Ajker Patrika

বিশ্বকাপে শান্তর নেতৃত্বে বাংলাদেশ অসাধারণ কিছু করবে, মনে করেন সৌম্য

আপডেট : ০৩ জুন ২০২৪, ১২: ৫৭
বিশ্বকাপে শান্তর নেতৃত্বে বাংলাদেশ অসাধারণ কিছু করবে, মনে করেন সৌম্য

২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের তিন সংস্করণের অধিনায়ক হয়েছেন নাজমুল হোসেন শান্ত। তবে অধিনায়ক হওয়ার পর ধারাবাহিক হয়ে উঠতে পারছেন না তিনি। বাংলাদেশ দলও আশানুরূপ খেলতে পারছে না। যত কিছুই হোক, টি-টোয়েন্টি বিশ্বকাপে শান্তর ওপর ভরসা রাখছেন সৌম্য সরকার। 

শান্তর নেতৃত্বে এ বছর তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। জিতেছে শুধু জিম্বাবুয়ের বিপক্ষে ৪-১ ব্যবধানে। শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ হেরেছে ঘরের মাঠে। এমনকি যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথমবারের মতো কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলে সেটা হেরেছে বাংলাদেশ। এর আগেও যে আটটি টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে, কোনোবারই সেমিফাইনাল খেলতে পারেনি বাংলাদেশ। যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচ দিয়ে গতকাল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে ৮ জুন। ডালাসে সেই ম্যাচে শান্ত-সৌম্যদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। 

বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরুর আগে ‘সবুজ লালের গল্প’ সিরিজে বিসিবি আজ প্রকাশ করেছে সৌম্যর সাক্ষাৎকার। বাঁহাতি ব্যাটার বলেন, ‘শেষ শ্রীলঙ্কা সিরিজ তার (শান্ত) সঙ্গে খেলেছিলাম। তাকে যেভাবে মাঠের মধ্যে দেখেছি, আমি মুগ্ধ। সে দলকে সব সময় একত্রিত রাখার চেষ্টা করছে। সে রাখছেও। আশা করব যে সব কিছু একত্রিত করে বিশ্বকাপে ভালো দল হিসেবে সামনে নিয়ে আসতে পারবে। আমার পক্ষ থেকে শুভকামনা। অধিনায়কত্বের মধ্য দিয়ে বিশ্বকাপে বাংলাদেশকে দারুণ কিছু উপহার দেবে।’ 

এখনো পর্যন্ত যে ৯টি টি-টোয়েন্টি বিশ্বকাপ চলছে, প্রতিটিতেই খেলেছেন সাকিব আল হাসান। মাহমুদউল্লাহ রিয়াদ খেলতে যাচ্ছেন অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ। সৌম্য নিজেও আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন ১০ বছর ধরে। অভিজ্ঞ ও তারুণ্যে মিশেলে বাংলাদেশ দল বিশ্বকাপে দারুণ কিছু করবে বলে আশা সৌম্যর। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার বলেন, ‘শান্ত নতুন অধিনায়ক। আমাদের সঙ্গে অভিজ্ঞ সাকিব ভাই-রিয়াদ ভাইরা আছেন। আমরাও যারা অনেক দিন ধরে খেলছি, তারাও আছি। সবকিছু মিলে যদি সবার অভিজ্ঞতা এক জায়গায় করতে পারি এবং তাদের কাছ থেকে নিয়ে সবাই একত্রিত হয়ে, মিলিতভাবে খেলতে পারি, ভালো টুর্নামেন্ট উপহার দিতে পারব।’ 

ফর্ম ধরে রাখতে না পারায় বাংলাদেশ দলে সৌম্য থাকেন আসা-যাওয়ার মধ্যে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ বছর ৮ ইনিংসে করেছেন ১৬০ রান। যার মধ্যে সবশেষ ৫ ইনিংসে দুটি চল্লিশোর্ধ্ব রানের ইনিংস রয়েছে। আত্মবিশ্বাস ফিরে পেতে ব্যাটারের জন্য রান করাটা গুরুত্বপূর্ণ মনে করেন সৌম্য। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার বলেন, ‘একজন ব্যাটারের রানটাই গুরুত্বপূর্ণ। সে যেখানেই রান করুক, এটা তার আত্মবিশ্বাস বাড়ায়। রান না করলে কোনো ব্যাটারের আত্মবিশ্বাস বাড়ে না। রানটা অবশ্যই মানসিকভাবে সমর্থন দেবে। চেষ্টা করব ২০২৪ সালটা যেন স্মরণীয় কিছু করতে পারি ও আমার পাশাপাশি দলকেও ভালো একটা অবস্থানে নিতে পারি। দলকে ভালো কিছু উপহার দিতে পারি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান ত্রিপুরার রাজপরিবার প্রধানের

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত