ক্রীড়া ডেস্ক
আড়াই বছরেরও বেশি সময় ধরে সেঞ্চুরি নেই বিরাট কোহলির। সম্প্রতি ব্যাট হাতে রানখরায়ও ভুগছেন কোহলি। অফ ফর্মের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলে তাঁর জায়গা হয়নি। ভারতীয় গণমাধ্যম অবশ্য জানিয়েছে, বাদ নয়, বিশ্রাম দেওয়া হয়েছে কোহলিকে।
কোহলিকে কেন বাদ দিচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)—এ নিয়ে এবার মুখ খুললেন ইংল্যান্ডের সাবেক স্পিনার মন্টি পানেসার। পানেসার মনে করেন, টাকার জন্য কোহলিকে বাদ দিতে ভয় পাচ্ছে বিসিসিআই।
এক সাক্ষাৎকারে পানেসার বলেন, ‘কোহলি অনেকটা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো। তিনি যেমন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার সময় তাঁর খেলা দেখতেই অনেক দর্শক মাঠে আসে। বিরাটের ক্ষেত্রেও তাই। অনেক মানুষ ওকে পছন্দ করে। স্পনসরদের কথা ভেবেই কি বিসিসিআই চাপে রয়েছে? এসব ভেবেই কোহলিকে খেলিয়ে যাচ্ছে? আমার কাছে এটাই সবচেয়ে বড় প্রশ্ন। ওরা কোহলিকে বাদ দিতে পারছে না। কারণ তাতে পৃষ্ঠপোষকেরা ক্ষতিগ্রস্ত হবে।’
এখনো কোহলি বিশ্বের অন্যতম সেরা ব্যাটার—এ নিয়ে সন্দেহ নেই পানেসারের, ‘বিরাট শুধু সবচেয়ে মূল্যবান ক্রিকেটারই নয়, লোকে ওকে ভালোবাসে। আমরাও ভালোবাসি। ইংল্যান্ডে বহু সমর্থক রয়েছে তার। আর্থিক দিক থেকে কোহলির কারণে অনেকভাবে লাভবান হয়েছে বিসিসিআই। তবে এই ছন্দের কোহলি কি আদৌ ভারতীয় দলে সুযোগ পাওয়ার যোগ্য? এই প্রশ্নের উত্তর কেউই দিতে পারবে না।’
আড়াই বছরেরও বেশি সময় ধরে সেঞ্চুরি নেই বিরাট কোহলির। সম্প্রতি ব্যাট হাতে রানখরায়ও ভুগছেন কোহলি। অফ ফর্মের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলে তাঁর জায়গা হয়নি। ভারতীয় গণমাধ্যম অবশ্য জানিয়েছে, বাদ নয়, বিশ্রাম দেওয়া হয়েছে কোহলিকে।
কোহলিকে কেন বাদ দিচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)—এ নিয়ে এবার মুখ খুললেন ইংল্যান্ডের সাবেক স্পিনার মন্টি পানেসার। পানেসার মনে করেন, টাকার জন্য কোহলিকে বাদ দিতে ভয় পাচ্ছে বিসিসিআই।
এক সাক্ষাৎকারে পানেসার বলেন, ‘কোহলি অনেকটা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো। তিনি যেমন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার সময় তাঁর খেলা দেখতেই অনেক দর্শক মাঠে আসে। বিরাটের ক্ষেত্রেও তাই। অনেক মানুষ ওকে পছন্দ করে। স্পনসরদের কথা ভেবেই কি বিসিসিআই চাপে রয়েছে? এসব ভেবেই কোহলিকে খেলিয়ে যাচ্ছে? আমার কাছে এটাই সবচেয়ে বড় প্রশ্ন। ওরা কোহলিকে বাদ দিতে পারছে না। কারণ তাতে পৃষ্ঠপোষকেরা ক্ষতিগ্রস্ত হবে।’
এখনো কোহলি বিশ্বের অন্যতম সেরা ব্যাটার—এ নিয়ে সন্দেহ নেই পানেসারের, ‘বিরাট শুধু সবচেয়ে মূল্যবান ক্রিকেটারই নয়, লোকে ওকে ভালোবাসে। আমরাও ভালোবাসি। ইংল্যান্ডে বহু সমর্থক রয়েছে তার। আর্থিক দিক থেকে কোহলির কারণে অনেকভাবে লাভবান হয়েছে বিসিসিআই। তবে এই ছন্দের কোহলি কি আদৌ ভারতীয় দলে সুযোগ পাওয়ার যোগ্য? এই প্রশ্নের উত্তর কেউই দিতে পারবে না।’
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৯ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১১ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
১২ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
১২ ঘণ্টা আগে