কলকাতায় দুর্দান্ত বাংলাদেশকে তুলে ধরলেন লিটন

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ১৫: ১২
Thumbnail image

আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ ছন্দে আছেন লিটন দাস। ছন্দে আছে বাংলাদেশ ক্রিকেট দলও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে গিয়ে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

এ বছর টি-টোয়েন্টিতে বাংলাদেশ খেলেছে ছয় ম্যাচ। ছয় ম্যাচের পাঁচটিতেই জিতেছে বাংলাদেশ। মার্চে টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে সাকিব আল হাসানের দল। আর সর্বশেষ সাত ওয়ানডে সিরিজের পাঁচটিই জিতেছে বাংলাদেশ। ওয়ানডেতে সর্বোচ্চ ৩৪৯ রানের রেকর্ড বাংলাদেশ করেছে গত মাসেই। টেস্টেও বেশ কিছু স্মরণীয় মুহূর্ত রয়েছে। গত বছর মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে জেতে বাংলাদেশ। আর কদিন আগে মিরপুরে টেস্টে আয়ারল্যান্ডকে হারিয়েছে সাকিবের দল।

বাংলাদেশের দারুণ পারফরম্যান্সেরই প্রশংসা ঝরেছে লিটনের কণ্ঠে। এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘বাংলাদেশ বেশ ভালো খেলছে। গত দুই-তিন বছর আমরা পরিকল্পনা করছিলাম আর এখন সফল হচ্ছি। আমার ভালো লাগছে যে আমি বাংলাদেশের হয়ে খেলছি এবং দল ভালো খেলছে। কলকাতায় এসে বেশ সৌভাগ্যবান। বাংলাদেশের পারফরম্যান্সের ধারাবাহিকতা এখানেও ধরে রাখতে চাই।’

এবারই প্রথম আইপিএলে দল পেয়েছেন লিটন। বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটারকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে খেলতে দীর্ঘদিনের অপেক্ষার কথা জানিয়ে লিটন বলেন, ‘আমার সত্যিই খুব ভালো লাগছে। বাংলাদেশে বসে দীর্ঘদিন অপেক্ষা করছিলাম কবে এখানে আসব। এখানে এসে বেশ ভালো লাগছে।’

গত রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের বিমানে চড়ে আইপিএল খেলতে যান লিটন। এপ্রিল মাসের বাকি সময়ের জন্য অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন লিটন। তাতে ছয় ম্যাচ খেলার সুযোগ থাকছে তাঁর। ১৪ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে পারে লিটনের আইপিএল অভিযান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত