যেখানে ভারতের পরই বাংলাদেশ

অয়ন রায়
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২: ১৯
Thumbnail image

প্রযুক্তির উৎকর্ষে সামাজিক যোগাযোগমাধ্যমের এখন বিরাট প্রভাব যাপিত জীবনে। খেলাও এর বাইরে নয়। আর সব ক্রীড়া সংস্থার মতো ক্রিকেট বোর্ডগুলোও প্রতিনিয়ত চেষ্টা করছে এই প্ল্যাটফর্মে শক্ত অবস্থান তৈরি করতে। আইসিসির পূর্ণ সদস্য বোর্ডগুলোর ফলোয়ারের সংখ্যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পরেই আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটার মিলিয়ে সবচেয়ে বেশি ফলোয়ার বিসিসিআইয়ের। বিসিসিআইকে অনুসরণ করেন ৭ কোটি ৩২ লাখ ভক্ত। দ্বিতীয় স্থানে থাকা বিসিবির ফলোয়ার ১ কোটি ৯৫ লাখ ৬০ হাজার।

সম্মিলিত তালিকায় বিসিসিআই যেমন শীর্ষে, তেমনি ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটার-প্রতিটিতে আলাদাভাবে শীর্ষে বিশ্বের অন্যতম ধনী এই ক্রিকেট বোর্ড। ফেসবুকে বিসিসিআইকে অনুসরণ করেন ২ কোটি ৮৯ লাখ ভক্ত। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বিসিবি। বিসিবির ফলোয়ার ১ কোটি ৩৮ লাখ ৬০ হাজার। ইনস্টাগ্রামে বিসিসিআইকে অনুসরণ করেন ২ কোটি ৫৭ লাখ ভক্ত। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিসিবির ফলোয়ার ২৪ লাখ। 

Polash-Ahsanটুইটারে বিসিসিআইকে অনুসরণ করেন ১ কোটি ৮৬ লাখ ভক্ত। ফেসবুক, ইনস্টাগ্রামে দ্বিতীয় হলেও বিসিবি এই তালিকায় তৃতীয়। টুইটারে বিসিবির ফলোয়ার ৩৩ লাখ। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ফলোয়ার ৪৯ লাখ।

তিন সামাজিকমাধ্যমে বিসিবি সেরা তিনে থাকলেও বিসিসিআইয়ের থেকে সংখ্যায় অনেক পিছিয়ে। বিসিবি এখনো শক্তিশালী সোশ্যাল মিডিয়া টিম গড়ে তুলতে পারেনি। আকর্ষণীয় কনটেন্ট তৈরিতেও তাদের দুর্বলতা চোখে পড়ার মতো। অথচ দেশের মানুষের তুমুল ক্রিকেট-উন্মাদনাই এনে দেয় তাদের কোটি অনুসারী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তিতে একগুচ্ছ সুপারিশ কমিশনের

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত