নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আইপিএলে খুব বেশি ক্রিকেটার সুযোগ পাননি খেলার। আইপিএলে বাংলাদেশের মুখ বলতে মোস্তাফিজুর রহমান আর সাকিব আল হাসানকেই বোঝায় আবার তাসকিন আহমেদের মতো পেসার ডাক পেয়েও খেলার সুযোগ পাননি বিসিবি অনাপত্তিপত্র (এনওসি) না দেওয়ায়। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত খেলা লেগ স্পিনার রিশাদ হোসেন কতটা আগ্রহী আইপিএল নিয়ে, সেটিই বোঝা গেল আজ মিরপুরে সংবাদমাধ্যমকে বলা তাঁর কথা থেকে।
শুধু টি-টোয়েন্টি দলে থাকা ক্রিকেটাররা এই মুহূর্তে তৈরি হচ্ছেন ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে। প্রস্তুতির ফাঁকে আজ মিরপুরে রিশাদ বললেন, তিনি খুব একটা আইপিএল নিয়ে চিন্তিত নন, ‘এখন তো আইপিএল নিয়ে চিন্তা করছি না। দেশের হয়ে যেটা খেলছি, সেটাতে মনোযোগী হওয়ার চেষ্টা করছি।’ আইপিএলে খেলা তাঁর স্বপ্নও নয় বললেন রিশাদ, ‘ওরকম ড্রিম নেই (আইপিএলে খেলা)। সবার তো ইচ্ছে থাকে যে আইপিএল খেললে ভালো হতো, দেশের জন্য ভালো। তবে (আইপিএল) খেলতেই হবে এমন কোনো ইয়ে (কথা) নেই। আশা আছে, খেলব ইনশা আল্লাহ। ’
রিশাদ সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনসে। বিগ ব্যাশ আর বিপিএল কাছাকাছি সময়ে হওয়ায় বিগ ব্যাশের পুরোটা সময়ে তাঁর খেলা হবে না। রিশাদ বললেন, ‘বিগ ব্যাশ নিয়ে রোমাঞ্চিত নয়, বেশি খুশিও নই। স্বাভাবিকই আছি যে খেলার সুযোগ পেলে ভালো করার চেষ্টা করব।’ তিনি আরও যোগ করলেন, ‘আশা করা যায় খেলতে পারব, সামনে বিপিএল আছে। কয়েকটা ম্যাচ খেলতে পারব ইনশা আল্লাহ (বিগ ব্যাশে)।’
সাকিব জানিয়েছেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি তাঁর শেষ ম্যাচটি খেলে ফেলেছেন। সাকিবের শূন্যতা দূর করা কতটা চ্যালেঞ্জিং, সেটির উত্তরে রিশাদ বললেন, ‘সাকিব ভাই হঠাৎ এই সিদ্ধান্ত নিয়েছেন যেটা আমাদের জন্য হতাশার ব্যাপার। চেষ্টা করব সর্বোচ্চটা দেওয়ার (তাঁর শূন্যতা পূরণে)।’ তিনি আরও যোগ করেছেন, ‘আমরা ৫–৬ জন স্পিনার আছি, সবাই মিলে আলোচনা করছি কীভাবে ভারতের মাঠে বা সামনে যে খেলা আছে ভালো করা যায়।’
আইপিএলে খুব বেশি ক্রিকেটার সুযোগ পাননি খেলার। আইপিএলে বাংলাদেশের মুখ বলতে মোস্তাফিজুর রহমান আর সাকিব আল হাসানকেই বোঝায় আবার তাসকিন আহমেদের মতো পেসার ডাক পেয়েও খেলার সুযোগ পাননি বিসিবি অনাপত্তিপত্র (এনওসি) না দেওয়ায়। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত খেলা লেগ স্পিনার রিশাদ হোসেন কতটা আগ্রহী আইপিএল নিয়ে, সেটিই বোঝা গেল আজ মিরপুরে সংবাদমাধ্যমকে বলা তাঁর কথা থেকে।
শুধু টি-টোয়েন্টি দলে থাকা ক্রিকেটাররা এই মুহূর্তে তৈরি হচ্ছেন ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে। প্রস্তুতির ফাঁকে আজ মিরপুরে রিশাদ বললেন, তিনি খুব একটা আইপিএল নিয়ে চিন্তিত নন, ‘এখন তো আইপিএল নিয়ে চিন্তা করছি না। দেশের হয়ে যেটা খেলছি, সেটাতে মনোযোগী হওয়ার চেষ্টা করছি।’ আইপিএলে খেলা তাঁর স্বপ্নও নয় বললেন রিশাদ, ‘ওরকম ড্রিম নেই (আইপিএলে খেলা)। সবার তো ইচ্ছে থাকে যে আইপিএল খেললে ভালো হতো, দেশের জন্য ভালো। তবে (আইপিএল) খেলতেই হবে এমন কোনো ইয়ে (কথা) নেই। আশা আছে, খেলব ইনশা আল্লাহ। ’
রিশাদ সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনসে। বিগ ব্যাশ আর বিপিএল কাছাকাছি সময়ে হওয়ায় বিগ ব্যাশের পুরোটা সময়ে তাঁর খেলা হবে না। রিশাদ বললেন, ‘বিগ ব্যাশ নিয়ে রোমাঞ্চিত নয়, বেশি খুশিও নই। স্বাভাবিকই আছি যে খেলার সুযোগ পেলে ভালো করার চেষ্টা করব।’ তিনি আরও যোগ করলেন, ‘আশা করা যায় খেলতে পারব, সামনে বিপিএল আছে। কয়েকটা ম্যাচ খেলতে পারব ইনশা আল্লাহ (বিগ ব্যাশে)।’
সাকিব জানিয়েছেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি তাঁর শেষ ম্যাচটি খেলে ফেলেছেন। সাকিবের শূন্যতা দূর করা কতটা চ্যালেঞ্জিং, সেটির উত্তরে রিশাদ বললেন, ‘সাকিব ভাই হঠাৎ এই সিদ্ধান্ত নিয়েছেন যেটা আমাদের জন্য হতাশার ব্যাপার। চেষ্টা করব সর্বোচ্চটা দেওয়ার (তাঁর শূন্যতা পূরণে)।’ তিনি আরও যোগ করেছেন, ‘আমরা ৫–৬ জন স্পিনার আছি, সবাই মিলে আলোচনা করছি কীভাবে ভারতের মাঠে বা সামনে যে খেলা আছে ভালো করা যায়।’
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
২ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৪ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৫ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৫ ঘণ্টা আগে