ফিনিশার ধোনিতে ফাইনালে চেন্নাই

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে চেন্নাই সুপার কিংস। জমে ওঠা ম্যাচে শেষ দুই ওভারে দারুণ ব্যাটিং করে কঠিন সমীকরণ মিলিয়েছেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দিল্লিকে ফাইনালে যেতে হলে এখন জিততে হবে এলিমিনেটরের লড়াইয়ে। 

দুবাইয়ে এদিন আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭২ রান সংগ্রহ করে দিল্লি। জবাবে ৪ উইকেট ও ২ বল হাতে রেখে জয় তুলে নেয় চেন্নাই। 

লক্ষ্য তাড়ায় প্রথম ওভারেই ধাক্কা খায় চেন্নাই। দলীয় ৩ রানে আউট হন ফাফ ডু প্লেসিস (১)। দ্বিতীয় উইকেটে দলের হাল ধরেন রুতুরাজ গায়কোয়াড় ও রবিন উথাপ্পা। এ দুজন মিলে প্রথম ৬ ওভারে তোলেন ৫৯ রান। ১৩ তম ওভারেই দলের এক শ পার করেন এ দুজন। দলীয় ১১৩ রানে ফেরেন দারুণ ব্যাট করতে থাকা উথাপ্পা। ফেরার আগে ৪৪ বলে ৬৩ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। এরপর দ্রুত আরও ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে চেন্নাই। তবে এক প্রান্ত আগলে গায়কোয়াড় লড়াই চালিয়ে গেলেও বাড়ছিল রান ও বলের ব্যবধান। দলের রান যখন ১৪৯ তখন ফেরেন গায়কোয়াড়। ৫০ বলে ৭০ রান করেন তিনি। শেষ ২ ওভারে জয়ের জন্য চেন্নাইয়ের প্রয়োজন ছিল ২৪ রান। শেষ ৬ বলে লক্ষ্য নেমে ১৩ রানে। ৬ বলে ১৮ রানের ঝোড়ো ইনিংসে চেন্নাইয়ের জয় নিশ্চিত করেন ধোনি। 

এদিন আগে ব্যাট করতে নেমে দিল্লিকে দারুণ শুরু এনে দেন পৃথ্বী শ। প্রথম ৩ ওভারেই আসে ৩২ রান। দলীয় ৩৬ রানে প্রথম উইকেট হারায় দিল্লি। ৭ রান করা শিখর ধাওয়ানকে ফিরিয়ে দেন জস হ্যাজেলউড। দ্রুত ফিরে যান শ্রেয়াস আইয়ারও (১)। দলকে ৭৭ রানে রেখে আউট হন অক্ষর প্যাটেল (১০)। 

দিল্লির রান যখন ৮০ তখন দুর্দান্ত ব্যাট করতে থাকা পৃথ্বীকে সাজঘরের পথ দেখান রবীন্দ্র জাদেজা। ৩৪ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬০ রান করেন পৃথ্বী। এরপর অবশ্য দারুণ নৈপুণ্যে দলকে টেনে নেন ঋষভ পন্ত ও শিমরন হেটমায়ার। দলীয় ১৬৩ রানে হেটমায়ার ফিরলে ভাঙে এ জুটি। ২৪ বলে ৩৭ রান করেন হেটমায়ার। ৩৫ বলে ৫১ রানে অপরাজিত থাকেন পন্ত। দিল্লি থামে ৫ উইকেটে ১৭২ রানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শপথ নিয়েই বাইডেনের নীতি বাতিল ও ১০০ নির্বাহী আদেশের ঘোষণা ট্রাম্পের

শাহজালাল বিমানবন্দরে চাকরি নেননি মনোজ কুমার, বিজ্ঞাপনচিত্র নিয়ে বিভ্রান্তি

বিপিএলে আতশি কাচের নিচে চল্লিশের বেশি ক্রিকেটার

নতুন ভোটার যাচাই: জনপ্রতিনিধির দায়িত্ব পাচ্ছেন শিক্ষকেরা

বিদ্যালয়ে একই পরিবারের ১৬ জনের চাকরি, তদন্তের নির্দেশ হাইকোর্টের

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত