ক্রীড়া ডেস্ক
২০২৪ আইপিএলে গতির ঝড় তুলে সাড়া ফেলে দিয়েছিলেন মায়াঙ্ক যাদব। পাঁচ মাস পর বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছেন তিনি। গোয়ালিয়রে আজ বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকও হয়ে যেতে পারে গতির ঝড় তোলা এই পেসারের।
বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭টায় শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত প্রথম টি-টোয়েন্টি। এই ম্যাচ দিয়ে গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে আজ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে। মাঠের অভিষেকের মতো মায়াঙ্কেরও ‘প্রথম’ হওয়ার যে সম্ভাবনা, সেটার ইঙ্গিত মিলেছে ভারতীয় সংবাদমাধ্যমে। মায়াঙ্ক, হারশিত রানা—বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে এ দুই পেসারের ভারতের জার্সিতে অভিষেক হতে পারে বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের গত রাতের এক প্রতিবেদনে জানা গেছে।
এ বছরের এপ্রিল-মে মাসে হওয়া আইপিএলে অবশ্য বেশি ম্যাচ খেলার সৌভাগ্য হয়নি মায়াঙ্কের। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে চার ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। ইকোনমি ৬.৯৮। সেটা ছাপিয়ে ঘণ্টায় ১৫০ কিলোমিটারেরও বেশি গতিতে বোলিং করে নজর কেড়েছেন তিনি। ১৫৬.৭ কিলোমিটার গতি তুলতে পেরেছেন ২২ বছর বয়সী ভারতীয় এই পেসার। গতির ঝড়ে ব্যাটারদের ভড়কে দেওয়া মায়াঙ্ককে লক্ষ্ণৌর ফিল্ডিং কোচ জন্টি রোডস দিয়েছেন ‘রোলস রয়েস’ উপাধি।
হারশিতের অভিষেক আজই হচ্ছে কি না, সেটা জোর দিয়ে বলার উপায় নেই। তবে মায়াঙ্কের জোরালো সম্ভাবনা রয়েছে শিবম দুবের কারণে। বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই পিঠের চোটে ছিটকে গেছেন দুবে। পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার সঙ্গে দুই স্বীকৃত পেসার আর্শদীপ সিং, মায়াঙ্ক খেলতে পারেন ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে। হারশিতের শক্তির জায়গা তাঁর আগ্রাসী মনোভাব। ব্যাটারদের স্লেজিং করে ঘাবড়ে দিতে পারেন। ফাস্ট বোলাররা ব্যাটারদের দিকে একটু তেড়েফুঁড়ে না যান, তাহলে কি খেলা জমে!
সিন্ধিয়া স্টেডিয়ামের উইকেট কেমন হবে, সেটা নিয়ে কৌতূহল অনেকেরই। কারণ আগে তো কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি এই মাঠে। তবে সিন্ধিয়া স্টেডিয়ামের প্রধান কিউরেটর মনোহার জামলি রানপ্রসবা উইকেটের ইঙ্গিত দিয়েছেন। ৯ ও ১২ অক্টোবর বাংলাদেশ-ভারত সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে। শেষ দুই টি-টোয়েন্টির ভেন্যু দিল্লি ও হায়দরাবাদ।
২০২৪ আইপিএলে গতির ঝড় তুলে সাড়া ফেলে দিয়েছিলেন মায়াঙ্ক যাদব। পাঁচ মাস পর বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছেন তিনি। গোয়ালিয়রে আজ বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকও হয়ে যেতে পারে গতির ঝড় তোলা এই পেসারের।
বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭টায় শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত প্রথম টি-টোয়েন্টি। এই ম্যাচ দিয়ে গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে আজ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে। মাঠের অভিষেকের মতো মায়াঙ্কেরও ‘প্রথম’ হওয়ার যে সম্ভাবনা, সেটার ইঙ্গিত মিলেছে ভারতীয় সংবাদমাধ্যমে। মায়াঙ্ক, হারশিত রানা—বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে এ দুই পেসারের ভারতের জার্সিতে অভিষেক হতে পারে বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের গত রাতের এক প্রতিবেদনে জানা গেছে।
এ বছরের এপ্রিল-মে মাসে হওয়া আইপিএলে অবশ্য বেশি ম্যাচ খেলার সৌভাগ্য হয়নি মায়াঙ্কের। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে চার ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। ইকোনমি ৬.৯৮। সেটা ছাপিয়ে ঘণ্টায় ১৫০ কিলোমিটারেরও বেশি গতিতে বোলিং করে নজর কেড়েছেন তিনি। ১৫৬.৭ কিলোমিটার গতি তুলতে পেরেছেন ২২ বছর বয়সী ভারতীয় এই পেসার। গতির ঝড়ে ব্যাটারদের ভড়কে দেওয়া মায়াঙ্ককে লক্ষ্ণৌর ফিল্ডিং কোচ জন্টি রোডস দিয়েছেন ‘রোলস রয়েস’ উপাধি।
হারশিতের অভিষেক আজই হচ্ছে কি না, সেটা জোর দিয়ে বলার উপায় নেই। তবে মায়াঙ্কের জোরালো সম্ভাবনা রয়েছে শিবম দুবের কারণে। বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই পিঠের চোটে ছিটকে গেছেন দুবে। পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার সঙ্গে দুই স্বীকৃত পেসার আর্শদীপ সিং, মায়াঙ্ক খেলতে পারেন ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে। হারশিতের শক্তির জায়গা তাঁর আগ্রাসী মনোভাব। ব্যাটারদের স্লেজিং করে ঘাবড়ে দিতে পারেন। ফাস্ট বোলাররা ব্যাটারদের দিকে একটু তেড়েফুঁড়ে না যান, তাহলে কি খেলা জমে!
সিন্ধিয়া স্টেডিয়ামের উইকেট কেমন হবে, সেটা নিয়ে কৌতূহল অনেকেরই। কারণ আগে তো কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি এই মাঠে। তবে সিন্ধিয়া স্টেডিয়ামের প্রধান কিউরেটর মনোহার জামলি রানপ্রসবা উইকেটের ইঙ্গিত দিয়েছেন। ৯ ও ১২ অক্টোবর বাংলাদেশ-ভারত সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে। শেষ দুই টি-টোয়েন্টির ভেন্যু দিল্লি ও হায়দরাবাদ।
ইন্টারনেট ভেঙে দেবেন, এমন কাউকে আনতে যাচ্ছেন বলে আলোড়ন তুলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের অতিথি কে হতে পারেন, সেটা নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা।
৪০ মিনিট আগেডিসেম্বরে মধ্যে ফ্লাডলাইট বাদে বাকি কাজ শেষ হয়ে যাবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের। তবে পরিপূর্ণভাবে পেতে আগামী জুন পর্যন্ত লেগে যেতে পারে। সে জন্য সাফ অনূর্ধ্ব-২০ আয়োজনে বিকল্প ভেন্যু হিসেবে কক্সবাজারকে পছন্দ বাফুফের।
২ ঘণ্টা আগেপার্থে সকালে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট। রাতে সিরিজের প্রথম টেস্টে খেলতে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, টেস্ট ক্রিকেট
২ ঘণ্টা আগে