নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আইপিএলে খুব বেশি ক্রিকেটার সুযোগ পাননি খেলার। আইপিএলে বাংলাদেশের মুখ বলতে মোস্তাফিজুর রহমান আর সাকিব আল হাসানকেই বোঝায় আবার তাসকিন আহমেদের মতো পেসার ডাক পেয়েও খেলার সুযোগ পাননি বিসিবি অনাপত্তিপত্র (এনওসি) না দেওয়ায়। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত খেলা লেগ স্পিনার রিশাদ হোসেন কতটা আগ্রহী আইপিএল নিয়ে, সেটিই বোঝা গেল আজ মিরপুরে সংবাদমাধ্যমকে বলা তাঁর কথা থেকে।
শুধু টি-টোয়েন্টি দলে থাকা ক্রিকেটাররা এই মুহূর্তে তৈরি হচ্ছেন ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে। প্রস্তুতির ফাঁকে আজ মিরপুরে রিশাদ বললেন, তিনি খুব একটা আইপিএল নিয়ে চিন্তিত নন, ‘এখন তো আইপিএল নিয়ে চিন্তা করছি না। দেশের হয়ে যেটা খেলছি, সেটাতে মনোযোগী হওয়ার চেষ্টা করছি।’ আইপিএলে খেলা তাঁর স্বপ্নও নয় বললেন রিশাদ, ‘ওরকম ড্রিম নেই (আইপিএলে খেলা)। সবার তো ইচ্ছে থাকে যে আইপিএল খেললে ভালো হতো, দেশের জন্য ভালো। তবে (আইপিএল) খেলতেই হবে এমন কোনো ইয়ে (কথা) নেই। আশা আছে, খেলব ইনশা আল্লাহ। ’
রিশাদ সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনসে। বিগ ব্যাশ আর বিপিএল কাছাকাছি সময়ে হওয়ায় বিগ ব্যাশের পুরোটা সময়ে তাঁর খেলা হবে না। রিশাদ বললেন, ‘বিগ ব্যাশ নিয়ে রোমাঞ্চিত নয়, বেশি খুশিও নই। স্বাভাবিকই আছি যে খেলার সুযোগ পেলে ভালো করার চেষ্টা করব।’ তিনি আরও যোগ করলেন, ‘আশা করা যায় খেলতে পারব, সামনে বিপিএল আছে। কয়েকটা ম্যাচ খেলতে পারব ইনশা আল্লাহ (বিগ ব্যাশে)।’
সাকিব জানিয়েছেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি তাঁর শেষ ম্যাচটি খেলে ফেলেছেন। সাকিবের শূন্যতা দূর করা কতটা চ্যালেঞ্জিং, সেটির উত্তরে রিশাদ বললেন, ‘সাকিব ভাই হঠাৎ এই সিদ্ধান্ত নিয়েছেন যেটা আমাদের জন্য হতাশার ব্যাপার। চেষ্টা করব সর্বোচ্চটা দেওয়ার (তাঁর শূন্যতা পূরণে)।’ তিনি আরও যোগ করেছেন, ‘আমরা ৫–৬ জন স্পিনার আছি, সবাই মিলে আলোচনা করছি কীভাবে ভারতের মাঠে বা সামনে যে খেলা আছে ভালো করা যায়।’
আইপিএলে খুব বেশি ক্রিকেটার সুযোগ পাননি খেলার। আইপিএলে বাংলাদেশের মুখ বলতে মোস্তাফিজুর রহমান আর সাকিব আল হাসানকেই বোঝায় আবার তাসকিন আহমেদের মতো পেসার ডাক পেয়েও খেলার সুযোগ পাননি বিসিবি অনাপত্তিপত্র (এনওসি) না দেওয়ায়। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত খেলা লেগ স্পিনার রিশাদ হোসেন কতটা আগ্রহী আইপিএল নিয়ে, সেটিই বোঝা গেল আজ মিরপুরে সংবাদমাধ্যমকে বলা তাঁর কথা থেকে।
