Ajker Patrika

চ্যাম্পিয়ন যুবাদের নিয়ে আজ বিসিবির মধ্যাহ্নভোজ

অনলাইন ডেস্ক
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী বাংলাদেশ দলকে আজ মধ্যাহ্নভোজ করাবে বিসিবি। ছবি: এসিসি
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী বাংলাদেশ দলকে আজ মধ্যাহ্নভোজ করাবে বিসিবি। ছবি: এসিসি

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের যুবারা। কাল রাতে দুবাই থেকে ট্রফি নিয়ে দেশে ফেরার কথা ছিল তাঁদের। যুবাদের সাফল্য অর্জনে বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিসিবি অবশ্য এখনই কোনো রাজকীয় সংবর্ধনার আয়োজনে যাচ্ছে না। তাদের অপেক্ষা সভাপতি ফারুক আহমেদের।

বিসিবি সভাপতি এ মুহূর্তে রয়েছেন সেন্ট কিটসে, জাতীয় দলের ম্যাচ দেখতে। সেখান থেকে ফিরলে জাঁকালো সংবর্ধনার পরিকল্পনা করবে বিসিবি। তবে আজ অনাড়ম্বরভাবে একটি মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে বিজয়ী যুবাদের নিয়ে। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী গতকাল আজকের পত্রিকাকে বলেন, ‘বিসিবি সভাপতি দেশে ফিরলে আমরা জানাব। এমনি কাল (আজ) একটি অনানুষ্ঠানিক মধ্যাহ্নভোজ আছে।’

কাল সন্ধ্যায় যুব এশিয়া কাপে টানা দ্বিতীয়বার গৌরবময় সাফল্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অনূর্ধ্ব-১৯ দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান ত্রিপুরার রাজপরিবার প্রধানের

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত