Ajker Patrika

ট্রফি নিয়ে অসুস্থ বিসিবি পরিচালকের বাসায় ফরচুন বরিশালের মালিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ট্রফি নিয়ে অসুস্থ বিসিবি পরিচালকের বাসায় ফরচুন বরিশালের মালিক

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। ট্রফি জেতার পর বরিশাল ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারী মিজানুর রহমান জানিয়েছিলেন, ট্রফি নিয়ে দীর্ঘ দিন ধরে অসুস্থ বিসিবি পরিচালক আলমগীর খান আলোর সঙ্গে দেখা করবেন। 

সে কথা রাখলেন ফরচুন বরিশালের মালিক। বিপিএলের ট্রফি নিয়ে আজ আলমগীর খানের ঢাকার বাসায় দেখা করেছেন মিজানুর রহমান। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। বাসাকে এক রকম হাসপাতাল বানিয়ে নিবিড় পর্যবেক্ষণে আছেন এই বিসিবি পরিচালক। 

ফ্র্যাঞ্চাইজির পাঠানো ছবিতে দেখা যায়, হাত দিয়ে বিপিএলের ট্রফি ছুঁয়ে দেখছেন আলমগীর খান। এ সময়ে ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানের সঙ্গে ছিলেন দলটির হয়ে এবারের বিপিএলে খেলা পেসার কামরুল ইসলাম রাব্বি। 

আলমগীর খান দীর্ঘদিন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত। বরিশাল জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। দুই মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে আছেন। 

এবারের বিপিএলে ফরচুন বরিশালের সমর্থকদের উপচে পড়া ভিড় ছিল মাঠে। তাদের উপস্থিতি দলকেও করেছে বেশ উজ্জীবিত। যেটি স্বীকার করেছেন ফ্র্যাঞ্চাইজি মালিক ও অধিনায়ক তামিম ইকবালও। সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ মিজানুর রহমান জানিয়েছিলেন, লঞ্চে করে বরিশালে ট্রফি নিয়ে সমর্থকদের সঙ্গে শিরোপা উদ্‌যাপনের আনন্দ ভাগাভাগি করতে চান। জানা গেছে, তামিম দেশে ফিরলে সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত