পাকিস্তানের বিপক্ষে লিড নিয়ে চা পানে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ১৬: ২১
আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১৬: ৩৭

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের ওপরই যেন ‘পাকিস্তানি ওষুধ’ প্রয়োগ করছে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টের শুরুর দিকে বাংলাদেশের বোলারদের রীতিমতো ঘাম ছুটে গিয়েছিল। পাকিস্তানের দেওয়া ৪৪৮ রানের পাহাড় এবার টপকে গেল বাংলাদেশ। ম্যাচ এমন এক অবস্থায় দাঁড়িয়ে, তাতে ড্র-ই যেন মনে হচ্ছে একমাত্র পরিণতি। 

পাকিস্তানের বিপক্ষে টেস্টে মুশফিক যে একের পর এক মাইলফলক ছোঁয়ার লক্ষ্য নিয়েই নেমেছেন। দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান করেছেন। রাওয়ালপিন্ডিতে আজ চতুর্থ দিনে করেছেন সেঞ্চুরি। যে সেঞ্চুরিতে বাংলাদেশের ব্যাটার হিসেবে বিদেশের মাঠে টেস্টে সর্বোচ্চ পাঁচ সেঞ্চুরি করেছেন মুশফিক। ছাড়িয়ে গেছেন দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবালকেও। চা পানের বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশ করেছে ৬ উইকেটে ৪৯৫ রান। ৪৭ রানে এগিয়ে এখন সফরকারীরা। 

প্রথম ইনিংসে ৫ উইকেটে ৩১৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা আজ শুরু করে বাংলাদেশ। প্রথম সেশনে বাংলাদেশ হারিয়েছে শুধু লিটন দাসের উইকেট। যে নাসিম শাহকে বেধড়ক পিটিয়ে ফিফটি করেন লিটন, তাঁর বলেই আত্মাহুতি দিয়েছেন তিনি (লিটন)। ১০১তম ওভারের পঞ্চম বলে নাসিমের অনেক বাইরের বল ড্রাইভ করতে যান লিটন। আউটসাইড এজ হওয়া বল ধরেছেন পাকিস্তানি উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। ৭৮ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৬ রান করেন লিটন। তাতে ভেঙে যায় ষষ্ঠ উইকেটে লিটন ও মুশফিকের ১১৪ রানের জুটি ভেঙে যায়। 

লিটনের আউটে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১০০.৫ ওভারে ৬ উইকেটে ৩৩২ রান। ৮ নম্বরে নামা মিরাজের সঙ্গে আরও একটি শতরানের জুটি গড়ার লক্ষ্য নিয়ে নেমেছেন মুশফিক। টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি মুশফিক পেয়েছেন মধ্যাহ্নভোজের বিরতির কাছাকাছি এসে। ১১৬তম ওভারের তৃতীয় বলে ফাইন লেগে গ্ল্যান্স করে নিলেন ২ রান। টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নেওয়ার পর রাওয়ালপিন্ডিকে শোনালেন তাঁর গর্জন। হেলমেট খুলে যখন অভিনন্দনের জবাব দিচ্ছিলেন, তখন ডাগ আউট থেকে সাকিব আল হাসানসহ পুরো দল মুহুর্মুহু করতালি দিতে থাকে। ১৬ মাস পর টেস্টে সেঞ্চুরি করে সিজদাহ করলেন পিচকে। ৬ উইকেটে ৩৮৯ রানে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় বাংলাদেশ। 

মধ্যাহ্নভোজের পর খেলা শুরু হলে বল কুড়োতে কুড়োতেই সময় চলে যায় পাকিস্তানের। শেষ সেশনে একটা উইকেটও হারায়নি বাংলাদেশ। টেস্টের চতুর্থ ডাবল সেঞ্চুরি থেকে ২৭ রান দূরে আছেন মুশফিক। ৩১৪ বলে ২০ চার ও ১ ছক্কায় ১৭৩ রান করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার। দ্বিতীয় সেশনেই টেস্ট ক্যারিয়ারের সপ্তম ফিফটি তুলে নিয়েছেন মিরাজ। ১২৪ বলে ৩ চারে ৫০ রান করেছেন তিনি। মিরাজ, মুশফিক দুজনেই অপরাজিত। সপ্তম উইকেটে ১৬৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন এই দুই ব্যাটার।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত