আইপিএলে ম্যাচ পাবেন কি না নিশ্চিত নন লিটনও

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩, ২০: ১৮
আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ২০: ৪৭

প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে যাচ্ছেন লিটন দাস। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের বিমানে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। তবে আইপিএলে খেলার সুযোগ পাবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা কাজ করছে বাংলাদেশের এই ব্যাটার।

এবারের আইপিএলে লিটন খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। যেখানে তার প্রতিদ্বন্দ্বী রহমানুল্লাহ গুরবাজ। গুরবাজ তিন ম্যাচেই ওপেনিং করেছেন এবং সব মিলিয়ে এই মৌসুমে ৭২ বলে ৯৪ রান করেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৪৪ বলে ৫৭ রানের ইনিংস খেলেন। তাছাড়া জেসন রয়ের মতো আরও এক বিদেশি ওপেনার আছেন কলকাতায়।  লিটন যেহেতু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাধারণ ওপেনিং করেন, তাই গুরবাজ ও রয় থাকায় স্বাভাবিকভাবেই একটু দুশ্চিন্তা কাজ করছে। বিমানবন্দরে সাংবাদিকদের বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, ‘আমি জানি না ওখানে গিয়ে খেলব কি না এবং খেললে ভালো খেলব কিনা এটার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু এটা একটা শেখার প্রক্রিয়া। অবশ্যই আমি ২০-২৫ দিন যে কয়দিনই থাকব, সবগুলো মাঠ সম্পর্কে ধারণা নেওয়ার। ভবিষ্যতে কাজে দেবে।’ 
 
লিটন আরও বলেন, ‘একজন ওপেনার হিসেবে সব জায়গায় আত্মবিশ্বাস তো থাকাই লাগবে। কিন্তু দলটাও ভিন্ন দল। কখনই ফ্র্যাঞ্চাইজি লিগ আমি খেলতে যাইনি। তারা যদি খেলায় অবশ্যই চেষ্টা করব ভালো খেলার।’ লিটন যাওয়ার পর ১৪ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলবে কলকাতা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়ল

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

ব্যাংক খাতে নতুন নীতিমালা: আটকে গেল ২৫৮ কর্মকর্তার জিএম পদে পদোন্নতি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত