ক্রীড়া ডেস্ক
অ্যাডিলেডে গোলাপি টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে বড় ব্যবধানে হার রোহিত শর্মার ভারতের। ব্রিসবেনে নারী ওয়ানডেতে অস্ট্রেলিয়ার মেয়েদের কাছে ১২২ রানের বড় ব্যবধানে হেরেছে হরমনপ্রীত কৌরের ভারত। আর দুবাইয়ে যুব এশিয়া কাপের ফাইনালে ভারতের অনূর্ধ্ব-১৯ দলকে ৫৯ রানে হারিয়েছেন বাংলাদেশ যুবারা। ক্রিকেটে ভারতের আজ শুধুই হারের দিন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সেই সংলাপের মতো বলতে হয়, ক্রিকেটে আজকে ভারতের মন ভালো নেই!
খেলায় ভালো-খারাপ দিন থাকেই। একদিনে নারী-পুরুষ আর বয়সভিত্তিক ক্রিকেট, প্রতিটি পর্যায়ে ব্যর্থতায় কলকাতার আনন্দবাজার পত্রিকা তাদের অনলাইন ভার্সনে লিখেছে, ‘ক্রিকেট মাঠে এমন রবিবার ভুলতে চাইবেন ভারতীয় সমর্থকেরা।’ কলকাতার আরেকটি পত্রিকা সংবাদ প্রতিদিন তাদের অনলাইন ভার্সনে লিখেছে, ‘উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রবিবার অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে খেলতে নামে ভারত এবং বাংলাদেশ। ছোটদের এশিয়া কাপে গতবার ভারতকে সেমিফাইনালে হারিয়েছিল বাংলাদেশ। ফলে প্রতিশোধের একটা ব্যাপার ছিলই।’
ভারতের মন খারাপের দিনে বাংলাদেশ ভাসছে শিরোপা জয়ের উচ্ছ্বাস। দুবাইয়ে যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে ১৯৯ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জিততে স্কোর যথেষ্ট হলো কি না, ইনিংস বিরতিতে এ রকম একটা সংশয় থাকলেও বাংলাদেশের বোলাররা সব শঙ্কা দূর করে দিয়েছেন তাঁদের দুর্দান্ত বোলিংয়ে। বিশেষ করে টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক ভালো করা ইকবাল হোসেন ইমন ধসিয়ে দিয়েছেন ভারতের মিডল অর্ডার। আর তাতে সোজা হয়ে দাঁড়াতে পারেনি ভারতীয়রা। ৩৫.২ ওভারে ১৩৯ রানে অলআউট ভারত। ২৪ রানে ৩ উইকেট নিয়ে ফাইনালের নায়কই শুধু নন, ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্টেরই সেরা খেলোয়াড় মৌলভীবাজার থেকে উঠে আসা এ পেসার। টুর্নামেন্টে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমও।
গত বছরও দুবাইয়েই যুব এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ। শিরোপা ধরে রেখেই দেশে ফিরছেন এশিয়ার চ্যাম্পিয়নরা।
অ্যাডিলেডে গোলাপি টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে বড় ব্যবধানে হার রোহিত শর্মার ভারতের। ব্রিসবেনে নারী ওয়ানডেতে অস্ট্রেলিয়ার মেয়েদের কাছে ১২২ রানের বড় ব্যবধানে হেরেছে হরমনপ্রীত কৌরের ভারত। আর দুবাইয়ে যুব এশিয়া কাপের ফাইনালে ভারতের অনূর্ধ্ব-১৯ দলকে ৫৯ রানে হারিয়েছেন বাংলাদেশ যুবারা। ক্রিকেটে ভারতের আজ শুধুই হারের দিন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সেই সংলাপের মতো বলতে হয়, ক্রিকেটে আজকে ভারতের মন ভালো নেই!
খেলায় ভালো-খারাপ দিন থাকেই। একদিনে নারী-পুরুষ আর বয়সভিত্তিক ক্রিকেট, প্রতিটি পর্যায়ে ব্যর্থতায় কলকাতার আনন্দবাজার পত্রিকা তাদের অনলাইন ভার্সনে লিখেছে, ‘ক্রিকেট মাঠে এমন রবিবার ভুলতে চাইবেন ভারতীয় সমর্থকেরা।’ কলকাতার আরেকটি পত্রিকা সংবাদ প্রতিদিন তাদের অনলাইন ভার্সনে লিখেছে, ‘উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রবিবার অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে খেলতে নামে ভারত এবং বাংলাদেশ। ছোটদের এশিয়া কাপে গতবার ভারতকে সেমিফাইনালে হারিয়েছিল বাংলাদেশ। ফলে প্রতিশোধের একটা ব্যাপার ছিলই।’
ভারতের মন খারাপের দিনে বাংলাদেশ ভাসছে শিরোপা জয়ের উচ্ছ্বাস। দুবাইয়ে যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে ১৯৯ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জিততে স্কোর যথেষ্ট হলো কি না, ইনিংস বিরতিতে এ রকম একটা সংশয় থাকলেও বাংলাদেশের বোলাররা সব শঙ্কা দূর করে দিয়েছেন তাঁদের দুর্দান্ত বোলিংয়ে। বিশেষ করে টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক ভালো করা ইকবাল হোসেন ইমন ধসিয়ে দিয়েছেন ভারতের মিডল অর্ডার। আর তাতে সোজা হয়ে দাঁড়াতে পারেনি ভারতীয়রা। ৩৫.২ ওভারে ১৩৯ রানে অলআউট ভারত। ২৪ রানে ৩ উইকেট নিয়ে ফাইনালের নায়কই শুধু নন, ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্টেরই সেরা খেলোয়াড় মৌলভীবাজার থেকে উঠে আসা এ পেসার। টুর্নামেন্টে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমও।
গত বছরও দুবাইয়েই যুব এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ। শিরোপা ধরে রেখেই দেশে ফিরছেন এশিয়ার চ্যাম্পিয়নরা।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শুরু হবে। ৪ ও ৫ মার্চ হবে দুই সেমিফাইনাল। ভারত সেমিফাইনালে উঠলে দুবাইয়ে খেলবে ৪ মার্চ।
৩০ মিনিট আগেসীমিত ওভারের ক্রিকেটে এরই মধ্যে নামডাক কুড়িয়েছেন মোহাম্মদ গজনফার। তাঁর বোলিংয়ে চোখে রীতিমতো সর্ষে ফুল দেখেন ব্যাটাররা। এবার তাঁর অভিষেক হতে পারে ক্রিকেটের রাজকীয় সংস্করণ টেস্টেও।
২ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট, টি-টোয়েন্টি ক্রিকেট, মোস্তাফিজুর রহমান, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট
৫ ঘণ্টা আগেবিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে মোস্তাফিজুর রহমান এখন পরিচিত মুখ। এ বছর আইপিএল, লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলেছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। এবার তিনি ২০২৫ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নাম লিখিয়েছেন।
৬ ঘণ্টা আগে