আহমেদ রিয়াদ, ঢাকা
মাত্র এক মাসের মধ্যে পুরো দৃশ্য ওলটপালট। কদিন আগেও যে জায়গায় বিশাল সাইনবোর্ডে জ্বলজ্বল করছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম, সেটির নাম-নিশানাই এখন খুঁজে পাওয়া যাবে না! পূর্বাচলে নির্মিতব্য বিসিবির বিলাসী প্রকল্প ‘দ্য বোট’ নামে পরিচিতি পাওয়া শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামও ব্যতিক্রম নয়।
অন্তর্বর্তী সরকার যাত্রা শুরুর পরই বিসিবিকে নির্দেশ দেওয়া হয়, বন্ধ করতে হবে পূর্বাচল স্টেডিয়ামের যাবতীয় নির্মাণপ্রক্রিয়া। বিসিবি দ্রুতই স্টেডিয়ামের টেন্ডারপ্রক্রিয়া বাতিল করে। গতকাল নতুন সভাপতি ফারুক আহমেদ পূর্বাচলে যান সরেজমিনে স্টেডিয়ামের জায়গা দেখতে। তাঁর আগমন উপলক্ষে সকালে দেখা গেল, প্রকল্প এলাকায় যেসব ব্যানারে ‘শেখ হাসিনা’ নাম ছিল, সব মুছে ফেলার তোড়জোড়। স্টেডিয়ামের নির্মাণের প্রকল্প অফিসের কর্মীদের ডেকে বিসিবির গ্রাউন্ডস বিভাগের ন্যাশনাল ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেনকে বলতে শোনা যায়, ‘কোথাও শেখ হাসিনার কোনো নাম থাকবে না! সাইনবোর্ডের মধ্যে নাম থাকলে মুছে ফেলো!’
বর্তমান প্রেক্ষাপটে আগের নাম বদলে যাওয়া অস্বাভাবিক নয়। এমনকি একটি স্টেডিয়ামের নকশা কেন একটি রাজনৈতিক দলের প্রতীকের আদলে হবে, সেটি নিয়েও প্রশ্ন হতে পারে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, বিসিবির এই কর্মকর্তারাই কদিন আগে শেখ হাসিনা স্টেডিয়াম নিয়ে বড় বড় বুলি আওড়েছেন, এমনকি গত এপ্রিলে অস্ট্রেলিয়ায় ‘প্লেজার ট্রিপ’ দিয়ে এসেছেন। জমি ক্রয়ে পার্সেন্টেজ নেওয়া থেকে শুরু করে মাটি কেনার সিন্ডিকেটসহ যাবতীয় অনিয়মের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তাঁদের বিরুদ্ধে। ক্ষমতার পটপরিবর্তনে পাল্টে যাচ্ছেন তাঁরা, মিশে থাকছেন ক্ষমতাসীনদের সঙ্গে।
প্রায় এক দশক ধরে পূর্বাচলে একটি স্টেডিয়ামের কথা শুনিয়ে আসছিলেন নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বিগত পরিচালনা পর্ষদ। সরকারের কাছ থেকে নামমাত্র পাওয়া ৩৭ দশমিক ৪৯৩ একর জমিতে শেখ হাসিনার নামে নৌকার আদলে বিশাল একটি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করেছিলেন পাপনরা। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা ‘বিলাসী’ প্রকল্প হিসেবেই বিবেচিত হচ্ছে। বিসিবির গ্রাউন্ডস বিভাগ সূত্রে জানা যায়, নিজেদের অর্থায়নে করতে যাওয়া পূর্বাচলের এই স্টেডিয়াম ভেন্যুর নির্মাণ ব্যয় শুরুতে ছিল ৯০০ কোটি টাকা। পরে সম্ভাব্য ব্যয় হাজার কোটি ছাড়িয়ে যায়। স্টেডিয়ামের নকশা তৈরিতে পরামর্শক ফি ধরা হয়েছিল প্রায় ৬ দশমিক ৯৫ মিলিয়ন মার্কিন ডলার। পরামর্শককে এখন পর্যন্ত যে টাকা দেওয়া হয়েছে, বেশির ভাগই গচ্চা!
