নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ অবিশ্বাস্য এক জয়ই রিশাদ হোসেন-তানজিদ হাসান তামিমদের শাইনপুকুর ক্রিকেট ক্লাব পেয়েছে। নিজেরা ২০০ এর নিচে রান করেছে ঠিকই। তবে শাইনপুকুরের দুর্দান্ত বোলিংয়ে সিটি ক্লাবকে ১০০ এর আগেই গুটিয়ে দিয়েছে সিটি ক্লাব। অন্যদিকে সেঞ্চুরির আক্ষেপ ঘোচালেন ব্রাদার্স ইউনিয়নের ব্যাটার আবদুল মজিদ।
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে আজ বৃষ্টির কারণে শাইনপুকুর-সিটি ক্লাব ম্যাচ শুরু হয় সকাল ১১টায়। ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৪০ ওভারে। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সিটি ক্লাবের অধিনায়ক শাহরিয়ার কমল। প্রথমে ব্যাটিং পাওয়া শাইনপুকুর ৩৮.৩ ওভারে অলআউট হয়েছে ১৭৬ রানে। ইনিংস সর্বোচ্চ ৪৭ রান করেন খালিদ হাসান। সিটি ক্লাবের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নেন মোহাম্মদ ইফরান হোসেন। ১৭৭ রান তাড়া করতে নেমে সিটি ক্লাবের দুই ওপেনার হাসানুজ্জামান ও সাদিকুর রহমান ঝোড়ো শুরু করেন। ৪.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪৭ রান করে দলটি। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে হাসানকে এলবিডব্লুর ফাঁদে ফেলে জুটি ভাঙেন শাইনপুকুর স্পিনার নাঈম আহমেদ। ৯ বলে ১ চার ও ২ ছক্কায় ১৭ রান করেন হাসানুজ্জামান।
উদ্বোধনী জুটি ভাঙার মাধ্যমেই মূলত সিটি ক্লাবের ইনিংসে ভাঙন শুরু হয়। ৩৭ রানে শেষ ৯ উইকেট হারিয়ে ২৮ ওভারে ৮৪ রানে অলআউট হয় দলটি। ইনিংস সর্বোচ্চ ৩৭ রান করেন সাদিকুর। ২৮ বলের ইনিংসে ৭ চার মারেন তিনি। শাইনপুকুরের ৯২ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন নাঈম। ৫ ওভার বোলিংয়ে ১৯ রানে নেন ৩ উইকেট। দুই ওভার মেডেন দিয়েছেন শাইনপুকুরের এই স্পিনার। রিশাদ ব্যাটিংয়ে গোল্ডেন ডাক মারলেও বোলিং-ফিল্ডিংয়ে দুর্দান্ত। ৩ ওভার বোলিংয়ে ২ রান খরচ করে নেন ২ উইকেট। ১ ওভার মেডেনও দেন তিনি। ফিল্ডিংয়ে দুটি ক্যাচ ধরেন। তবে শাইনপুকুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ।
শাইনপুকুরের বিপক্ষে আগের ম্যাচে ৫ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি মজিদ। সেই মজিদ আজ সেঞ্চুরির আক্ষেপ ঘুচিয়েছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। বৃষ্টির কারণে বিকেএসপির চার নম্বর মাঠে ব্রাদার্স-পারটেক্স ম্যাচ হয়েছে ৪৩ ওভারে। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৪৩ ওভারে ৬ উইকেটে ২২৪ রান করেছে পারটেক্স। রান তাড়া করতে নেমে ব্রাদার্সের দুই ওপেনার রহমতউল্লাহ আলী ও মজিদ ১০.২ ওভারে ৭৬ রান যোগ করেন। ১১ তম ওভারের তৃতীয় বলে রহমতউল্লাহকে ফেরান তোফায়েল আহমেদ। ৩৫ বলে ৪ চার ও ১ ছক্কায় রহমতউল্লাহ করেন ২৬ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ব্রাদার্সের স্কোর হয়ে যায় ২৬.৪ ওভারে ৫ উইকেটে ১৩৭ রান। একপ্রান্ত আগলে খেলতে থাকা মজিদ ৯৬ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ৪১.৪ ওভারে ৬ উইকেটে ২২৫ রান করে ব্রাদার্স। ৮ বল হাতে রেখে ৪ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন মজিদ। ১০২ বলে ১১ চার ও ২ ছক্কায় ১০৫ রান করে অপরাজিত থাকেন ব্রাদার্স ওপেনার।
বিকেএসপির তিন নম্বর মাঠে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি-রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের ম্যাচ হয়েছে ৪৩ ওভারের। টস জিতে প্রথমে ব্যাটিং করা গাজী টায়ার্স ৪৩ ওভারে ৯ উইকেটে ২৩৭ রান করেছে। ওপেনার মহব্বত হোসেন রোমান ৪৭ বলে করেন ৬৩ রান। মেরেছেন ৭ ছক্কা ও ৩ চার। রান তাড়া করতে নেমে ৩৮.২ ওভারে ১৬৬ রানে অলআউট হয়েছে রূপগঞ্জ। গাজী টায়ার্সের ৭১ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন ওপেনার রোমান।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ অবিশ্বাস্য এক জয়ই রিশাদ হোসেন-তানজিদ হাসান তামিমদের শাইনপুকুর ক্রিকেট ক্লাব পেয়েছে। নিজেরা ২০০ এর নিচে রান করেছে ঠিকই। তবে শাইনপুকুরের দুর্দান্ত বোলিংয়ে সিটি ক্লাবকে ১০০ এর আগেই গুটিয়ে দিয়েছে সিটি ক্লাব। অন্যদিকে সেঞ্চুরির আক্ষেপ ঘোচালেন ব্রাদার্স ইউনিয়নের ব্যাটার আবদুল মজিদ।
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে আজ বৃষ্টির কারণে শাইনপুকুর-সিটি ক্লাব ম্যাচ শুরু হয় সকাল ১১টায়। ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৪০ ওভারে। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সিটি ক্লাবের অধিনায়ক শাহরিয়ার কমল। প্রথমে ব্যাটিং পাওয়া শাইনপুকুর ৩৮.৩ ওভারে অলআউট হয়েছে ১৭৬ রানে। ইনিংস সর্বোচ্চ ৪৭ রান করেন খালিদ হাসান। সিটি ক্লাবের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নেন মোহাম্মদ ইফরান হোসেন। ১৭৭ রান তাড়া করতে নেমে সিটি ক্লাবের দুই ওপেনার হাসানুজ্জামান ও সাদিকুর রহমান ঝোড়ো শুরু করেন। ৪.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪৭ রান করে দলটি। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে হাসানকে এলবিডব্লুর ফাঁদে ফেলে জুটি ভাঙেন শাইনপুকুর স্পিনার নাঈম আহমেদ। ৯ বলে ১ চার ও ২ ছক্কায় ১৭ রান করেন হাসানুজ্জামান।
উদ্বোধনী জুটি ভাঙার মাধ্যমেই মূলত সিটি ক্লাবের ইনিংসে ভাঙন শুরু হয়। ৩৭ রানে শেষ ৯ উইকেট হারিয়ে ২৮ ওভারে ৮৪ রানে অলআউট হয় দলটি। ইনিংস সর্বোচ্চ ৩৭ রান করেন সাদিকুর। ২৮ বলের ইনিংসে ৭ চার মারেন তিনি। শাইনপুকুরের ৯২ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন নাঈম। ৫ ওভার বোলিংয়ে ১৯ রানে নেন ৩ উইকেট। দুই ওভার মেডেন দিয়েছেন শাইনপুকুরের এই স্পিনার। রিশাদ ব্যাটিংয়ে গোল্ডেন ডাক মারলেও বোলিং-ফিল্ডিংয়ে দুর্দান্ত। ৩ ওভার বোলিংয়ে ২ রান খরচ করে নেন ২ উইকেট। ১ ওভার মেডেনও দেন তিনি। ফিল্ডিংয়ে দুটি ক্যাচ ধরেন। তবে শাইনপুকুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ।
শাইনপুকুরের বিপক্ষে আগের ম্যাচে ৫ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি মজিদ। সেই মজিদ আজ সেঞ্চুরির আক্ষেপ ঘুচিয়েছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। বৃষ্টির কারণে বিকেএসপির চার নম্বর মাঠে ব্রাদার্স-পারটেক্স ম্যাচ হয়েছে ৪৩ ওভারে। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৪৩ ওভারে ৬ উইকেটে ২২৪ রান করেছে পারটেক্স। রান তাড়া করতে নেমে ব্রাদার্সের দুই ওপেনার রহমতউল্লাহ আলী ও মজিদ ১০.২ ওভারে ৭৬ রান যোগ করেন। ১১ তম ওভারের তৃতীয় বলে রহমতউল্লাহকে ফেরান তোফায়েল আহমেদ। ৩৫ বলে ৪ চার ও ১ ছক্কায় রহমতউল্লাহ করেন ২৬ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ব্রাদার্সের স্কোর হয়ে যায় ২৬.৪ ওভারে ৫ উইকেটে ১৩৭ রান। একপ্রান্ত আগলে খেলতে থাকা মজিদ ৯৬ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ৪১.৪ ওভারে ৬ উইকেটে ২২৫ রান করে ব্রাদার্স। ৮ বল হাতে রেখে ৪ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন মজিদ। ১০২ বলে ১১ চার ও ২ ছক্কায় ১০৫ রান করে অপরাজিত থাকেন ব্রাদার্স ওপেনার।
বিকেএসপির তিন নম্বর মাঠে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি-রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের ম্যাচ হয়েছে ৪৩ ওভারের। টস জিতে প্রথমে ব্যাটিং করা গাজী টায়ার্স ৪৩ ওভারে ৯ উইকেটে ২৩৭ রান করেছে। ওপেনার মহব্বত হোসেন রোমান ৪৭ বলে করেন ৬৩ রান। মেরেছেন ৭ ছক্কা ও ৩ চার। রান তাড়া করতে নেমে ৩৮.২ ওভারে ১৬৬ রানে অলআউট হয়েছে রূপগঞ্জ। গাজী টায়ার্সের ৭১ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন ওপেনার রোমান।
মেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
১ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
১ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
২ ঘণ্টা আগেইন্টারনেট ভেঙে দেবেন, এমন কাউকে আনতে যাচ্ছেন বলে আলোড়ন তুলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের অতিথি কে হতে পারেন, সেটা নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা।
৩ ঘণ্টা আগে