Ajker Patrika

আরও তিন বছর সভাপতি পদে থাকতে পারবেন সৌরভ

ক্রীড়া ডেস্ক
আরও তিন বছর সভাপতি পদে থাকতে পারবেন সৌরভ

পুরোনো নিয়মের কুলিং অফের পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন বোর্ড। সেই আবেদনে সাড়া দিয়েছেন সুপ্রিম কোর্টও। আজ সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন আরও তিন বছর সৌরভ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি পদে থাকতে পারবেন। সে হিসেবে ২০২৫ সাল পর্যন্ত সভাপতি পদে থাকতে আর কোনো সমস্যা নেই ভারতের সাবেক অধিনায়কের।

বিচারপতি ধনঞ্জয় চন্দ্রচূড় ও হিমা কোহলির নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় দেন। সেপ্টেম্বরের শুরুর দিকে সৌরভের প্রথম মেয়াদ শেষ হয়। এ জন্য তাঁকে বাধ্যতামূলক তিন বছরের কুলিং অফে যেতে হতো। তাই এ নিয়মের পরিবর্তন চেয়ে তাঁর নেতৃত্বাধীন বোর্ড আবেদন করেছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে, রাজ্য ও বিসিসিআই মিলিয়ে (৬ +৬) মোট ১২ বছর পদে থাকতে পারবেন যে কোনো বোর্ড কর্মকর্তা। এরপর বাধ্যতামূলক বোর্ড কর্মকর্তাদের কুলিং অফে যেতে হবে। তাই নতুন নিয়ম অনুযায়ী, সৌরভ ২০২৫ সাল পর্যন্ত সভাপতি পদে থাকতে পারবেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এ রায় তাঁর জন্য সুসংবাদ বটে। শুধু তিনি নয় অন্যান্যরাও থাকতে পারবেন আরও তিন বছর।

লোধা কমিটির প্রস্তাবিত আগের নিয়ম ছিল, রাজ্য ও বিসিসিআই মিলিয়ে মোট ছয় বছর পদে থাকতে পারবেন বোর্ড কর্মকর্তারা। এরপর বাধ্যতামূলক তাদের কুলিং অফে যেতে হবে। সেই হিসেবে এ মাসের শুরুর দিকেই মেয়াদ শেষ হয়েছিল সৌরভের। সৌরভ ২০১৫ সালে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হয়েছিলেন। এরপর ২০১৯ সাল পর্যন্ত বাংলার দায়িত্ব সামলেছেন তিনি। সেই বছরের অক্টোবরে আবার বিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত হন ভারতের সাবেক অধিনায়ক। সব মিলিয়ে তাঁর ৬ বছরের মেয়াদ শেষ হওয়াতে সভাপতি পদে থাকা নিয়ে ছিল সমস্যা। সুপ্রিম কোর্টের রায়ে এখন আর সেই সমস্যা থাকল না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত