ক্রীড়া ডেস্ক
একেকটি সিরিজ মানেই যেন বাংলাদেশি ক্রিকেটারদের জন্য একেকটি ক্লাস। সফরে গেলে শিখে আসেন অনেক কিছু। গত ভারত সফরে নাজমুল হোসেন শান্তরা অনেক কিছু শিখেছিলেন। কিন্তু সেই শিক্ষা মাস না যেতেই ভুলে গেলেন!
পাকিস্তানকে রাওয়ালপিন্ডিতে ‘ধূলিসাৎ’ করার আনন্দ নিয়ে ভারতে যাওয়া বাংলাদেশের। তারপর সেখানে নিজেরাই ‘চিৎপটাং’! এই সিরিজ নিয়ে দুই দেশের সাম্প্রতিক রাজনীতি ও ক্রিকেটীয় দ্বৈরথ মিলিয়ে যে ‘রণ ঢঙ্কা’ বেজেছিল—সেটি ফুটো হয়ে যেতে বেশি দিন লাগেনি।
চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে বাজেভাবে হারলেও অবশ্য ‘ইতিবাচক’ ছিলেন শান্ত। প্রত্যয় ব্যক্ত করেছিলেন কানপুরে ঘুরে দাঁড়ানোর। দ্বিতীয় ইনিংসে ৮২ রানের ইনিংস খেলে বাংলাদেশ অধিনায়কও বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন। কিন্তু আশার বেলুন ফুটো হতে সময় লাগেনি।
হোয়াইটওয়াশের পর শান্ত দায় চাপিয়েছিলেন ব্যাটারদের ওপর। সেই ব্যর্থদের তালিকায় তিনিও কি ছিলেন না! দায় যদি একটু নিজের কাঁধেও নিতেন তবে ভারতের তারুণ্যনির্ভর দলের কাছে টি-টোয়েন্টি সিরিজেও ওভাবে নাস্তানাবুদ হতে হতো না! কিন্তু ভারত থেকে শান্তরা শিখলেন কী! শিখলে কী নিজের পাড়ার মাঠেই আরেকবার মুখ থুবড়ে পড়তে হয়!
মিরপুর টেস্ট চার দিনে গেছে শুধু মেহেদী হাসান মিরাজ ও বৃষ্টির কারণে। প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হওয়ার পর দুই দিনেই হারতে বসেছিল বাংলাদেশ। ভাগ্যিস, তাইজুল ইসলামের ঘূর্ণির পর দ্বিতীয় ইনিংসে মিরাজের ৯৭ রানের ইনিংস আর তৃতীয় দিনে বৃষ্টি নেমেছিল। তারপরও ৯ বছর পর অনভিজ্ঞ দল নিয়ে সফরে আসা দক্ষিণ আফ্রিকার ৭ উইকেটের জয় বলে দেয়, ২৪ বছরেও টেস্ট মেজাজ পোক্ত হয়নি বাংলাদেশের ক্রিকেটারদের।
এমন হারের পর শান্তর আবারও সেই দায় চাপানো কথা, ‘এমন পরিস্থিতিতে এটা আমরা আগে কখনো করিনি। নতুন বলের বিপক্ষে খেলতে ব্যাটারদের দায় নিতেই হবে।’ এ-ও বললেন, ‘আমরা দল হিসেবে ভালো ব্যাটিং করতে পারি। সবাই তো সেটা জানি।’ শান্ত-লিটনরা ভালো ব্যাটিং করেন, সেটি সবাই জানেন। কিন্তু নিজেরা জানেন কী! জানলে অমন হতচ্ছাড়া ব্যাটিং কেন!
এক ম্যাচে ভালো করে ১০ ম্যাচে খারাপ করলেও যখন বাদ পড়তে হয় না, তখন ধারাবাহিকভাবে ভালো ব্যাটিং করতেই বা হবে কেন শান্তদের। বরং একটু তাড়াতাড়ি মাঠ ছাড়তে পারলে বিশ্রামটাও বেশি পাওয়া যায়। এই ধরুন, মিরপুরে চতুর্থ দিনের প্রথম সেশনেই হেরে যাওয়ায় চট্টগ্রাম টেস্টের আগে চার দিন বিশ্রাম পাচ্ছেন শান্তরা। সেই বিশ্রাম থেকে ফিরে আড়মোড়া ভেঙে যদি এবার একটু জ্বলে উঠতে পারেন আর কী!
মিরপুর থেকে শান্তরা এবারও হয়তো অনেক কিছু শিখেছেন। সেই শেখা থেকে আজ ৮৮ মিনিটে হার নিশ্চিত হওয়ার পর বাংলাদেশ অধিনায়কের কথা, ‘ব্যাটিং গ্রুপ হিসেবে নতুন বলে আমাদের দায়িত্ব নিতে হবে। পরের টেস্ট ম্যাচের জন্য প্রয়োজন দলগত সামষ্টিক পারফরম্যান্স দেখানোর।’ এই দায়িত্ব যে তাঁরা কবে নিতে পারবেন!
না—এবার আর হারের পর মুখস্থ কথা ‘শেখার’ কথা সরাসরি বলেননি শান্ত। হারের পর সেখান থেকে শেখা ও পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর কথা অবশ্য প্রায় দলের অধিনায়কেরা বলে থাকেন। অনেকে সত্যিই শেখে ঘুরে দাঁড়ালেও কেন যেন বাংলাদেশিদের শেখাও হয় না, ঘুরে দাঁড়ালেও দুই দিন পর পুরোনো অভ্যাসে ফিরে যায়। তবে দোলনা থেকে মৃত্যু পর্যন্ত শেখার যে তাগিদ তাঁদের সেটি ইতিবাচক চোখেই দেখতে হবে আমাদের। শত ব্যর্থতার মাঝেও বাংলাদেশ দলের ইতিবাচক মানসিকতাও প্রশংসার দাবিদার বটে।
একেকটি সিরিজ মানেই যেন বাংলাদেশি ক্রিকেটারদের জন্য একেকটি ক্লাস। সফরে গেলে শিখে আসেন অনেক কিছু। গত ভারত সফরে নাজমুল হোসেন শান্তরা অনেক কিছু শিখেছিলেন। কিন্তু সেই শিক্ষা মাস না যেতেই ভুলে গেলেন!
পাকিস্তানকে রাওয়ালপিন্ডিতে ‘ধূলিসাৎ’ করার আনন্দ নিয়ে ভারতে যাওয়া বাংলাদেশের। তারপর সেখানে নিজেরাই ‘চিৎপটাং’! এই সিরিজ নিয়ে দুই দেশের সাম্প্রতিক রাজনীতি ও ক্রিকেটীয় দ্বৈরথ মিলিয়ে যে ‘রণ ঢঙ্কা’ বেজেছিল—সেটি ফুটো হয়ে যেতে বেশি দিন লাগেনি।
চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে বাজেভাবে হারলেও অবশ্য ‘ইতিবাচক’ ছিলেন শান্ত। প্রত্যয় ব্যক্ত করেছিলেন কানপুরে ঘুরে দাঁড়ানোর। দ্বিতীয় ইনিংসে ৮২ রানের ইনিংস খেলে বাংলাদেশ অধিনায়কও বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন। কিন্তু আশার বেলুন ফুটো হতে সময় লাগেনি।
হোয়াইটওয়াশের পর শান্ত দায় চাপিয়েছিলেন ব্যাটারদের ওপর। সেই ব্যর্থদের তালিকায় তিনিও কি ছিলেন না! দায় যদি একটু নিজের কাঁধেও নিতেন তবে ভারতের তারুণ্যনির্ভর দলের কাছে টি-টোয়েন্টি সিরিজেও ওভাবে নাস্তানাবুদ হতে হতো না! কিন্তু ভারত থেকে শান্তরা শিখলেন কী! শিখলে কী নিজের পাড়ার মাঠেই আরেকবার মুখ থুবড়ে পড়তে হয়!
মিরপুর টেস্ট চার দিনে গেছে শুধু মেহেদী হাসান মিরাজ ও বৃষ্টির কারণে। প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হওয়ার পর দুই দিনেই হারতে বসেছিল বাংলাদেশ। ভাগ্যিস, তাইজুল ইসলামের ঘূর্ণির পর দ্বিতীয় ইনিংসে মিরাজের ৯৭ রানের ইনিংস আর তৃতীয় দিনে বৃষ্টি নেমেছিল। তারপরও ৯ বছর পর অনভিজ্ঞ দল নিয়ে সফরে আসা দক্ষিণ আফ্রিকার ৭ উইকেটের জয় বলে দেয়, ২৪ বছরেও টেস্ট মেজাজ পোক্ত হয়নি বাংলাদেশের ক্রিকেটারদের।
এমন হারের পর শান্তর আবারও সেই দায় চাপানো কথা, ‘এমন পরিস্থিতিতে এটা আমরা আগে কখনো করিনি। নতুন বলের বিপক্ষে খেলতে ব্যাটারদের দায় নিতেই হবে।’ এ-ও বললেন, ‘আমরা দল হিসেবে ভালো ব্যাটিং করতে পারি। সবাই তো সেটা জানি।’ শান্ত-লিটনরা ভালো ব্যাটিং করেন, সেটি সবাই জানেন। কিন্তু নিজেরা জানেন কী! জানলে অমন হতচ্ছাড়া ব্যাটিং কেন!
এক ম্যাচে ভালো করে ১০ ম্যাচে খারাপ করলেও যখন বাদ পড়তে হয় না, তখন ধারাবাহিকভাবে ভালো ব্যাটিং করতেই বা হবে কেন শান্তদের। বরং একটু তাড়াতাড়ি মাঠ ছাড়তে পারলে বিশ্রামটাও বেশি পাওয়া যায়। এই ধরুন, মিরপুরে চতুর্থ দিনের প্রথম সেশনেই হেরে যাওয়ায় চট্টগ্রাম টেস্টের আগে চার দিন বিশ্রাম পাচ্ছেন শান্তরা। সেই বিশ্রাম থেকে ফিরে আড়মোড়া ভেঙে যদি এবার একটু জ্বলে উঠতে পারেন আর কী!
মিরপুর থেকে শান্তরা এবারও হয়তো অনেক কিছু শিখেছেন। সেই শেখা থেকে আজ ৮৮ মিনিটে হার নিশ্চিত হওয়ার পর বাংলাদেশ অধিনায়কের কথা, ‘ব্যাটিং গ্রুপ হিসেবে নতুন বলে আমাদের দায়িত্ব নিতে হবে। পরের টেস্ট ম্যাচের জন্য প্রয়োজন দলগত সামষ্টিক পারফরম্যান্স দেখানোর।’ এই দায়িত্ব যে তাঁরা কবে নিতে পারবেন!
না—এবার আর হারের পর মুখস্থ কথা ‘শেখার’ কথা সরাসরি বলেননি শান্ত। হারের পর সেখান থেকে শেখা ও পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর কথা অবশ্য প্রায় দলের অধিনায়কেরা বলে থাকেন। অনেকে সত্যিই শেখে ঘুরে দাঁড়ালেও কেন যেন বাংলাদেশিদের শেখাও হয় না, ঘুরে দাঁড়ালেও দুই দিন পর পুরোনো অভ্যাসে ফিরে যায়। তবে দোলনা থেকে মৃত্যু পর্যন্ত শেখার যে তাগিদ তাঁদের সেটি ইতিবাচক চোখেই দেখতে হবে আমাদের। শত ব্যর্থতার মাঝেও বাংলাদেশ দলের ইতিবাচক মানসিকতাও প্রশংসার দাবিদার বটে।
কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর থেকেই তাঁকে নিয়ে আলোচনা। কদিন আগে শোনা গিয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হবেন তিনি। কিন্তু সূত্র জানিয়েছে, পিটার বাটলার মেয়েদের কোচ হিসেবেই থাকছেন।
১২ মিনিট আগেটেস্ট ক্যারিয়ারের ফিফটির ম্যাচেই নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। এর চেয়ে স্মরণীয় মুহূর্ত মিরাজের জন্য আর কী হতে পারে! মিরাজও অ্যান্টিগায় গতকাল যখন সংবাদ সম্মেলনে এসেছেন, তাঁকে দেখেই বোঝা গেছে এমন রোমাঞ্চ তাঁকে কতটা স্পর্শ করেছে।
৩৫ মিনিট আগে২০২৫ আইপিএল সামনে রেখে মেগা নিলাম শুরু হতে বেশি দিন বাকি নেই। মেগা নিলামের আগেই জানা গেল টুর্নামেন্টের দিনক্ষণ। শুধু তাই নয়, একই সঙ্গে তিন আইপিএলের সূচিও ফাঁস হয়ে গেল।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
১০ ঘণ্টা আগে