পাঁচে পাঁচ, চট্টগ্রামে তাইজুলই যেন বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ১২: ৫৬
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১৩: ৫৫
পাঁচে পাঁচ তাইজুলের। ছবি: এএফপি

দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিনও ছন্দ ধরে রেখেই এগোচ্ছিল। গতকালের ২ উইকেটে ৩০৭ থেকে আজ পৌঁছে যায় ৩৮৬ রানে। তারপরই ৫ রানে তিন উইকেট হারায় তারা (৩৯১ /৫)। প্রোটিয়াদের পাঁচটি উইকেটই নিয়েছেন তাইজুল ইসলাম। এ বাঁহাতি স্পিনার একাই যেন বাংলাদেশ।

তাইজুলের কল্যাণে প্রথম সেশনটা দারুণ কাটল বাংলাদেশ দলের। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকার রান ৫ উইকেটে ৪১৩। চট্টগ্রাম টেস্টে জোড়া সেঞ্চুরিতে প্রথম দিন ছিল দক্ষিণ আফ্রিকার। ২ উইকেটে ৩০৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা প্রোটিয়ারা। আগ্রাসী ব্যাটিংয়ে চেয়েছিল সংগ্রহটা দ্রুত বড় করতে। কিন্তু তাইজুলের দুর্দান্ত ঘূর্ণির সামনে হোঁচট খায় তারা।

পরপর ৩ ওভারে তাইজুল ফেরান ডেভিড বেডিংহাম (৫০), টনি ডি জর্জি (১৭৭) ও কাইল ভেরেইনাকে (০)। তাইজুল উদ্‌যাপনের শুরুটা করেন বেডিংহামকে বোল্ড করে। ১১৬ রানে জর্জির সঙ্গে ভাঙে বেডিংহামের তৃতীয় উইকেট জুটি।

আগের দিন নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পাওয়া জর্জি দেড় শ করে ছুটছিলেন ডাবলের দিকে। কিন্তু তাইজুলের ঘূর্ণিতে এলবিডব্লিউর শিকার হন জর্জি। ২৬৯ বলে ১২টি চার ও ৪টি ছক্কায় করেছেন ১৭৭ রান। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি।

তারপর ষষ্ঠ উইকেটে অবশ্য রায়ান রিকেল্টন ও উইয়ান মুল্ডার জুটি বড় করার চেষ্টা করছেন। ১১ রানে অপরাজিত রিকেল্টন, তাঁকে সঙ্গ দেওয়া মুল্ডারের রান ১২।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত