ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে টিকে থাকার ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। নিজেদের প্রথম দুই ম্যাচে দুই দলই একটি করে ম্যাচ জেতায় আজকের ম্যাচটি তাদের জন্য ছিল মহা গুরুত্বপূর্ণ। শেষ ওভারে ডেভিড মিলারের ঝড়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা।
ক্ষণে ক্ষণে রং বদলানো ম্যাচে শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ১৫ রান। লাহিরু কুমারার দ্বিতীয় ও তৃতীয় বলে ছয় হাঁকিয়ে সমীকরণ সহজ করে ফেলেন ডেভিড মিলার। আর পঞ্চম বলে রাবাদা বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করেন। তাতেই ম্লান হয়ে গেছে ওয়ানিন্দু হাসারাঙ্গার দুর্দান্ত হ্যাটট্রিক।
১৮ তম ওভারে হাসারাঙ্গা এসে প্রথম বলেই ফেরান উইকেটে থিতু হওয়া টেম্বা বাভুমাকে। ৪৬ বলে ৪৬ করার বাভুমা পাথুম নিশাঙ্কার হাতে ক্যাচ দিলে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরী হয় হাসারাঙ্গা। ডোয়াইন প্রিটোরিয়াস উইকেটে এসে তুলে মারতে গিয়ে সেই নিশাঙ্কা হাতেই ক্যাচ দিলে হ্যাটট্রিক পূরণ হয় এই লঙ্কান লেগ স্পিনারের। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় হ্যাটট্রিক করা হাসারাঙ্গা শুরুটা করেছিলেন আগের ওভারের শেষ বলে আরেক সেট ব্যাটার এইডেন মার্করামকে (১৯) বোল্ড করে। হ্যাটট্রিক করা ওভারে ৬ রান দিলে ম্যাচ হেলে পড়ে শ্রীলঙ্কার দিকে। তবে শেষ পর্যন্ত সেটি হয়নি মিলারের ১৩ বলে ২৩ রানের ক্যামিওতে।
শ্রীলঙ্কার দেওয়া ১৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে অবশ্য ধাক্কা খেয়েছিল দক্ষিণ আফ্রিকা। ইনিংসের চতুর্থ ওভারে দুই ওপেনার রিজা হেনড্রিকস ও কুইন্টন ডি কককে ফেরান দুশমন্ত চামিরা। দলীয় ৪৯ রানে ফন ডার ডুসেন শানাকার সরাসরি থ্রোতে রান আউটে কাটা পড়লে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ উইকেটে অধিনায়ক টেম্বা বাভুমা ও এইডেন মার্কারাম ৪২ বলে ৪৭ রানের জুটি গড়ে ম্যাচে ফেরান দক্ষিণ আফ্রিকাকে। তবে শেষ দিকে হাসারঙ্গার হ্যাটট্রিকে আবারও ম্যাচ মুঠো থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়।
এর আগে টস হেরে আগে ব্যাটিং করে শ্রীলঙ্কা তুলেছিল ১৪২ রান। লঙ্কানদের সবচেয়ে বেশি ভুগিয়েছেন ৪ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট নেওয়া তাবারেজ সামশি। একমাত্র ব্যতিক্রম ছিলেন ওপেনার নিশাঙ্কা। ৫৮ বলে ৭২ রানের দারুণ এক ইনিংস খেলেন এই লঙ্কান ব্যাটার।
বিশ্বকাপে টিকে থাকার ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। নিজেদের প্রথম দুই ম্যাচে দুই দলই একটি করে ম্যাচ জেতায় আজকের ম্যাচটি তাদের জন্য ছিল মহা গুরুত্বপূর্ণ। শেষ ওভারে ডেভিড মিলারের ঝড়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা।
ক্ষণে ক্ষণে রং বদলানো ম্যাচে শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ১৫ রান। লাহিরু কুমারার দ্বিতীয় ও তৃতীয় বলে ছয় হাঁকিয়ে সমীকরণ সহজ করে ফেলেন ডেভিড মিলার। আর পঞ্চম বলে রাবাদা বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করেন। তাতেই ম্লান হয়ে গেছে ওয়ানিন্দু হাসারাঙ্গার দুর্দান্ত হ্যাটট্রিক।
১৮ তম ওভারে হাসারাঙ্গা এসে প্রথম বলেই ফেরান উইকেটে থিতু হওয়া টেম্বা বাভুমাকে। ৪৬ বলে ৪৬ করার বাভুমা পাথুম নিশাঙ্কার হাতে ক্যাচ দিলে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরী হয় হাসারাঙ্গা। ডোয়াইন প্রিটোরিয়াস উইকেটে এসে তুলে মারতে গিয়ে সেই নিশাঙ্কা হাতেই ক্যাচ দিলে হ্যাটট্রিক পূরণ হয় এই লঙ্কান লেগ স্পিনারের। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় হ্যাটট্রিক করা হাসারাঙ্গা শুরুটা করেছিলেন আগের ওভারের শেষ বলে আরেক সেট ব্যাটার এইডেন মার্করামকে (১৯) বোল্ড করে। হ্যাটট্রিক করা ওভারে ৬ রান দিলে ম্যাচ হেলে পড়ে শ্রীলঙ্কার দিকে। তবে শেষ পর্যন্ত সেটি হয়নি মিলারের ১৩ বলে ২৩ রানের ক্যামিওতে।
শ্রীলঙ্কার দেওয়া ১৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে অবশ্য ধাক্কা খেয়েছিল দক্ষিণ আফ্রিকা। ইনিংসের চতুর্থ ওভারে দুই ওপেনার রিজা হেনড্রিকস ও কুইন্টন ডি কককে ফেরান দুশমন্ত চামিরা। দলীয় ৪৯ রানে ফন ডার ডুসেন শানাকার সরাসরি থ্রোতে রান আউটে কাটা পড়লে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ উইকেটে অধিনায়ক টেম্বা বাভুমা ও এইডেন মার্কারাম ৪২ বলে ৪৭ রানের জুটি গড়ে ম্যাচে ফেরান দক্ষিণ আফ্রিকাকে। তবে শেষ দিকে হাসারঙ্গার হ্যাটট্রিকে আবারও ম্যাচ মুঠো থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়।
এর আগে টস হেরে আগে ব্যাটিং করে শ্রীলঙ্কা তুলেছিল ১৪২ রান। লঙ্কানদের সবচেয়ে বেশি ভুগিয়েছেন ৪ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট নেওয়া তাবারেজ সামশি। একমাত্র ব্যতিক্রম ছিলেন ওপেনার নিশাঙ্কা। ৫৮ বলে ৭২ রানের দারুণ এক ইনিংস খেলেন এই লঙ্কান ব্যাটার।
অ্যান্টিগা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২০১ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। ম্যাচ শেষে ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা তো বললেনই, মোটাদাগে হারের বড় কারণও জানালেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এই অলরাউন্ডারের জন্য কিছুটা ‘স্পেশাল’ ছিল অ্যান্টিগা টেস্ট।
৯ মিনিট আগেদুর্দান্ত জয়ে গ্লোবাল সুপার লিগ শুরু করল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগের হয়ে নিজের অভিষেক ম্যাচে উজ্জ্বল ছিলেন তানজিম হাসান সাকিব। উদ্বোধনী ম্যাচে লাহোর কালান্দার্সকে ৬ উইকেটে উড়িয়ে দিয়েছে গায়ানা অ্যামাজন। বাংলাদেশি পেসার...
১ ঘণ্টা আগেমিরপুরে আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মেয়েদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। ভোরে ক্রাইস্টচার্চ শুরু হচ্ছে নিউজিল্যান্ড-ইংল্যান্ডের টেস্ট সিরিজ। খেলাগুলো দেখবেন যেসব টিভি চ্যানেলে—
৩ ঘণ্টা আগেপাকিস্তানের মাটিতে গিয়ে ভারত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলবে না, এটা চূড়ান্ত। কিন্তু হাইব্রিড মডেলে আইসিসির বৈশ্বিক এ টুর্নামেন্ট আয়োজন নিয়ে পাকিস্তানের যে আপত্তি, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সেটা ‘চূড়ান্ত’ নয়। সেটা পাকিস্তান চূড়ান্ত করতে গেলে টুর্নামেন্টটি পাকিস্তান থেকে সরে যেতে পারে।
৩ ঘণ্টা আগে