আগের বোর্ডের বিলাসী প্রকল্প থেকে সরে এসে ফারুক চাইছেন পূর্বাচলে শুধুই খেলার উপযোগী মাঠ তৈরি করতে। গতকাল সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আপাতত একটা মাঠ তৈরি করে যত দ্রুত সম্ভব খেলা শুরু করতে চাই। নকশায় দেখেছি, এখানে দুটি মাঠের ডিজাইন আছে। কিন্তু এখন আমরা একটি মাঠ তৈরি করে খেলা শুরু করার দিকে যেতে চাচ্ছি। প্রয়োজনে পরে আরেকটি মাঠ সংযোজন করা হবে।’
পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তনের প্রশ্নে ফারুক আহমেদ বলেন, ‘মাঠ তৈরি করতে নৌকা বা স্কয়ার শেপ দরকার হয় না, মাঠ করতে দরকার ওভাল (ডিম্বাকৃতি)। আমরা ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেব। তার আগে আমাদের পরিচালনা পর্ষদে আলোচনা হবে। আপাতত নামের চেয়ে এখানে খেলা শুরু করাটাই মূল লক্ষ্য।’
মাত্র এক মাসের মধ্যে পুরো দৃশ্য ওলটপালট। কদিন আগেও যে জায়গায় বিশাল সাইনবোর্ডে জ্বলজ্বল করছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম, সেটির নাম-নিশানাই এখন খুঁজে পাওয়া যাবে না! পূর্বাচলে নির্মিতব্য বিসিবির বিলাসী প্রকল্প ‘দ্য বোট’ নামে পরিচিতি পাওয়া শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামও ব্যতিক্রম নয়।
অন্তর্বর্তী সরকার যাত্রা শুরুর পরই বিসিবিকে নির্দেশ দেওয়া হয়, বন্ধ করতে হবে পূর্বাচল স্টেডিয়ামের যাবতীয় নির্মাণপ্রক্রিয়া। বিসিবি দ্রুতই স্টেডিয়ামের টেন্ডারপ্রক্রিয়া বাতিল করে। গতকাল নতুন সভাপতি ফারুক আহমেদ পূর্বাচলে যান সরেজমিনে স্টেডিয়ামের জায়গা দেখতে। তাঁর আগমন উপলক্ষে সকালে দেখা গেল, প্রকল্প এলাকায় যেসব ব্যানারে ‘শেখ হাসিনা’ নাম ছিল, সব মুছে ফেলার তোড়জোড়। স্টেডিয়ামের নির্মাণের প্রকল্প অফিসের কর্মীদের ডেকে বিসিবির গ্রাউন্ডস বিভাগের ন্যাশনাল ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেনকে বলতে শোনা যায়, ‘কোথাও শেখ হাসিনার কোনো নাম থাকবে না! সাইনবোর্ডের মধ্যে নাম থাকলে মুছে ফেলো!’
