ক্রীড়া ডেস্ক
প্রযুক্তির উৎকর্ষতার যুগে কত কিছুরই তো পরিবর্তন হয়েছে। খেলাধুলার জগৎও বাদ থাকে কী করে! মাঠের রেফারি যখন সিদ্ধান্ত নিতে পারেন না, তখন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নেওয়া হয়। এবার সেই প্রযুক্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন টটেনহাম কোচ অ্যাঞ্জি পোস্তেকোগলু।
ইংলিশ প্রিমিয়ার লিগে গত রাতে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি-টটেনহাম ম্যাচে ভিএআর নিয়ে আলোচনা উসকে দিয়েছেন পোস্তেগকোগলু। তা হওয়াটাই যে স্বাভাবিক। ৬৯ মিনিটে টটেনহামের মিডফিল্ডার প্যাপে মাতার সার সমতাসূচক গোল করেন। কিন্তু ভিএআর দেখে গোলটা বাতিল করা হয় মাতারের ফাউলের কারণে। প্রায় ২ মিনিট সময় লেগেছে গোল বাতিলের সিদ্ধান্তে পৌঁছাতে। ফলে নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময় পেরিয়েও ১২ মিনিট বেশি খেলা হয়েছে।
পোস্তেকোগলুর দাবি, ভিএআর ফুটবলের বারোটা বাজালেও এদিকে কারও ভ্রুক্ষেপ নেই। টটেনহাম কোচ বলেন, ‘এটা (ভিএআর) খেলাকে ধ্বংস করছে। এমন খেলা তো কেউ আশা করেন না। কী হতে যাচ্ছে, সেটা আপনি জানেনও না। আপনি ১২ মিনিট ধরে অপেক্ষা করছেন। তবে খেলাটা যে এতে ধ্বংস হচ্ছে, সেটা নিয়ে কারও কোনো চিন্তা নেই।’
ফুটবলের মজা নষ্ট হলেও বিতর্কিত ঘটনা অনেকের পছন্দ বলে মনে করেন পোস্তেকোগলু। টটেনহাম কোচ বলেন, ‘আমার ধারণা সবাই নাটক, বিতর্কিত ঘটনা পছন্দ করে।এটি নিয়ে ২৪ ঘণ্টা আলোচনা হবে। এমনটা তো সবাই চায়। তবে খেলার মজাই এতে নষ্ট হয়ে যাচ্ছে।’
ভিএআর নিয়ে বিতর্কিত ঘটনার ম্যাচে টটেনহামকে ১-০ গোলে হারিয়েছে চেলসি। ৫০ মিনিটে হেডে ম্যাচের একমাত্র গোল করেন চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। তাতে ২০২৪-২৫ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় চারে এখন চেলসি। ৩০ ম্যাচে ১৫ জয়, ৭ ড্র ও ৮ পরাজয়ে ৫২ পয়েন্ট দলটির।
চেলসির সমান ৩০ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে টটেনহাম। সবার ওপরে থাকা লিভারপুলের পয়েন্ট ৭৩। দুই ও তিনে থাকা আর্সেনাল ও নটিংহাম ফরেস্টের পয়েন্ট ৬১ ও ৫৭। পাঁচে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৫১। সবাই খেলেছে ৩০টি করে ম্যাচ।
প্রযুক্তির উৎকর্ষতার যুগে কত কিছুরই তো পরিবর্তন হয়েছে। খেলাধুলার জগৎও বাদ থাকে কী করে! মাঠের রেফারি যখন সিদ্ধান্ত নিতে পারেন না, তখন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নেওয়া হয়। এবার সেই প্রযুক্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন টটেনহাম কোচ অ্যাঞ্জি পোস্তেকোগলু।
ইংলিশ প্রিমিয়ার লিগে গত রাতে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি-টটেনহাম ম্যাচে ভিএআর নিয়ে আলোচনা উসকে দিয়েছেন পোস্তেগকোগলু। তা হওয়াটাই যে স্বাভাবিক। ৬৯ মিনিটে টটেনহামের মিডফিল্ডার প্যাপে মাতার সার সমতাসূচক গোল করেন। কিন্তু ভিএআর দেখে গোলটা বাতিল করা হয় মাতারের ফাউলের কারণে। প্রায় ২ মিনিট সময় লেগেছে গোল বাতিলের সিদ্ধান্তে পৌঁছাতে। ফলে নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময় পেরিয়েও ১২ মিনিট বেশি খেলা হয়েছে।
