ক্রীড়া ডেস্ক
ব্যাটারদের ব্যর্থতায় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আগেই ছিটকে গেছে বাংলাদেশ। সুপার এইটে বিদায়ঘণ্টা বেজে গেলেও টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশের বোলিংটা ছিল দুর্দান্ত। তানজিম হাসান সাকিব-রিশাদ হোসেনরা ব্যাটারদের দারুণ পরীক্ষায় ফেলেছেন। বিশ্বকাপের সেরা দশে এখনো আছেন দুই বাংলাদেশি।
সেন্ট ভিনসেন্টে গতকাল বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের সুপার এইট পর্ব। ১৬ ও ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ দুই উইকেট শিকারি ফজলহক ফারুকি ও আর্শদীপ সিং। ১৪ উইকেট নিয়ে যৌথভাবে তিনে দুই লেগস্পিনার রশিদ খান ও রিশাদ। রিশাদ বোলিং করেছেন ৭.৭৬ ইকোনমিতে। সাকিব আল হাসানকে পেছনে ফেলে বাংলাদেশের বোলারদের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তি এখন রশিদের। গতির ঝড় ও নিখুঁত লাইন-লেংথে ব্যাটারদের ভড়কে দিয়ে নজর কেড়েছেন তানজিম সাকিব। বাংলাদেশের তরুণ বোলার ৬.২০ ইকোনমিতে নিয়েছেন ১১ উইকেট।
তানজিম সাকিবের সমান ১১টি করে উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল, অ্যানরিখ নরকীয়া ও জসপ্রীত বুমরা। রাসেলের সেই সুযোগ না থাকলেও নরকিয়া ও বুমরার উইকেটের সংখ্যা বাড়ানোর সুযোগ থাকছে। কারণ ভারত, দক্ষিণ আফ্রিকা দুটি দলই সেমিফাইনালে উঠেছে। ত্রিনিদাদে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে প্রথম সেমিফাইনালে খেলবে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা। একই দিন ভারত-ইংল্যান্ড মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনালে। গায়ানায় বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে মুখোমুখি হবে দল দুটি।
বিশ্বকাপ ইতিহাসে এবারই প্রথমবার সেমিফাইনালে খেলছে আফগানিস্তান। সর্বোচ্চ উইকেট শিকারিতে তাই আফগান বোলারদের মধ্যে চলছে প্রতিযোগিতা।ফারুকির পর আফগান বোলারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ১৩ উইকেট নিয়েছেন নাভিন উল হক। নাভিনের সমান ১৩টি করে উইকেট নেন অ্যাডাম জাম্পা ও আলজারি জোসেফ। তবে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ সুপার এইট থেকে বিদায় নেওয়ায় জাম্পা, জোসেফের আর উইকেট নেওয়ার সুযোগ নেই।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি ১১ বোলার
উইকেট ইকোনমি দল
ফজলহক ফারুকি ১৬ ৬.৩৮ আফগানিস্তান
আর্শদীপ সিং ১৫ ৭.৪১ ভারত
রশিদ খান ১৪ ৬.১০ আফগানিস্তান
রিশাদ হোসেন ১৪ ৭.৭৬ বাংলাদেশ
নাভিন উল হক ১৩ ৬.১২ আফগানিস্তান
অ্যাডাম জাম্পা ১৩ ৬.৬৭ অস্ট্রেলিয়া
আলজারি জোসেফ ১৩ ৭.২২ ওয়েস্ট ইন্ডিজ
জসপ্রীত বুমরা ১১ ৪.০৮ ভারত
এনরিখ নরকিয়া ১১ ৬.০০ দক্ষিণ আফ্রিকা
তানজিম হাসান সাকিব ১১ ৬.২০ বাংলাদেশ
আন্দ্রে রাসেল ১১ ৬.৯৯ ওয়েস্ট ইন্ডিজ
*২০২৪ সালের ২৫ জুন বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ পর্যন্ত
আরও পড়ুন:
ব্যাটারদের ব্যর্থতায় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আগেই ছিটকে গেছে বাংলাদেশ। সুপার এইটে বিদায়ঘণ্টা বেজে গেলেও টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশের বোলিংটা ছিল দুর্দান্ত। তানজিম হাসান সাকিব-রিশাদ হোসেনরা ব্যাটারদের দারুণ পরীক্ষায় ফেলেছেন। বিশ্বকাপের সেরা দশে এখনো আছেন দুই বাংলাদেশি।
সেন্ট ভিনসেন্টে গতকাল বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের সুপার এইট পর্ব। ১৬ ও ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ দুই উইকেট শিকারি ফজলহক ফারুকি ও আর্শদীপ সিং। ১৪ উইকেট নিয়ে যৌথভাবে তিনে দুই লেগস্পিনার রশিদ খান ও রিশাদ। রিশাদ বোলিং করেছেন ৭.৭৬ ইকোনমিতে। সাকিব আল হাসানকে পেছনে ফেলে বাংলাদেশের বোলারদের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তি এখন রশিদের। গতির ঝড় ও নিখুঁত লাইন-লেংথে ব্যাটারদের ভড়কে দিয়ে নজর কেড়েছেন তানজিম সাকিব। বাংলাদেশের তরুণ বোলার ৬.২০ ইকোনমিতে নিয়েছেন ১১ উইকেট।
তানজিম সাকিবের সমান ১১টি করে উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল, অ্যানরিখ নরকীয়া ও জসপ্রীত বুমরা। রাসেলের সেই সুযোগ না থাকলেও নরকিয়া ও বুমরার উইকেটের সংখ্যা বাড়ানোর সুযোগ থাকছে। কারণ ভারত, দক্ষিণ আফ্রিকা দুটি দলই সেমিফাইনালে উঠেছে। ত্রিনিদাদে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে প্রথম সেমিফাইনালে খেলবে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা। একই দিন ভারত-ইংল্যান্ড মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনালে। গায়ানায় বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে মুখোমুখি হবে দল দুটি।
বিশ্বকাপ ইতিহাসে এবারই প্রথমবার সেমিফাইনালে খেলছে আফগানিস্তান। সর্বোচ্চ উইকেট শিকারিতে তাই আফগান বোলারদের মধ্যে চলছে প্রতিযোগিতা।ফারুকির পর আফগান বোলারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ১৩ উইকেট নিয়েছেন নাভিন উল হক। নাভিনের সমান ১৩টি করে উইকেট নেন অ্যাডাম জাম্পা ও আলজারি জোসেফ। তবে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ সুপার এইট থেকে বিদায় নেওয়ায় জাম্পা, জোসেফের আর উইকেট নেওয়ার সুযোগ নেই।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি ১১ বোলার
উইকেট ইকোনমি দল
ফজলহক ফারুকি ১৬ ৬.৩৮ আফগানিস্তান
আর্শদীপ সিং ১৫ ৭.৪১ ভারত
রশিদ খান ১৪ ৬.১০ আফগানিস্তান
রিশাদ হোসেন ১৪ ৭.৭৬ বাংলাদেশ
নাভিন উল হক ১৩ ৬.১২ আফগানিস্তান
অ্যাডাম জাম্পা ১৩ ৬.৬৭ অস্ট্রেলিয়া
আলজারি জোসেফ ১৩ ৭.২২ ওয়েস্ট ইন্ডিজ
জসপ্রীত বুমরা ১১ ৪.০৮ ভারত
এনরিখ নরকিয়া ১১ ৬.০০ দক্ষিণ আফ্রিকা
তানজিম হাসান সাকিব ১১ ৬.২০ বাংলাদেশ
আন্দ্রে রাসেল ১১ ৬.৯৯ ওয়েস্ট ইন্ডিজ
*২০২৪ সালের ২৫ জুন বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ পর্যন্ত
আরও পড়ুন:
বাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
৮ ঘণ্টা আগেঅ্যাশেজ শুরুর আগে সিরিজের ফলাফল নিয়ে বরাবরই পূর্বানুমান করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। সেই অভ্যাসের বশেই কিনা আজ থেকে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে রিকি পন্টিং বলে বসলেন—অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে।
১০ ঘণ্টা আগেবিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
১০ ঘণ্টা আগেব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে বোলিং ও ফিল্ডিংয়ে ভেলকি দেখিয়েছেন তিনি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সও জেতাতে পারল না বাংলা টাইগার্সকে।
১১ ঘণ্টা আগে