বর্তমান প্রেক্ষাপটে আগের নাম বদলে যাওয়া অস্বাভাবিক নয়। এমনকি একটি স্টেডিয়ামের নকশা কেন একটি রাজনৈতিক দলের প্রতীকের আদলে হবে, সেটি নিয়েও প্রশ্ন হতে পারে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, বিসিবির এই কর্মকর্তারাই কদিন আগে শেখ হাসিনা স্টেডিয়াম নিয়ে বড় বড় বুলি আওড়েছেন, এমনকি গত এপ্রিলে অস্ট্রেলিয়ায় ‘প্লেজার ট্রিপ’ দিয়ে এসেছেন। জমি ক্রয়ে পার্সেন্টেজ নেওয়া থেকে শুরু করে মাটি কেনার সিন্ডিকেটসহ যাবতীয় অনিয়মের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তাঁদের বিরুদ্ধে। ক্ষমতার পটপরিবর্তনে পাল্টে যাচ্ছেন তাঁরা, মিশে থাকছেন ক্ষমতাসীনদের সঙ্গে।
প্রায় এক দশক ধরে পূর্বাচলে একটি স্টেডিয়ামের কথা শুনিয়ে আসছিলেন নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বিগত পরিচালনা পর্ষদ। সরকারের কাছ থেকে নামমাত্র পাওয়া ৩৭ দশমিক ৪৯৩ একর জমিতে শেখ হাসিনার নামে নৌকার আদলে বিশাল একটি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করেছিলেন পাপনরা। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা ‘বিলাসী’ প্রকল্প হিসেবেই বিবেচিত হচ্ছে। বিসিবির গ্রাউন্ডস বিভাগ সূত্রে জানা যায়, নিজেদের অর্থায়নে করতে যাওয়া পূর্বাচলের এই স্টেডিয়াম ভেন্যুর নির্মাণ ব্যয় শুরুতে ছিল ৯০০ কোটি টাকা। পরে সম্ভাব্য ব্যয় হাজার কোটি ছাড়িয়ে যায়। স্টেডিয়ামের নকশা তৈরিতে পরামর্শক ফি ধরা হয়েছিল প্রায় ৬ দশমিক ৯৫ মিলিয়ন মার্কিন ডলার। পরামর্শককে এখন পর্যন্ত যে টাকা দেওয়া হয়েছে, বেশির ভাগই গচ্চা!
আগের বোর্ডের বিলাসী প্রকল্প থেকে সরে এসে ফারুক চাইছেন পূর্বাচলে শুধুই খেলার উপযোগী মাঠ তৈরি করতে। গতকাল সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আপাতত একটা মাঠ তৈরি করে যত দ্রুত সম্ভব খেলা শুরু করতে চাই। নকশায় দেখেছি, এখানে দুটি মাঠের ডিজাইন আছে। কিন্তু এখন আমরা একটি মাঠ তৈরি করে খেলা শুরু করার দিকে যেতে চাচ্ছি। প্রয়োজনে পরে আরেকটি মাঠ সংযোজন করা হবে।’
পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তনের প্রশ্নে ফারুক আহমেদ বলেন, ‘মাঠ তৈরি করতে নৌকা বা স্কয়ার শেপ দরকার হয় না, মাঠ করতে দরকার ওভাল (ডিম্বাকৃতি)। আমরা ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেব। তার আগে আমাদের পরিচালনা পর্ষদে আলোচনা হবে। আপাতত নামের চেয়ে এখানে খেলা শুরু করাটাই মূল লক্ষ্য।’
আইসিসির ওয়ানডে সংস্করণের কোনো টুর্নামেন্টে খেলা অ্যানরিখ নরকিয়ার জন্য মরীচিকাই বলা চলে। চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ১৬ মাস পর ওয়ানডে খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে চোটে পড়ায় খেলতে পারছেন না দক্ষিণ আফ্রিকার এই পেসার।
২৭ মিনিট আগেবিপিএলের চট্টগ্রাম পর্ব শুরুর আগেই দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে নতুন বিতর্ক। তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়রা যখন ‘ধর্মঘট’ পরিস্থিতিতে, তখন আনন্দময় সময় কেটেছে অনেক ক্রিকেটারের।
১ ঘণ্টা আগেনিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেও গত বুধবার দলকে জেতাতে পারেননি মাহিশ থিকশানা। হ্যামিল্টনের সেডন পার্কে তাঁর অর্জন ম্লান হয়ে গিয়েছিল ব্যাটারদের ভরাডুবিতে। সেই হ্যাটট্রিকের এক সপ্তাহ পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) থেকে সুখবর...
১ ঘণ্টা আগেভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ হওয়ার প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেছে। কিন্তু যে সিরিজে ভরাডুবির কারণে ভারত ২০২৩-২৫ চক্রের ফাইনাল ভারত খেলতে পারল না, সেটা নিয়ে আলোচনা কি এত সহজে থামে? বোর্ডার-গাভাস্কার ট্রফি...
২ ঘণ্টা আগে