Ajker Patrika

খুলনাকে জয়ের সমান ড্র এনে দিয়েও হতাশ সৌম্য

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১০: ৫২
খুলনাকে জয়ের সমান ড্র এনে দিয়েও হতাশ সৌম্য

জয়ের সমান ড্র যাকে বলে! রাজশাহীর ছুড়ে দেওয়া ৫১৬ রানের বিশাল লক্ষ্য। প্রথম ইনিংসে ১৯৪ রানে গুটিয়ে যাওয়া খুলনার সামনে চোখ রাঙানি দিচ্ছিল হার। তবে সৌম্য সরকার ও অমিত মজুমদারের দৃঢ়তায় খাদের কিনারা থেকে জয়ের সমান ড্র পেল খুলনা। চতুর্থ দিন ৭ উইকেটে ৩১১ রান করলে ম্যাচ ড্র হয়ে যায়।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খুলনা স্বস্তির ড্র পেলেও সৌম্য (৮৯) ও অমিত (৮৭) পুড়েছেন সেঞ্চুরির আক্ষেপে। প্রথম ইনিংসে ৪২৬ রান করেছিল রাজশাহী। ১৯৪ রান করে খুলনা। ২৩২ রানে এগিয়ে থাকা রাজশাহী দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৬ উইকেটে ২৮৩ রানে। আবদুল্লাহ আল মামুন ৩টি, রিশাদ, মুগ্ধ ও রিজওয়ান নিয়েছেন দুটি করে উইকেট।

বগুড়ায় ৯ উইকেটে ২৭৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল রংপুর। বিপরীতে প্রথম ইনিংসে ১০৩ রানে অলআউট হয়ে গিয়েছিল চট্টগ্রাম। ফলোঅন পড়ে আবার ব্যাটিংয়ে নেমেও সুবিধা করতে পারেনি তারা। রংপুরের বোলারদের সম্মিলিত দাপুটে বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে চট্টগ্রাম গুঁড়িয়ে যায় ৮৯ রানে। ইনিংস ও ৮১ রানের দুর্দান্ত জয় পেয়েছে রংপুর।

খুলনায় ড্র হলো সিলেট ও ঢাকার ম্যাচ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামার সুযোগই পায়নি ঢাকা। প্রথম ইনিংসে সিলেট করেছিল ১৪৬, ঢাকা করে ২২৪। দ্বিতীয় ইনিংসে সিলেট ৮ উইকেটে ২৫৭ রান করতেই দিন শেষ হয়ে যায়। আরেক ম্যাচে ফলোঅনে পড়া বরিশালের দেওয়া ৬৩ রানের লক্ষ্য ৮ উইকেট হাতে রেখে তাড়া করেছেন ঢাকা মহানগর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান ত্রিপুরার রাজপরিবার প্রধানের

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত