ক্রীড়া ডেস্ক
মার্ক অ্যাডায়ারের তোপের সামনে প্রথম ইনিংসে আফগানিস্তান গুটিয়ে গিয়েছিল ১৫৫ রানে। তবে আজ দ্বিতীয় ইনিংস শুরু করে বেশ স্বস্তিতে দিন পার করেছে তারা। লিড নিয়েছে ২৬ রান। অধিনায়ক হাসমতউল্লাহ শহীদির অপরাজিত ৫৩ রানের সুবাদে দিন পার করেছে ৩ উইকেটে ১৩৪ রানে।
আবুধাবির টোলারেন্স ওভালে ৪ উইকেটে ১০০ রানে দ্বিতীয় দিন শুরু করা আইরিশদের প্রথম ইনিংস থামে ২৬৩ রানে। আগেরদিনের দুই অপরাজিত ব্যাটার হ্যারি টেক্টর ও পল স্টার্লিংয়ের জুটি ভাঙে দিনের শুরুতেই। আজ কোনো রান না করেই ফেরেন টেক্টর (৩২)। তবে ফিফটি তোলে নেন স্টার্লিং। ৫২ রানে জহির খানের বলে বোল্ড হন তিনি।
এরপর উইকেটরক্ষক লোরকান টাকারের ৪৬ ও অ্যান্ডি ম্যাকব্রিনের ৩৮ রানে চড়ে দলীয় দুই শ পেরোয় আফগানরা। ৫ উইকেট নেন স্পিনার জিয়া-উর-রহমান। ৩ উইকেট নেন পেসার নাভিদ জাদরান। দিনের শুরুতেই আইরিশ শিবিরে আঘাত হানেন তিনি। আগের দিন আয়ারল্যান্ডের ৪ উইকেটের দুটি করে করে নিয়েছিলেন নাভিদ ও জিয়া।
চা বিরতির পর দ্বিতীয় ইনিংস শুরু করে আবারও ধাক্কা খায় আফগানিস্তান। ৩৮ রানে অ্যাডায়ার ফেরত পাঠান ওপেনার ইব্রাহিম জাদরান (১২) ও রহমত শাহকে (৯)। এরপর তৃতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়ে সেই চাপ সামাল দেন ওপেনার নুর আলী জাদরান (৩২) ও শহীদি। এরপর অবশ্য কোনো উইকেট না হারিয়ে দিন পার করে আফগানরা। আগামীকাল উইকেটরক্ষক রহমানউল্লাহ গুরবাজকে (২৩) নিয়ে তৃতীয়দিন ব্যাটিংয়ে নামবেন শহীদি।
মার্ক অ্যাডায়ারের তোপের সামনে প্রথম ইনিংসে আফগানিস্তান গুটিয়ে গিয়েছিল ১৫৫ রানে। তবে আজ দ্বিতীয় ইনিংস শুরু করে বেশ স্বস্তিতে দিন পার করেছে তারা। লিড নিয়েছে ২৬ রান। অধিনায়ক হাসমতউল্লাহ শহীদির অপরাজিত ৫৩ রানের সুবাদে দিন পার করেছে ৩ উইকেটে ১৩৪ রানে।
আবুধাবির টোলারেন্স ওভালে ৪ উইকেটে ১০০ রানে দ্বিতীয় দিন শুরু করা আইরিশদের প্রথম ইনিংস থামে ২৬৩ রানে। আগেরদিনের দুই অপরাজিত ব্যাটার হ্যারি টেক্টর ও পল স্টার্লিংয়ের জুটি ভাঙে দিনের শুরুতেই। আজ কোনো রান না করেই ফেরেন টেক্টর (৩২)। তবে ফিফটি তোলে নেন স্টার্লিং। ৫২ রানে জহির খানের বলে বোল্ড হন তিনি।
এরপর উইকেটরক্ষক লোরকান টাকারের ৪৬ ও অ্যান্ডি ম্যাকব্রিনের ৩৮ রানে চড়ে দলীয় দুই শ পেরোয় আফগানরা। ৫ উইকেট নেন স্পিনার জিয়া-উর-রহমান। ৩ উইকেট নেন পেসার নাভিদ জাদরান। দিনের শুরুতেই আইরিশ শিবিরে আঘাত হানেন তিনি। আগের দিন আয়ারল্যান্ডের ৪ উইকেটের দুটি করে করে নিয়েছিলেন নাভিদ ও জিয়া।
চা বিরতির পর দ্বিতীয় ইনিংস শুরু করে আবারও ধাক্কা খায় আফগানিস্তান। ৩৮ রানে অ্যাডায়ার ফেরত পাঠান ওপেনার ইব্রাহিম জাদরান (১২) ও রহমত শাহকে (৯)। এরপর তৃতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়ে সেই চাপ সামাল দেন ওপেনার নুর আলী জাদরান (৩২) ও শহীদি। এরপর অবশ্য কোনো উইকেট না হারিয়ে দিন পার করে আফগানরা। আগামীকাল উইকেটরক্ষক রহমানউল্লাহ গুরবাজকে (২৩) নিয়ে তৃতীয়দিন ব্যাটিংয়ে নামবেন শহীদি।
চ্যাম্পিয়নস ট্রফির ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের আগে বারবার ঘুরেফিরে এসেছিল আহমেদাবাদের কথা। কারণ, সবশেষ ওয়ানডেতে এই দুই দল মুখোমুখি হয়েছে ২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে। ১ লাখেরও বেশি দর্শককে কাঁদিয়ে ভারতের শিরোপার উৎসব পণ্ড করে দিয়েছিল অস্ট্রেলিয়া।
৯ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর বেশ ভালোভাবেই নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জাতীয় দল নিয়ে বেশ কিছু কঠোর নিয়ম আরোপ করে তারা। এর প্রতিফলন ঘটছে আইপিএলেও। সম্প্রতি আইপিএলের সব দলকে একটি ই-মেইল বার্তায় বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগেভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ক্যাম্প করার জন্য আগামীকাল সৌদি আরবে যাবে বাংলাদেশ ফুটবল দল। চারদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে তারা। যা নিয়ে বেশ সন্তুষ্ট কোচ হাভিয়ের কাবরেরা।
১০ ঘণ্টা আগেব্যাটার কোহলিকে তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। একের পর এক রেকর্ড গড়েছেন বলে পেয়েছেন ‘কিং কোহলি’ উপাধি। রেকর্ড গড়া যাঁর কাছে ডালভাতের মতো, তিনি আজ গড়লেন আরও এক রেকর্ড। তাতে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংকে।
১০ ঘণ্টা আগে