভড়কে দিয়ে নজর কেড়েছেন তানজিম সাকিব। বাংলাদেশের তরুণ বোলার ৬.২০ ইকোনমিতে নিয়েছেন ১১ উইকেট।
তানজিম সাকিবের সমান ১১টি করে উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল, অ্যানরিখ নরকীয়া ও জসপ্রীত বুমরা। রাসেলের সেই সুযোগ না থাকলেও নরকিয়া ও বুমরার উইকেটের সংখ্যা বাড়ানোর সুযোগ থাকছে। কারণ ভারত, দক্ষিণ আফ্রিকা দুটি দলই সেমিফাইনালে উঠেছে। ত্রিনিদাদে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে প্রথম সেমিফাইনালে খেলবে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা। একই দিন ভারত-ইংল্যান্ড মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনালে। গায়ানায় বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে মুখোমুখি হবে দল দুটি।
বিশ্বকাপ ইতিহাসে এবারই প্রথমবার সেমিফাইনালে খেলছে আফগানিস্তান। সর্বোচ্চ উইকেট শিকারিতে তাই আফগান বোলারদের মধ্যে চলছে প্রতিযোগিতা।ফারুকির পর আফগান বোলারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ১৩ উইকেট নিয়েছেন নাভিন উল হক। নাভিনের সমান ১৩টি করে উইকেট নেন অ্যাডাম জাম্পা ও আলজারি জোসেফ। তবে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ সুপার এইট থেকে বিদায় নেওয়ায় জাম্পা, জোসেফের আর উইকেট নেওয়ার সুযোগ নেই।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি ১১ বোলার
উইকেট ইকোনমি দল
ফজলহক ফারুকি ১৬ ৬.৩৮ আফগানিস্তান
আর্শদীপ সিং ১৫ ৭.৪১ ভারত
রশিদ খান ১৪ ৬.১০ আফগানিস্তান
রিশাদ হোসেন ১৪ ৭.৭৬ বাংলাদেশ
নাভিন উল হক ১৩ ৬.১২ আফগানিস্তান
অ্যাডাম জাম্পা ১৩ ৬.৬৭ অস্ট্রেলিয়া
আলজারি জোসেফ ১৩ ৭.২২ ওয়েস্ট ইন্ডিজ
জসপ্রীত বুমরা ১১ ৪.০৮ ভারত
এনরিখ নরকিয়া ১১ ৬.০০ দক্ষিণ আফ্রিকা
তানজিম হাসান সাকিব ১১ ৬.২০ বাংলাদেশ
আন্দ্রে রাসেল ১১ ৬.৯৯ ওয়েস্ট ইন্ডিজ
*২০২৪ সালের ২৫ জুন বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ পর্যন্ত
আরও পড়ুন:
অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
২৪ মিনিট আগেনেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নেপালের বিপক্ষে ব্যাটিংটা ততটা ভালো না হলেও বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ ছিল বাংলাদেশ। টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।
২৭ মিনিট আগেওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৩ ঘণ্টা আগেআক্রমণের পর আক্রমণ, দিশেহারা হয়ে ওঠে আল-তাউনের রক্ষণ। কিন্তু ফুটবল তো গোলের খেলা। আক্রমণ যেমনই হোক, কাঙ্ক্ষিত গোলই তো মুখ্য। উল্টো নিজেরাই প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে যায় আল নাসর। সফল হতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোও, আইমেরিক লাপোর্তের গোলে কোনোরকম হার এড়ায় তারা।
৩ ঘণ্টা আগে