শুধু টি-টোয়েন্টি দলে থাকা ক্রিকেটাররা এই মুহূর্তে তৈরি হচ্ছেন ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে। প্রস্তুতির ফাঁকে আজ মিরপুরে রিশাদ বললেন, তিনি খুব একটা আইপিএল নিয়ে চিন্তিত নন, ‘এখন তো আইপিএল নিয়ে চিন্তা করছি না। দেশের হয়ে যেটা খেলছি, সেটাতে মনোযোগী হওয়ার চেষ্টা করছি।’ আইপিএলে খেলা তাঁর স্বপ্নও নয় বললেন রিশাদ, ‘ওরকম ড্রিম নেই (আইপিএলে খেলা)। সবার তো ইচ্ছে থাকে যে আইপিএল খেললে ভালো হতো, দেশের জন্য ভালো। তবে (আইপিএল) খেলতেই হবে এমন কোনো ইয়ে (কথা) নেই। আশা আছে, খেলব ইনশা আল্লাহ। ’
রিশাদ সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনসে। বিগ ব্যাশ আর বিপিএল কাছাকাছি সময়ে হওয়ায় বিগ ব্যাশের পুরোটা সময়ে তাঁর খেলা হবে না। রিশাদ বললেন, ‘বিগ ব্যাশ নিয়ে রোমাঞ্চিত নয়, বেশি খুশিও নই। স্বাভাবিকই আছি যে খেলার সুযোগ পেলে ভালো করার চেষ্টা করব।’ তিনি আরও যোগ করলেন, ‘আশা করা যায় খেলতে পারব, সামনে বিপিএল আছে। কয়েকটা ম্যাচ খেলতে পারব ইনশা আল্লাহ (বিগ ব্যাশে)।’
সাকিব জানিয়েছেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি তাঁর শেষ ম্যাচটি খেলে ফেলেছেন। সাকিবের শূন্যতা দূর করা কতটা চ্যালেঞ্জিং, সেটির উত্তরে রিশাদ বললেন, ‘সাকিব ভাই হঠাৎ এই সিদ্ধান্ত নিয়েছেন যেটা আমাদের জন্য হতাশার ব্যাপার। চেষ্টা করব সর্বোচ্চটা দেওয়ার (তাঁর শূন্যতা পূরণে)।’ তিনি আরও যোগ করেছেন, ‘আমরা ৫–৬ জন স্পিনার আছি, সবাই মিলে আলোচনা করছি কীভাবে ভারতের মাঠে বা সামনে যে খেলা আছে ভালো করা যায়।’
চ্যাম্পিয়নস ট্রফির ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের আগে বারবার ঘুরেফিরে এসেছিল আহমেদাবাদের কথা। কারণ, সবশেষ ওয়ানডেতে এই দুই দল মুখোমুখি হয়েছে ২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে। ১ লাখেরও বেশি দর্শককে কাঁদিয়ে ভারতের শিরোপার উৎসব পণ্ড করে দিয়েছিল অস্ট্রেলিয়া।
৯ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর বেশ ভালোভাবেই নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জাতীয় দল নিয়ে বেশ কিছু কঠোর নিয়ম আরোপ করে তারা। এর প্রতিফলন ঘটছে আইপিএলেও। সম্প্রতি আইপিএলের সব দলকে একটি ই-মেইল বার্তায় বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগেভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ক্যাম্প করার জন্য আগামীকাল সৌদি আরবে যাবে বাংলাদেশ ফুটবল দল। চারদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে তারা। যা নিয়ে বেশ সন্তুষ্ট কোচ হাভিয়ের কাবরেরা।
১০ ঘণ্টা আগেব্যাটার কোহলিকে তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। একের পর এক রেকর্ড গড়েছেন বলে পেয়েছেন ‘কিং কোহলি’ উপাধি। রেকর্ড গড়া যাঁর কাছে ডালভাতের মতো, তিনি আজ গড়লেন আরও এক রেকর্ড। তাতে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংকে।
১০ ঘণ্টা আগে