ক্রীড়া ডেস্ক
দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিনও ছন্দ ধরে রেখেই এগোচ্ছিল। গতকালের ২ উইকেটে ৩০৭ থেকে আজ পৌঁছে যায় ৩৮৬ রানে। তারপরই ৫ রানে তিন উইকেট হারায় তারা (৩৯১ /৫)। প্রোটিয়াদের পাঁচটি উইকেটই নিয়েছেন তাইজুল ইসলাম। এ বাঁহাতি স্পিনার একাই যেন বাংলাদেশ।
তাইজুলের কল্যাণে প্রথম সেশনটা দারুণ কাটল বাংলাদেশ দলের। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকার রান ৫ উইকেটে ৪১৩। চট্টগ্রাম টেস্টে জোড়া সেঞ্চুরিতে প্রথম দিন ছিল দক্ষিণ আফ্রিকার। ২ উইকেটে ৩০৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা প্রোটিয়ারা। আগ্রাসী ব্যাটিংয়ে চেয়েছিল সংগ্রহটা দ্রুত বড় করতে। কিন্তু তাইজুলের দুর্দান্ত ঘূর্ণির সামনে হোঁচট খায় তারা।
পরপর ৩ ওভারে তাইজুল ফেরান ডেভিড বেডিংহাম (৫০), টনি ডি জর্জি (১৭৭) ও কাইল ভেরেইনাকে (০)। তাইজুল উদ্যাপনের শুরুটা করেন বেডিংহামকে বোল্ড করে। ১১৬ রানে জর্জির সঙ্গে ভাঙে বেডিংহামের তৃতীয় উইকেট জুটি।
আগের দিন নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পাওয়া জর্জি দেড় শ করে ছুটছিলেন ডাবলের দিকে। কিন্তু তাইজুলের ঘূর্ণিতে এলবিডব্লিউর শিকার হন জর্জি। ২৬৯ বলে ১২টি চার ও ৪টি ছক্কায় করেছেন ১৭৭ রান। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি।
তারপর ষষ্ঠ উইকেটে অবশ্য রায়ান রিকেল্টন ও উইয়ান মুল্ডার জুটি বড় করার চেষ্টা করছেন। ১১ রানে অপরাজিত রিকেল্টন, তাঁকে সঙ্গ দেওয়া মুল্ডারের রান ১২।
দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিনও ছন্দ ধরে রেখেই এগোচ্ছিল। গতকালের ২ উইকেটে ৩০৭ থেকে আজ পৌঁছে যায় ৩৮৬ রানে। তারপরই ৫ রানে তিন উইকেট হারায় তারা (৩৯১ /৫)। প্রোটিয়াদের পাঁচটি উইকেটই নিয়েছেন তাইজুল ইসলাম। এ বাঁহাতি স্পিনার একাই যেন বাংলাদেশ।
তাইজুলের কল্যাণে প্রথম সেশনটা দারুণ কাটল বাংলাদেশ দলের। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকার রান ৫ উইকেটে ৪১৩। চট্টগ্রাম টেস্টে জোড়া সেঞ্চুরিতে প্রথম দিন ছিল দক্ষিণ আফ্রিকার। ২ উইকেটে ৩০৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা প্রোটিয়ারা। আগ্রাসী ব্যাটিংয়ে চেয়েছিল সংগ্রহটা দ্রুত বড় করতে। কিন্তু তাইজুলের দুর্দান্ত ঘূর্ণির সামনে হোঁচট খায় তারা।
পরপর ৩ ওভারে তাইজুল ফেরান ডেভিড বেডিংহাম (৫০), টনি ডি জর্জি (১৭৭) ও কাইল ভেরেইনাকে (০)। তাইজুল উদ্যাপনের শুরুটা করেন বেডিংহামকে বোল্ড করে। ১১৬ রানে জর্জির সঙ্গে ভাঙে বেডিংহামের তৃতীয় উইকেট জুটি।
আগের দিন নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পাওয়া জর্জি দেড় শ করে ছুটছিলেন ডাবলের দিকে। কিন্তু তাইজুলের ঘূর্ণিতে এলবিডব্লিউর শিকার হন জর্জি। ২৬৯ বলে ১২টি চার ও ৪টি ছক্কায় করেছেন ১৭৭ রান। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি।
তারপর ষষ্ঠ উইকেটে অবশ্য রায়ান রিকেল্টন ও উইয়ান মুল্ডার জুটি বড় করার চেষ্টা করছেন। ১১ রানে অপরাজিত রিকেল্টন, তাঁকে সঙ্গ দেওয়া মুল্ডারের রান ১২।
জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে রেখেই আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ভারত। এই তিন ক্রিকেটার একই সঙ্গে ভারতীয় ওয়ানডে দলে সবশেষ খেলেছিলেন ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে।
১ ঘণ্টা আগেঅনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
১ ঘণ্টা আগেনেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নেপালের বিপক্ষে ব্যাটিংটা ততটা ভালো না হলেও বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ ছিল বাংলাদেশ। টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।
১ ঘণ্টা আগেওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৪ ঘণ্টা আগে