ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়ায় চলছে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরই মধ্যে ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের দিনক্ষণ ঠিক হয়েছে। ১৬ ডিসেম্বর বেঙ্গালুরুতে হবে আগামী আইপিএলের নিলাম। নিলামের ব্যাপারটি নিশ্চিত করেছে টাইমস অব ইন্ডিয়া।
২০২২ আইপিএলের মতো এই আইপিএলেও খেলবে ১০ দল। গতবারের মতো মেগা নিলাম না হলেও এবারের নিলাম হবে ছোট পরিসরে। গত নিলামের বেঁচে যাওয়া অর্থ তো দলগুলো পাচ্ছেই, একই সঙ্গে পাঁচ কোটি রূপি বেশি করে পাবে দলগুলো।
গত মৌসুমের পর সবচেয়ে বেশি ৩ কোটি ৪৫ লাখ রুপি জমা ছিল পাঞ্জাব কিংসের কাছে। তাহলে আগামী নিলামে ৮ কোটি ৪৫ লাখ রুপি নিয়ে নিলাম করবে পাঞ্জাব। চেন্নাই সুপার কিংস নামবে ৭ কোটি ৯৫ লাখ রুপি নিয়ে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ৬ কোটি ৫৫ লাখ, রাজস্থান রয়্যালস ৫ কোটি ৯৫ লাখ, কলকাতা নাইট রাইডার্স ৫ কোটি ৪৫ লাখ, গুজরাট টাইটান্স ৫ কোটি ১৫ লাখ এবং মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস—এই তিন দল ৫ কোটি ১০ লাখ রুপি নিয়ে নিলামে অংশগ্রহণ করবে। লখনৌ সুপার জায়ান্টস সবচেয়ে কম ৫ কোটি রুপি নিয়ে নিলামে অংশ নেবে।
তিন মৌসুম পর হোম ও অ্যাওয়ে ভিত্তিতে ফিরছে আগামী আইপিএল। ২০২৩ সালের মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে ১৬তম আইপিএল। নিলামের আগেই ধরে রাখা (রিটেইন) ক্রিকেটারদের তালিকা আইপিএলের গভর্নিং কাউন্সিলের কাছে জমা দিতে হবে ১০টি ফ্র্যাঞ্চাইজিকে।
অস্ট্রেলিয়ায় চলছে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরই মধ্যে ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের দিনক্ষণ ঠিক হয়েছে। ১৬ ডিসেম্বর বেঙ্গালুরুতে হবে আগামী আইপিএলের নিলাম। নিলামের ব্যাপারটি নিশ্চিত করেছে টাইমস অব ইন্ডিয়া।
২০২২ আইপিএলের মতো এই আইপিএলেও খেলবে ১০ দল। গতবারের মতো মেগা নিলাম না হলেও এবারের নিলাম হবে ছোট পরিসরে। গত নিলামের বেঁচে যাওয়া অর্থ তো দলগুলো পাচ্ছেই, একই সঙ্গে পাঁচ কোটি রূপি বেশি করে পাবে দলগুলো।
গত মৌসুমের পর সবচেয়ে বেশি ৩ কোটি ৪৫ লাখ রুপি জমা ছিল পাঞ্জাব কিংসের কাছে। তাহলে আগামী নিলামে ৮ কোটি ৪৫ লাখ রুপি নিয়ে নিলাম করবে পাঞ্জাব। চেন্নাই সুপার কিংস নামবে ৭ কোটি ৯৫ লাখ রুপি নিয়ে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ৬ কোটি ৫৫ লাখ, রাজস্থান রয়্যালস ৫ কোটি ৯৫ লাখ, কলকাতা নাইট রাইডার্স ৫ কোটি ৪৫ লাখ, গুজরাট টাইটান্স ৫ কোটি ১৫ লাখ এবং মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস—এই তিন দল ৫ কোটি ১০ লাখ রুপি নিয়ে নিলামে অংশগ্রহণ করবে। লখনৌ সুপার জায়ান্টস সবচেয়ে কম ৫ কোটি রুপি নিয়ে নিলামে অংশ নেবে।
তিন মৌসুম পর হোম ও অ্যাওয়ে ভিত্তিতে ফিরছে আগামী আইপিএল। ২০২৩ সালের মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে ১৬তম আইপিএল। নিলামের আগেই ধরে রাখা (রিটেইন) ক্রিকেটারদের তালিকা আইপিএলের গভর্নিং কাউন্সিলের কাছে জমা দিতে হবে ১০টি ফ্র্যাঞ্চাইজিকে।
চ্যাম্পিয়নস ট্রফির ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের আগে বারবার ঘুরেফিরে এসেছিল আহমেদাবাদের কথা। কারণ, সবশেষ ওয়ানডেতে এই দুই দল মুখোমুখি হয়েছে ২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে। ১ লাখেরও বেশি দর্শককে কাঁদিয়ে ভারতের শিরোপার উৎসব পণ্ড করে দিয়েছিল অস্ট্রেলিয়া।
৯ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর বেশ ভালোভাবেই নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জাতীয় দল নিয়ে বেশ কিছু কঠোর নিয়ম আরোপ করে তারা। এর প্রতিফলন ঘটছে আইপিএলেও। সম্প্রতি আইপিএলের সব দলকে একটি ই-মেইল বার্তায় বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগেভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ক্যাম্প করার জন্য আগামীকাল সৌদি আরবে যাবে বাংলাদেশ ফুটবল দল। চারদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে তারা। যা নিয়ে বেশ সন্তুষ্ট কোচ হাভিয়ের কাবরেরা।
১০ ঘণ্টা আগেব্যাটার কোহলিকে তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। একের পর এক রেকর্ড গড়েছেন বলে পেয়েছেন ‘কিং কোহলি’ উপাধি। রেকর্ড গড়া যাঁর কাছে ডালভাতের মতো, তিনি আজ গড়লেন আরও এক রেকর্ড। তাতে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংকে।
১০ ঘণ্টা আগে