নিজস্ব প্রতিবেদক, দিল্লি থেকে
সাকিব আল হাসানের শিকার হয়ে সাদিরা সামারাবিক্রমাকে ফেরার পরই ঘটেছে ঘটনাটা। নতুন ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস এলেন উইকেটে। আর তখনই বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বিষয়টি আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করলেন। তাঁর সঙ্গে পুরো বাংলাদেশ দলই তখন আবেদনটি করে।
ম্যাথুস নির্দিষ্ট সময়েই মাঠে প্রবেশ করেন। এমসিসির আইন অনুযায়ী, কোনো ব্যাটারের আউটের ৩ মিনিটের মধ্যে পরের বলটা খেলতে হবে। কিন্তু আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, ২ মিনিটের মধ্যে খেলতে হবে। ম্যাথুস ২ মিনিটের মধ্যে উইকেটে এলেও বল খেলতে পারেননি।
ম্যাথুস বারবার তাঁর হেলমেট ইঙ্গিত করে বোঝাতে চেষ্টা করছিলেন ওটা ঠিকঠাক করতে একটু সময় লেগেছে। এ সময় তাঁর হাতে ছিল দুটি হেলমেট। উইকেটে গিয়ে ম্যাথুস বুঝলেন, তাঁর হেলমেটের স্ট্র্যাপ ছেঁড়া। তিনি ড্রেসিংরুমে ইশারা করতেই নতুন হেলমেট নিয়ে অতিরিক্ত খেলোয়াড় মাঠে ঢুকলেন। এই হেলমেট পরিবর্তনের সময়ে তাঁর প্রথম বলটা খেলতে দেরি হয়ে যায় ম্যাথুসের।
দেরির নিয়মটি সাকিবের ভালোভাবে জানা ছিল বলেই আবেদন করেন আম্পায়ার মরিস এরাসমাসের কাছে। নিয়ম অনুযায়ী লঙ্কান ব্যাটার আউট। আর তাতেই আন্তর্জাতিক ক্রিকেট প্রথমবারের মতো দেখল ‘টাইমড আউট’। এই উইকেট পতনে বোলার কিংবা ফিল্ডার কারও কৃতিত্ব থাকবে না। প্রেসবক্সে থাকা আইসিসির অফিশিয়াল স্কোরাররা জানালেন, ৩টা ৪৯ মিনিট থেকে ৩টা ৫৪ মিনিট—সামারাবিক্রমা আর ম্যাথুসের আউটের মধ্যবর্তী সময়। এর মধ্যে সাকিব এবং তাঁর দল আম্পায়ারের কাছে যেমন জোর আবেদন করেছেন। ম্যাথুসও চেষ্টা করেছিলেন উইকেটে থাকতে। অতঃপর গজরাতে গজরাতে ড্রেসিংরুমে ফিরলেন লঙ্কান অভিজ্ঞ ব্যাটার। মজার ব্যাপার হচ্ছে, একই বলে (২৪.২ ওভার) আউট হলেন দুই লঙ্কান ব্যাটার।
গত কয়েক বছরে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচে কিছু না কিছু ঝাঁজাল বা ব্যতিক্রম ঘটনা থাকেই। দিল্লিতে আজ এমনই ঘটনা ঘটল, যেটা ক্রিকেট ইতিহাসেই বিরল।
সাকিব আল হাসানের শিকার হয়ে সাদিরা সামারাবিক্রমাকে ফেরার পরই ঘটেছে ঘটনাটা। নতুন ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস এলেন উইকেটে। আর তখনই বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বিষয়টি আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করলেন। তাঁর সঙ্গে পুরো বাংলাদেশ দলই তখন আবেদনটি করে।
ম্যাথুস নির্দিষ্ট সময়েই মাঠে প্রবেশ করেন। এমসিসির আইন অনুযায়ী, কোনো ব্যাটারের আউটের ৩ মিনিটের মধ্যে পরের বলটা খেলতে হবে। কিন্তু আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, ২ মিনিটের মধ্যে খেলতে হবে। ম্যাথুস ২ মিনিটের মধ্যে উইকেটে এলেও বল খেলতে পারেননি।
ম্যাথুস বারবার তাঁর হেলমেট ইঙ্গিত করে বোঝাতে চেষ্টা করছিলেন ওটা ঠিকঠাক করতে একটু সময় লেগেছে। এ সময় তাঁর হাতে ছিল দুটি হেলমেট। উইকেটে গিয়ে ম্যাথুস বুঝলেন, তাঁর হেলমেটের স্ট্র্যাপ ছেঁড়া। তিনি ড্রেসিংরুমে ইশারা করতেই নতুন হেলমেট নিয়ে অতিরিক্ত খেলোয়াড় মাঠে ঢুকলেন। এই হেলমেট পরিবর্তনের সময়ে তাঁর প্রথম বলটা খেলতে দেরি হয়ে যায় ম্যাথুসের।
দেরির নিয়মটি সাকিবের ভালোভাবে জানা ছিল বলেই আবেদন করেন আম্পায়ার মরিস এরাসমাসের কাছে। নিয়ম অনুযায়ী লঙ্কান ব্যাটার আউট। আর তাতেই আন্তর্জাতিক ক্রিকেট প্রথমবারের মতো দেখল ‘টাইমড আউট’। এই উইকেট পতনে বোলার কিংবা ফিল্ডার কারও কৃতিত্ব থাকবে না। প্রেসবক্সে থাকা আইসিসির অফিশিয়াল স্কোরাররা জানালেন, ৩টা ৪৯ মিনিট থেকে ৩টা ৫৪ মিনিট—সামারাবিক্রমা আর ম্যাথুসের আউটের মধ্যবর্তী সময়। এর মধ্যে সাকিব এবং তাঁর দল আম্পায়ারের কাছে যেমন জোর আবেদন করেছেন। ম্যাথুসও চেষ্টা করেছিলেন উইকেটে থাকতে। অতঃপর গজরাতে গজরাতে ড্রেসিংরুমে ফিরলেন লঙ্কান অভিজ্ঞ ব্যাটার। মজার ব্যাপার হচ্ছে, একই বলে (২৪.২ ওভার) আউট হলেন দুই লঙ্কান ব্যাটার।
গত কয়েক বছরে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচে কিছু না কিছু ঝাঁজাল বা ব্যতিক্রম ঘটনা থাকেই। দিল্লিতে আজ এমনই ঘটনা ঘটল, যেটা ক্রিকেট ইতিহাসেই বিরল।
প্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
৭ ঘণ্টা আগেব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
১০ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
১০ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
১১ ঘণ্টা আগে