নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পূর্ণাঙ্গ মন্ত্রী হয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নাজমুল হাসান পাপন। খেলাধুলার মানুষ হিসেবে মন্ত্রিত্ব পাওয়ায় তাঁকে ঘিরে ফেডারেশনগুলোর প্রত্যাশার পারদ তুঙ্গে। দায়িত্ব নেওয়ার আগে থেকে পাপন নিজেও ফেডারেশনগুলোর বিষয়ে খোঁজখবর করতেন।
আরও নিবিড়ভাবে জানার জন্য উল্লেখযোগ্য আটটি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সঙ্গে আজ জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে আলাদাভাবে বসেছিলেন সদ্য দায়িত্ব পাওয়া মন্ত্রী পাপন। শুনেছেন তাদের চাহিদা, প্রত্যাশার বিষয়গুলো। আশ্বাস দিয়েছেন সেসব পূরণেরও।
মন্ত্রিত্ব পাওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেই ফেডারেশনগুলোর দাবিদাওয়া শোনা, তাদের চাহিদা পূরণ ও তিন বছরের একটি সময়সীমা বেঁধে দেওয়ার কথা বলেছিলেন পাপন। আজকেও ফেডারেশনগুলোর সঙ্গে আলোচনার পর কড়া হুঁশিয়ারি দিলেন তিনি। ফেডারেশনগুলোকে বরাদ্দ দেওয়ার পর সেসব ফেডারেশনকে কড়া নজরদারিতে রাখা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
সাংবাদিকদের থেকে প্রশ্ন ছিল, বরাদ্দ দেওয়ার পর ফেডারেশনগুলো এসব বরাদ্দ কীভাবে ব্যবহার করছে সেসব বিষয়ে কড়া নজরদারির ওপর রাখা হবে কি না। জবাবে পাপন বললেন, ‘আমি এটা মনেপ্রাণে বিশ্বাস করি, যাকে যা দেওয়া হবে সেটা কড়ায়-গণ্ডায় হিসাব নেওয়া হবে। এবং সঠিক জায়গায় ব্যবহার করা হয়েছে কি না সেটা নিশ্চিত করতে হবে। নইলে আর পাবে না। এটা করতেই হবে। এটাতে কোনো ছাড় নেই।’
আজকের সভার পরও আর্চারি, শুটিং, ভলিবল ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে আলাদাভাবে বসতে চেয়েছেন পাপন। নতুন মন্ত্রীর কাছে নিজেদের আলাদা কমপ্লেক্স চেয়েছে আর্চারি ও শুটিং। তাদের প্রত্যাশা পূরণ করা খুব সম্ভব বলে মনে করেন ক্রীড়া মন্ত্রী, ‘আমার যতটুকু ধারণা ছিল তার থেকে তাদের চাহিদা অনেক কম। এটা নিয়ে আমি এতটা চিন্তিত না।’
পূর্ণাঙ্গ মন্ত্রী হয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নাজমুল হাসান পাপন। খেলাধুলার মানুষ হিসেবে মন্ত্রিত্ব পাওয়ায় তাঁকে ঘিরে ফেডারেশনগুলোর প্রত্যাশার পারদ তুঙ্গে। দায়িত্ব নেওয়ার আগে থেকে পাপন নিজেও ফেডারেশনগুলোর বিষয়ে খোঁজখবর করতেন।
আরও নিবিড়ভাবে জানার জন্য উল্লেখযোগ্য আটটি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সঙ্গে আজ জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে আলাদাভাবে বসেছিলেন সদ্য দায়িত্ব পাওয়া মন্ত্রী পাপন। শুনেছেন তাদের চাহিদা, প্রত্যাশার বিষয়গুলো। আশ্বাস দিয়েছেন সেসব পূরণেরও।
মন্ত্রিত্ব পাওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেই ফেডারেশনগুলোর দাবিদাওয়া শোনা, তাদের চাহিদা পূরণ ও তিন বছরের একটি সময়সীমা বেঁধে দেওয়ার কথা বলেছিলেন পাপন। আজকেও ফেডারেশনগুলোর সঙ্গে আলোচনার পর কড়া হুঁশিয়ারি দিলেন তিনি। ফেডারেশনগুলোকে বরাদ্দ দেওয়ার পর সেসব ফেডারেশনকে কড়া নজরদারিতে রাখা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
সাংবাদিকদের থেকে প্রশ্ন ছিল, বরাদ্দ দেওয়ার পর ফেডারেশনগুলো এসব বরাদ্দ কীভাবে ব্যবহার করছে সেসব বিষয়ে কড়া নজরদারির ওপর রাখা হবে কি না। জবাবে পাপন বললেন, ‘আমি এটা মনেপ্রাণে বিশ্বাস করি, যাকে যা দেওয়া হবে সেটা কড়ায়-গণ্ডায় হিসাব নেওয়া হবে। এবং সঠিক জায়গায় ব্যবহার করা হয়েছে কি না সেটা নিশ্চিত করতে হবে। নইলে আর পাবে না। এটা করতেই হবে। এটাতে কোনো ছাড় নেই।’
আজকের সভার পরও আর্চারি, শুটিং, ভলিবল ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে আলাদাভাবে বসতে চেয়েছেন পাপন। নতুন মন্ত্রীর কাছে নিজেদের আলাদা কমপ্লেক্স চেয়েছে আর্চারি ও শুটিং। তাদের প্রত্যাশা পূরণ করা খুব সম্ভব বলে মনে করেন ক্রীড়া মন্ত্রী, ‘আমার যতটুকু ধারণা ছিল তার থেকে তাদের চাহিদা অনেক কম। এটা নিয়ে আমি এতটা চিন্তিত না।’
ইন্টারনেট ভেঙে দেবেন, এমন কাউকে আনতে যাচ্ছেন বলে আলোড়ন তুলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের অতিথি কে হতে পারেন, সেটা নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা।
২১ মিনিট আগেডিসেম্বরে মধ্যে ফ্লাডলাইট বাদে বাকি কাজ শেষ হয়ে যাবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের। তবে পরিপূর্ণভাবে পেতে আগামী জুন পর্যন্ত লেগে যেতে পারে। সে জন্য সাফ অনূর্ধ্ব-২০ আয়োজনে বিকল্প ভেন্যু হিসেবে কক্সবাজারকে পছন্দ বাফুফের।
১ ঘণ্টা আগেপার্থে সকালে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট। রাতে সিরিজের প্রথম টেস্টে খেলতে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, টেস্ট ক্রিকেট
২ ঘণ্টা আগে