চলছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগ। কিন্তু সেখানে নেই জাহানারা আলম। মানসিক অবসাদের কারণে বিসিবির কাছ থেকে ছুটি নিয়ে পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ায়। পরে জানা গেছে, তিনি এ মুহূর্তে সিডনি ক্রিকেট ক্লাবের দ্বিতীয় গ্রেডের দলে খেলছেন। দেশের ক্রিকেটকে কি তাহলে বিদায় জানাতে চলেছেন জাহানারা? দেশের হয়ে আবার খেলার প্রশ্নে নিজের ক্যারিয়ারটাই ফিরে দেখলেন জাহানারা। ফোনে সাক্ষাৎকার নিয়েছেন আহমেদ রিয়াদ।
আহমেদ রিয়াদ, ঢাকা
প্রশ্ন: দেশে প্রিমিয়ার লিগ চলছে, কিন্তু আপনি অস্ট্রেলিয়ায় আছেন, সেখানে খেলছেন। অস্ট্রেলিয়ায় স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন?
জাহানারা আলম: এখানে দুই মাস হলো এসেছি। এর আগে ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজ খেলে এসেছি। মূলত ছুটি নিয়ে এসেছি, কোনো স্থায়ী হওয়ার পরিকল্পনা নেই। সিডনির এই ক্লাবের সঙ্গে প্রতিশ্রুতি ছিল, পুরো মৌসুম খেলব। আমার পরিকল্পনা রোজার ঈদের পর দেশে ফেরার। ডিপিএল না খেলার কারণ এটিই। দেশে ফেরার পর ঘরোয়া লিগে অংশ নেওয়ার ইচ্ছা আছে।
প্রশ্ন: বয়স ৩২ ছুঁই ছুঁই। জাতীয় দলে নিয়মিত ছিলেন না সাম্প্রতিক সময়ে। অবসর নেওয়ার কোনো চিন্তা কি কাজ করছে ভাবনায়?
জাহানারা: না, এখনই অবসর নেওয়ার কোনো পরিকল্পনা নেই। তবে আমি যখন ছুটি নিয়ে অস্ট্রেলিয়া আসি, তখন নারী দলের পরিচালনা প্রধান হাবিবুল বাশার ভাইকে জানিয়ে এসেছি যেন ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তিতে আমাকে না রাখা হয়। কিন্তু বিসিবি আমাকে এখনো কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে, যা দেখে সত্যিই অবাক হয়েছি। যদি এটি আমাকে সম্মান জানিয়ে করা হয়ে থাকে, তাহলে আমি কৃতজ্ঞ। জাতীয় দলে ফিরতে বিসিবি যদি মনে করে আমাকে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে আসতে হবে, তাহলে সেটাও মেনে নেব। আবার যদি সরাসরি দলে সুযোগ দেওয়া হয়, তাহলে আলহামদুলিল্লাহ। আমি সব ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।
প্রশ্ন: সিডনি ক্রিকেট ক্লাবে খেলার অভিজ্ঞতা কেমন এখন পর্যন্ত?
জাহানারা: এর আগেও এখানে খেলার সুযোগ পেয়েছিলাম, তবে আসতে পারিনি। এবার যখন সুযোগ পেলাম, তখন মানসিকভাবে একটু অবসাদগ্রস্ত ছিলাম। এক বছরের বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলিনি। মনের প্রশান্তির খোঁজেই এখানে খেলতে এসেছি। এখন মানসিকভাবে ভালো লাগছে, দলের হয়ে দুটি ম্যাচে জয়ে অবদান রেখেছি। এখানকার সুযোগ-সুবিধা সত্যিই চমৎকার, আমাদের দেশের তুলনায় অনেক ভালো। এখানে খেললে নতুন সম্পর্ক তৈরি হয় এবং বছরে বেশ কয়েকটি ম্যাচ খেলার সুযোগ মেলে। এসব অভিজ্ঞতা আমার জন্য ইতিবাচক হবে।
প্রশ্ন: সিডনিতে একটি প্রদর্শনী ম্যাচ খেলতে দেখেছি, যেখানে ব্রেট লিও ছিলেন। তাঁর সঙ্গে খেলার অভিজ্ঞতা কেমন?
জাহানারা: প্রথমে শুনেছিলাম ব্রেট লি আমার বিপক্ষে খেলবেন, পরে দেখি আমরা একই দলে! তখন খুব খুশি হয়েছিলাম। ম্যাচে ব্রেট লি এক দিক থেকে ওপেনিং বোলিং করলেন, আমি করলাম অন্য পাশ থেকে। পরে আমরা একসঙ্গে ব্যাটিংও করেছি। তাঁরা যেভাবে সম্মান দেন, সেটা দেখে সত্যিই মুগ্ধ হয়েছি।
প্রশ্ন: আইপিএলে খেলেছেন, এবার সিডনিতেও খেললেন। বাংলাদেশের নারী ক্রিকেটারদের ভবিষ্যতে বিগ ব্যাশে খেলার সম্ভাবনা দেখেন?
জাহানারা: বিগ ব্যাশ বা আইপিএলের মতো লিগে খেলতে হলে শুধু যোগ্যতা থাকলেই হয় না, ভালো সম্পর্কও দরকার। আমার যোগ্যতা আছে, কিন্তু সম্পর্কের ঘাটতি রয়েছে। আমরা সারা বছর খুব কম আন্তর্জাতিক ম্যাচ খেলি, ফলে আমাদের চেনার সুযোগ কম। আন্তর্জাতিক ম্যাচ বেশি খেললে পারফরম্যান্সের ধার বাড়ে এবং বিশ্ব ক্রিকেটেও আমাদের চেনার সুযোগ তৈরি হয়। সিডনির এই দ্বিতীয় গ্রেড লিগটি আমাদের দেশের প্রথম শ্রেণির লিগের সমমানের। এখানকার অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে দেবে।
প্রশ্ন: ২০২২ সালে কমনওয়েলথ গেমসের বাছাইপর্বে স্ট্যান্ডবাই ছিলেন। এরপর বিসিবিকে চিঠি দিয়ে জাতীয় দলের নির্বাচকদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ তুলেছিলেন। সেটি কি কোনোভাবে প্রভাব পড়েছিল আপনার ক্যারিয়ারে?
জাহানারা: এ বিষয়ে এখন আর কিছু বলতে চাই না। যা হওয়ার, তা হয়ে গেছে। তবে এখন নতুন বোর্ড এসেছে। নারী ক্রিকেটের জন্য ফাহিম স্যার ও হাবিবুল বাশার ভাই দারুণ কাজ করছেন। আগের তুলনায় এখন স্বস্তি নিয়ে ক্রিকেট খেলতে পারছি। জানি পারফর্ম করলে জাতীয় দলে জায়গা পাব। পেশাদার দলে এমনটাই হওয়া উচিত।
প্রশ্ন: দেশে প্রিমিয়ার লিগ চলছে, কিন্তু আপনি অস্ট্রেলিয়ায় আছেন, সেখানে খেলছেন। অস্ট্রেলিয়ায় স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন?
জাহানারা আলম: এখানে দুই মাস হলো এসেছি। এর আগে ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজ খেলে এসেছি। মূলত ছুটি নিয়ে এসেছি, কোনো স্থায়ী হওয়ার পরিকল্পনা নেই। সিডনির এই ক্লাবের সঙ্গে প্রতিশ্রুতি ছিল, পুরো মৌসুম খেলব। আমার পরিকল্পনা রোজার ঈদের পর দেশে ফেরার। ডিপিএল না খেলার কারণ এটিই। দেশে ফেরার পর ঘরোয়া লিগে অংশ নেওয়ার ইচ্ছা আছে।
প্রশ্ন: বয়স ৩২ ছুঁই ছুঁই। জাতীয় দলে নিয়মিত ছিলেন না সাম্প্রতিক সময়ে। অবসর নেওয়ার কোনো চিন্তা কি কাজ করছে ভাবনায়?
জাহানারা: না, এখনই অবসর নেওয়ার কোনো পরিকল্পনা নেই। তবে আমি যখন ছুটি নিয়ে অস্ট্রেলিয়া আসি, তখন নারী দলের পরিচালনা প্রধান হাবিবুল বাশার ভাইকে জানিয়ে এসেছি যেন ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তিতে আমাকে না রাখা হয়। কিন্তু বিসিবি আমাকে এখনো কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে, যা দেখে সত্যিই অবাক হয়েছি। যদি এটি আমাকে সম্মান জানিয়ে করা হয়ে থাকে, তাহলে আমি কৃতজ্ঞ। জাতীয় দলে ফিরতে বিসিবি যদি মনে করে আমাকে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে আসতে হবে, তাহলে সেটাও মেনে নেব। আবার যদি সরাসরি দলে সুযোগ দেওয়া হয়, তাহলে আলহামদুলিল্লাহ। আমি সব ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।
প্রশ্ন: সিডনি ক্রিকেট ক্লাবে খেলার অভিজ্ঞতা কেমন এখন পর্যন্ত?
জাহানারা: এর আগেও এখানে খেলার সুযোগ পেয়েছিলাম, তবে আসতে পারিনি। এবার যখন সুযোগ পেলাম, তখন মানসিকভাবে একটু অবসাদগ্রস্ত ছিলাম। এক বছরের বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলিনি। মনের প্রশান্তির খোঁজেই এখানে খেলতে এসেছি। এখন মানসিকভাবে ভালো লাগছে, দলের হয়ে দুটি ম্যাচে জয়ে অবদান রেখেছি। এখানকার সুযোগ-সুবিধা সত্যিই চমৎকার, আমাদের দেশের তুলনায় অনেক ভালো। এখানে খেললে নতুন সম্পর্ক তৈরি হয় এবং বছরে বেশ কয়েকটি ম্যাচ খেলার সুযোগ মেলে। এসব অভিজ্ঞতা আমার জন্য ইতিবাচক হবে।
প্রশ্ন: সিডনিতে একটি প্রদর্শনী ম্যাচ খেলতে দেখেছি, যেখানে ব্রেট লিও ছিলেন। তাঁর সঙ্গে খেলার অভিজ্ঞতা কেমন?
জাহানারা: প্রথমে শুনেছিলাম ব্রেট লি আমার বিপক্ষে খেলবেন, পরে দেখি আমরা একই দলে! তখন খুব খুশি হয়েছিলাম। ম্যাচে ব্রেট লি এক দিক থেকে ওপেনিং বোলিং করলেন, আমি করলাম অন্য পাশ থেকে। পরে আমরা একসঙ্গে ব্যাটিংও করেছি। তাঁরা যেভাবে সম্মান দেন, সেটা দেখে সত্যিই মুগ্ধ হয়েছি।
প্রশ্ন: আইপিএলে খেলেছেন, এবার সিডনিতেও খেললেন। বাংলাদেশের নারী ক্রিকেটারদের ভবিষ্যতে বিগ ব্যাশে খেলার সম্ভাবনা দেখেন?
জাহানারা: বিগ ব্যাশ বা আইপিএলের মতো লিগে খেলতে হলে শুধু যোগ্যতা থাকলেই হয় না, ভালো সম্পর্কও দরকার। আমার যোগ্যতা আছে, কিন্তু সম্পর্কের ঘাটতি রয়েছে। আমরা সারা বছর খুব কম আন্তর্জাতিক ম্যাচ খেলি, ফলে আমাদের চেনার সুযোগ কম। আন্তর্জাতিক ম্যাচ বেশি খেললে পারফরম্যান্সের ধার বাড়ে এবং বিশ্ব ক্রিকেটেও আমাদের চেনার সুযোগ তৈরি হয়। সিডনির এই দ্বিতীয় গ্রেড লিগটি আমাদের দেশের প্রথম শ্রেণির লিগের সমমানের। এখানকার অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে দেবে।
প্রশ্ন: ২০২২ সালে কমনওয়েলথ গেমসের বাছাইপর্বে স্ট্যান্ডবাই ছিলেন। এরপর বিসিবিকে চিঠি দিয়ে জাতীয় দলের নির্বাচকদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ তুলেছিলেন। সেটি কি কোনোভাবে প্রভাব পড়েছিল আপনার ক্যারিয়ারে?
জাহানারা: এ বিষয়ে এখন আর কিছু বলতে চাই না। যা হওয়ার, তা হয়ে গেছে। তবে এখন নতুন বোর্ড এসেছে। নারী ক্রিকেটের জন্য ফাহিম স্যার ও হাবিবুল বাশার ভাই দারুণ কাজ করছেন। আগের তুলনায় এখন স্বস্তি নিয়ে ক্রিকেট খেলতে পারছি। জানি পারফর্ম করলে জাতীয় দলে জায়গা পাব। পেশাদার দলে এমনটাই হওয়া উচিত।
১২ নম্বরে ব্যাটিং করার সুযোগ সবসময় আসে না। কারণ, ক্রিকেট তো ১১ জনের খেলা। কিন্তু কনকাশন বদলির নিয়ম চালু হওয়ার পর এখন এক দলের ১২ জন ক্রিকেটারের ব্যাটিংয়ে নামার দৃশ্য অপরিচিত নয়। যদিও সেটা কালেভদ্রে দেখা যায়। আজ হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তেমনই সুযোগ আসে পাকিস্তানের
৬ ঘণ্টা আগেহ্যামস্ট্রিং চোটের কারণে কাই হাভার্টজের মৌসুম শেষ হয়েছে আগেই। গাব্রিয়েল মার্তিনেল্লিকেও ছিটকে যেতে হয়েছিল এক মাসের জন্য। ১০১ দিন বাইরে থাকার গতকাল ফুলহ্যামের বিপক্ষে মাঠে ফেরেন বুকায়ো সাকা। কিন্তু সেই ম্যাচেই আরও এক ধাক্কা খেল আর্সেনাল। এবার ছিটকে গেলেন রক্ষণের অন্যতম ভরসা গাব্রিয়েল মাগালায়েস। চোটের
৭ ঘণ্টা আগেদারুণ ছন্দে আছেন জ্যাকব ডাফি। পাকিস্তানের ব্যাটারদের রীতিমতো নাচিয়ে ছাড়ছেন নিউজিল্যান্ডের এই পেসার। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন ডাফি।
১১ ঘণ্টা আগেক্রিকেট ইতিহাসে বাংলাদেশ প্রথম মেজর শিরোপা পায় মেয়েদের হাত ধরেই। ২০১৮ সালে সালমা খাতুনের নেতৃত্বে প্রথমবারের মতো নারী এশিয়া কাপ জেতে বাংলাদেশ। সেই শিরোপা জয়ের পর সামাজিক মাধ্যম, গণমাধ্যম—সব জায়গাতেই বাংলাদেশের নারী ক্রিকেটারদের বন্দনা করা হয়। এরপর থেকেই খেই হারিয়ে ফেলেছে দলটি।
১১ ঘণ্টা আগে