পোস্তেকোগলুর দাবি, ভিএআর ফুটবলের বারোটা বাজালেও এদিকে কারও ভ্রুক্ষেপ নেই। টটেনহাম কোচ বলেন, ‘এটা (ভিএআর) খেলাকে ধ্বংস করছে। এমন খেলা তো কেউ আশা করেন না। কী হতে যাচ্ছে, সেটা আপনি জানেনও না। আপনি ১২ মিনিট ধরে অপেক্ষা করছেন। তবে খেলাটা যে এতে ধ্বংস হচ্ছে, সেটা নিয়ে কারও কোনো চিন্তা নেই।’
ফুটবলের মজা নষ্ট হলেও বিতর্কিত ঘটনা অনেকের পছন্দ বলে মনে করেন পোস্তেকোগলু। টটেনহাম কোচ বলেন, ‘আমার ধারণা সবাই নাটক, বিতর্কিত ঘটনা পছন্দ করে।এটি নিয়ে ২৪ ঘণ্টা আলোচনা হবে। এমনটা তো সবাই চায়। তবে খেলার মজাই এতে নষ্ট হয়ে যাচ্ছে।’
ভিএআর নিয়ে বিতর্কিত ঘটনার ম্যাচে টটেনহামকে ১-০ গোলে হারিয়েছে চেলসি। ৫০ মিনিটে হেডে ম্যাচের একমাত্র গোল করেন চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। তাতে ২০২৪-২৫ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় চারে এখন চেলসি। ৩০ ম্যাচে ১৫ জয়, ৭ ড্র ও ৮ পরাজয়ে ৫২ পয়েন্ট দলটির।
চেলসির সমান ৩০ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে টটেনহাম। সবার ওপরে থাকা লিভারপুলের পয়েন্ট ৭৩। দুই ও তিনে থাকা আর্সেনাল ও নটিংহাম ফরেস্টের পয়েন্ট ৬১ ও ৫৭। পাঁচে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৫১। সবাই খেলেছে ৩০টি করে ম্যাচ।
বিসিবি সভাপতি হিসেবে ফারুক আহমেদ গত আগস্টে দায়িত্ব নেওয়ার পর আর সব খাতের মতো সংস্কারের ঘোষণা দিয়েছিলেন। প্রায় আট মাস আগে দায়িত্ব নিয়ে তিনি সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, আগের বোর্ড পরিচালনায় পাওয়া কিছু অসংগতির তদন্তে একটি বেসরকারি নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে অডিট করাবেন।
৩ ঘণ্টা আগেএকের পর এক রেকর্ড গড়েই চলেছেন নিগার সুলতানা জ্যোতিরা। আর তাতে বিশ্বকাপ বাছাইয়ে নতুন উচ্চতায় দল। প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ দলীয় স্কোর, রানের হিসাবে সবচেয়ে বড় জয়ের পর দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েন মেয়েরা। রেকর্ড গড়ার এই জয়ের ধারা ধরে রেখে
১০ ঘণ্টা আগেস্টেডিয়ামের উন্নয়ন ও সংস্কার প্রকল্পের জন্য এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছ থেকে বাড়তি ২৫ লাখ ডলার (৩০ কোটি ৪০ লাখ টাকা) পাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মালয়েশিয়ার কুয়ালালামপুরে গত ১২ এপ্রিল হয়েছে এএফসির কংগ্রেস। সেখানে অংশ নিয়েছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল...
১১ ঘণ্টা আগেরিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ নিয়ে যতটা হাইপ—ইন্টার মিলান ঠিক বিপরীত মেরুতে। নিভৃতে যেন বাধা ডিঙিয়ে ডিঙিয়ে ছুটছে সিমোন ইনজাঘির ‘আন্ডাররেটেড মাস্টারপিস’। যারা ২০২৪-২৫ মৌসুমে ইন্টারের খেলা দেখেন তাঁরা হয়তো ইনজাঘির মধ্যে বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল স্কালোনিরও মাঝে মাঝে সমন্বয়ও খুঁজে পেতে পারেন।
১২ ঘণ্টা আগে