ক্রীড়া ডেস্ক
মার্ক অ্যাডায়ারের তোপের সামনে প্রথম ইনিংসে আফগানিস্তান গুটিয়ে গিয়েছিল ১৫৫ রানে। তবে আজ দ্বিতীয় ইনিংস শুরু করে বেশ স্বস্তিতে দিন পার করেছে তারা। লিড নিয়েছে ২৬ রান। অধিনায়ক হাসমতউল্লাহ শহীদির অপরাজিত ৫৩ রানের সুবাদে দিন পার করেছে ৩ উইকেটে ১৩৪ রানে।
আবুধাবির টোলারেন্স ওভালে ৪ উইকেটে ১০০ রানে দ্বিতীয় দিন শুরু করা আইরিশদের প্রথম ইনিংস থামে ২৬৩ রানে। আগেরদিনের দুই অপরাজিত ব্যাটার হ্যারি টেক্টর ও পল স্টার্লিংয়ের জুটি ভাঙে দিনের শুরুতেই। আজ কোনো রান না করেই ফেরেন টেক্টর (৩২)। তবে ফিফটি তোলে নেন স্টার্লিং। ৫২ রানে জহির খানের বলে বোল্ড হন তিনি।
এরপর উইকেটরক্ষক লোরকান টাকারের ৪৬ ও অ্যান্ডি ম্যাকব্রিনের ৩৮ রানে চড়ে দলীয় দুই শ পেরোয় আফগানরা। ৫ উইকেট নেন স্পিনার জিয়া-উর-রহমান। ৩ উইকেট নেন পেসার নাভিদ জাদরান। দিনের শুরুতেই আইরিশ শিবিরে আঘাত হানেন তিনি। আগের দিন আয়ারল্যান্ডের ৪ উইকেটের দুটি করে করে নিয়েছিলেন নাভিদ ও জিয়া।
চা বিরতির পর দ্বিতীয় ইনিংস শুরু করে আবারও ধাক্কা খায় আফগানিস্তান। ৩৮ রানে অ্যাডায়ার ফেরত পাঠান ওপেনার ইব্রাহিম জাদরান (১২) ও রহমত শাহকে (৯)। এরপর তৃতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়ে সেই চাপ সামাল দেন ওপেনার নুর আলী জাদরান (৩২) ও শহীদি। এরপর অবশ্য কোনো উইকেট না হারিয়ে দিন পার করে আফগানরা। আগামীকাল উইকেটরক্ষক রহমানউল্লাহ গুরবাজকে (২৩) নিয়ে তৃতীয়দিন ব্যাটিংয়ে নামবেন শহীদি।
মার্ক অ্যাডায়ারের তোপের সামনে প্রথম ইনিংসে আফগানিস্তান গুটিয়ে গিয়েছিল ১৫৫ রানে। তবে আজ দ্বিতীয় ইনিংস শুরু করে বেশ স্বস্তিতে দিন পার করেছে তারা। লিড নিয়েছে ২৬ রান। অধিনায়ক হাসমতউল্লাহ শহীদির অপরাজিত ৫৩ রানের সুবাদে দিন পার করেছে ৩ উইকেটে ১৩৪ রানে।
আবুধাবির টোলারেন্স ওভালে ৪ উইকেটে ১০০ রানে দ্বিতীয় দিন শুরু করা আইরিশদের প্রথম ইনিংস থামে ২৬৩ রানে। আগেরদিনের দুই অপরাজিত ব্যাটার হ্যারি টেক্টর ও পল স্টার্লিংয়ের জুটি ভাঙে দিনের শুরুতেই। আজ কোনো রান না করেই ফেরেন টেক্টর (৩২)। তবে ফিফটি তোলে নেন স্টার্লিং। ৫২ রানে জহির খানের বলে বোল্ড হন তিনি।
এরপর উইকেটরক্ষক লোরকান টাকারের ৪৬ ও অ্যান্ডি ম্যাকব্রিনের ৩৮ রানে চড়ে দলীয় দুই শ পেরোয় আফগানরা। ৫ উইকেট নেন স্পিনার জিয়া-উর-রহমান। ৩ উইকেট নেন পেসার নাভিদ জাদরান। দিনের শুরুতেই আইরিশ শিবিরে আঘাত হানেন তিনি। আগের দিন আয়ারল্যান্ডের ৪ উইকেটের দুটি করে করে নিয়েছিলেন নাভিদ ও জিয়া।
চা বিরতির পর দ্বিতীয় ইনিংস শুরু করে আবারও ধাক্কা খায় আফগানিস্তান। ৩৮ রানে অ্যাডায়ার ফেরত পাঠান ওপেনার ইব্রাহিম জাদরান (১২) ও রহমত শাহকে (৯)। এরপর তৃতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়ে সেই চাপ সামাল দেন ওপেনার নুর আলী জাদরান (৩২) ও শহীদি। এরপর অবশ্য কোনো উইকেট না হারিয়ে দিন পার করে আফগানরা। আগামীকাল উইকেটরক্ষক রহমানউল্লাহ গুরবাজকে (২৩) নিয়ে তৃতীয়দিন ব্যাটিংয়ে নামবেন শহীদি।
বাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
১৯ মিনিট আগেঅ্যাশেজ শুরুর আগে সিরিজের ফলাফল নিয়ে বরাবরই পূর্বানুমান করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। সেই অভ্যাসের বশেই কিনা আজ থেকে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে রিকি পন্টিং বলে বসলেন—অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে।
২ ঘণ্টা আগেবিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
৩ ঘণ্টা আগেব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে বোলিং ও ফিল্ডিংয়ে ভেলকি দেখিয়েছেন তিনি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সও জেতাতে পারল না বাংলা টাইগার্সকে।
৪ ঘণ্টা আগে