জিয়ার পাঁচ উইকেটের পর আফগানদের লিড 

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২১: ১৫

মার্ক অ্যাডায়ারের তোপের সামনে প্রথম ইনিংসে আফগানিস্তান গুটিয়ে গিয়েছিল ১৫৫ রানে। তবে আজ দ্বিতীয় ইনিংস শুরু করে বেশ স্বস্তিতে দিন পার করেছে তারা। লিড নিয়েছে ২৬ রান। অধিনায়ক হাসমতউল্লাহ শহীদির অপরাজিত ৫৩ রানের সুবাদে দিন পার করেছে ৩ উইকেটে ১৩৪ রানে।

আবুধাবির টোলারেন্স ওভালে ৪ উইকেটে ১০০ রানে দ্বিতীয় দিন শুরু করা আইরিশদের প্রথম ইনিংস থামে ২৬৩ রানে। আগেরদিনের দুই অপরাজিত ব্যাটার হ্যারি টেক্টর ও পল স্টার্লিংয়ের জুটি ভাঙে দিনের শুরুতেই। আজ কোনো রান না করেই ফেরেন টেক্টর (৩২)। তবে ফিফটি তোলে নেন স্টার্লিং। ৫২ রানে জহির খানের বলে বোল্ড হন তিনি।

এরপর উইকেটরক্ষক লোরকান টাকারের ৪৬ ও অ্যান্ডি ম্যাকব্রিনের ৩৮ রানে চড়ে দলীয় দুই শ পেরোয় আফগানরা। ৫ উইকেট নেন স্পিনার জিয়া-উর-রহমান। ৩ উইকেট নেন পেসার নাভিদ জাদরান। দিনের শুরুতেই আইরিশ শিবিরে আঘাত হানেন তিনি। আগের দিন আয়ারল্যান্ডের ৪ উইকেটের দুটি করে করে নিয়েছিলেন নাভিদ ও জিয়া।

চা বিরতির পর দ্বিতীয় ইনিংস শুরু করে আবারও ধাক্কা খায় আফগানিস্তান। ৩৮ রানে অ্যাডায়ার ফেরত পাঠান ওপেনার ইব্রাহিম জাদরান (১২) ও রহমত শাহকে (৯)। এরপর তৃতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়ে সেই চাপ সামাল দেন ওপেনার নুর আলী জাদরান (৩২) ও শহীদি। এরপর অবশ্য কোনো উইকেট না হারিয়ে দিন পার করে আফগানরা। আগামীকাল উইকেটরক্ষক রহমানউল্লাহ গুরবাজকে (২৩) নিয়ে তৃতীয়দিন ব্যাটিংয়ে নামবেন শহীদি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত