Ajker Patrika

লম্বা বিরতিতে ক্রিকেটারদের পরিচর্যায় মনোযোগ বিসিবির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১২: ৪৭
লম্বা বিরতিতে ক্রিকেটারদের পরিচর্যায় মনোযোগ বিসিবির

জাতীয় দলের ব্যস্ততা নেই। নেই ঘরোয়া ক্রিকেটও। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দলের ক্রিকেটারদের কেউ ছুটিতে, কেউ আবার ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে ব্যস্ত। বাংলাদেশ দলের পরের সিরিজ সেই আগস্টে। পাকিস্তান সফরের দুটি টেস্ট দিয়ে শুরু হবে নতুন ব্যস্ততা। জানা গেছে, আগামী ১৭ আগস্ট পাকিস্তান সফরে যাবেন নাজমুল হোসেন শান্তরা।

প্রায় দুই মাস জাতীয় দলের খেলা না থাকলেও বিসিবির বিভিন্ন গেম ডেভেলপিং ব্যস্ততা থাকছে। ১৪ জুলাই হাইপারফরম্যান্স (এইচপি) দল যাবে অস্ট্রেলিয়া সফরে। ডারউইনে পাকিস্তান শাহিনের সঙ্গে খেলবে চার দিনের ও ৫০ ওভারের দুটি করে ম্যাচ। তারপর বিগ ব্যাশসহ স্থানীয় সাতটি দল, বাংলাদেশ এইচপি ও পাকিস্তান শাহিনকে নিয়ে হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। প্রধান কোচ ছাড়াই ইতিমধ্যে চলছে এইচপির ক্যাম্প।

বিসিবি সূত্রে জানা গেছে, অস্ট্রেলিয়ান নাথান হারিজের সঙ্গে চুক্তির আলোচনা হলেও সেটি হয়নি। আপাতত অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন বোলিং কোচ কোরি কলিমোর। এই উইন্ডিজ কোচের অধীনেই অস্ট্রেলিয়া সফরে যাবে এইচপি দল। ব্যাটিং কোচ হিসেবে আছেন রাজিন সালেহ। দু-এক দিনের মধ্যে ২৩ সদস্যের দল ঘোষণা করবেন নির্বাচকেরা। তবে দুটি জায়গা এখনো চূড়ান্ত করতে পারেননি তাঁরা।

আগামী ১৯ জুলাই দেশে ফেরার পর জাতীয় দলের কোচদের কার্যক্রম নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার নাফীস আজকের পত্রিকাকে বলেছেন, খেলোয়াড়েরা এখন পুরোপুরি বিশ্রামে। কোচরা ফিরে এলে জাতীয় দল ও বাংলাদেশ টাইগার্সের স্কোয়াড নিয়ে একসঙ্গে চলবে অনুশীলন ক্যাম্প। তাঁদের নিয়েই কাজ করবেন কোচরা। ‘এ’ দল ৬ আগস্ট যাবে পাকিস্তানে, ১৭ আগস্ট যাবে জাতীয় দল।

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শেষ হবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ। ‘এ’ দল পাকিস্তান সফরে যাওয়ার আগে ডারউইনে শেষ হয়ে যাবে এইচপির চার দিনের ম্যাচও। হাইপারফরম্যান্স বিভাগের প্রধান নাঈমুর রহমান দুর্জয় আজকের পত্রিকাকে বলেছেন, ‘আগামী ১৪ জুলাই এইচপি দল যাবে অস্ট্রেলিয়ায়, ফিরবে ১৯ আগস্ট। চার দিনের সিরিজ শেষে শুধু লাল বলের দলে থাকা ক্রিকেটাররা ফিরবেন দেশে। এভাবে পর্যায়ক্রমে আরও কিছু ক্রিকেটার ফিরবেন ৫০ ওভারের সিরিজের পরও।’

দেশে ফিরে এইচপির লাল বলের কিছু খেলোয়াড় আবার ‘এ’ দলের সঙ্গে যাবেন পাকিস্তান সফরে। এইচপি ও বাংলাদেশ টাইগার্সের স্কোয়াড মিলিয়ে ‘এ’ দল ঘোষণা করা হবে। চার দিনের দুটি সিরিজেই থাকবেন জাতীয় দলের লঙ্গার ভার্সনের কয়েকজন ক্রিকেটার। বাংলাদেশ দলের এক নির্বাচক জানিয়েছেন, মিরপুর, চট্টগ্রাম ও সিলেটে এইচপি এবং বাংলাদেশ টাইগার্সের অনুশীলন ক্যাম্প চলছে পর্যায়ক্রমে। পাকিস্তান সিরিজ নিয়েই এখন তাঁদের ভাবনা। ‘এ’ দল ও এইচপি থেকে পাকিস্তান সিরিজের দল ঘোষণা করবেন তাঁরা।

জুলাইয়ে জাতীয় দলের ক্যাম্পে অবশ্য থাকছেন না সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম ও রিশাদ হোসেন। আগামী দেড় মাসে এই সাত ক্রিকেটার ব্যস্ত থাকবেন তিন ফ্র্যাঞ্চাইজি লিগে। যাঁদের আগামী ১০ আগস্ট পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এখন তাসকিন, মোস্তাফিজ, শরীফুল ও হৃদয় লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে শ্রীলঙ্কায়। সাকিব গেছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি) খেলতে। সাকিবের পরিকল্পনায় রয়েছে পাকিস্তান সফরও, ‘আপাতত পরিকল্পনা, সামনে থাকা দুটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলা। এ দুটি টুর্নামেন্ট খেলি। তারপর আছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ। আপাতত এটুকুই। এর বেশি পরিকল্পনা করিনি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত