ক্রীড়া ডেস্ক
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি বাকি নেই। মূল পর্ব শুরুর আগে হবে প্রস্তুতি পর্ব। বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি পর্বের সূচি গত রাতে ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ভারত-যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলে নিজেদের ঝালিয়ে নেবে বাংলাদেশ।
২১, ২৩ ও ২৫ মে হবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজ শেষে ২৭ মে শুরু হচ্ছে বিশ্বকাপের প্রস্তুতি পর্ব। কানাডা-নেপাল, ওমান-পাপুয়া নিউগিনি, নামিবিয়া-উগান্ডা—তিনটি ম্যাচ হবে ২৭ মে। প্রস্তুতি পর্বে বাংলাদেশ মাঠে নামবে পরদিন। টেক্সাসে ২৮ মে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশের স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় ম্যাচ শুরু হবে। ১ জুন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। এশিয়ার দুই দলের ম্যাচটি যুক্তরাষ্ট্রে হলেও ভেন্যু, ম্যাচ শুরুর সময় কোনোটিই জানায়নি আইসিসি।
২৮ মে আরও দুটি প্রস্তুতি ম্যাচ রয়েছে। শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস ম্যাচটি হবে ফ্লোরিডায়। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর কুইনস পার্ক ওভালে খেলবে অস্ট্রেলিয়া-নামিবিয়া। ২৯ মে ফ্লোরিডায় দক্ষিণ আফ্রিকা আন্তদলের প্রস্তুতি ম্যাচ রয়েছে। একই দিন কুইনস পার্ক ওভালে মুখোমুখি হবে আফগানিস্তান ও ওমান।
৩০ মে প্রস্তুতি পর্বের পাঁচটি ম্যাচ রয়েছে। নেপাল-যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস-কানাডা ম্যাচ দুটি হবে ডালাসে। কুইনস পার্ক ওভালে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া। স্কটল্যান্ড-উগান্ডা, নামিবিয়া-পাপুয়া নিউগিনি—এ দুটি ম্যাচ হবে ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে। আয়ারল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচটি ৩১ মে ফ্লোরিডায় হবে। একই দিনে কুইনস পার্ক ওভালে খেলবে স্কটল্যান্ড ও আফগানিস্তান।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি পর্বে বাংলাদেশের ম্যাচ
প্রতিপক্ষ তারিখ ভেন্যু শুরুর সময় (বাংলাদেশ সময়)
যুক্তরাষ্ট্র ২৮ মে ডালাস রাত সাড়ে ৯ টা
ভারত ১ জুন - -
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি বাকি নেই। মূল পর্ব শুরুর আগে হবে প্রস্তুতি পর্ব। বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি পর্বের সূচি গত রাতে ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ভারত-যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলে নিজেদের ঝালিয়ে নেবে বাংলাদেশ।
২১, ২৩ ও ২৫ মে হবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজ শেষে ২৭ মে শুরু হচ্ছে বিশ্বকাপের প্রস্তুতি পর্ব। কানাডা-নেপাল, ওমান-পাপুয়া নিউগিনি, নামিবিয়া-উগান্ডা—তিনটি ম্যাচ হবে ২৭ মে। প্রস্তুতি পর্বে বাংলাদেশ মাঠে নামবে পরদিন। টেক্সাসে ২৮ মে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশের স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় ম্যাচ শুরু হবে। ১ জুন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। এশিয়ার দুই দলের ম্যাচটি যুক্তরাষ্ট্রে হলেও ভেন্যু, ম্যাচ শুরুর সময় কোনোটিই জানায়নি আইসিসি।
২৮ মে আরও দুটি প্রস্তুতি ম্যাচ রয়েছে। শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস ম্যাচটি হবে ফ্লোরিডায়। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর কুইনস পার্ক ওভালে খেলবে অস্ট্রেলিয়া-নামিবিয়া। ২৯ মে ফ্লোরিডায় দক্ষিণ আফ্রিকা আন্তদলের প্রস্তুতি ম্যাচ রয়েছে। একই দিন কুইনস পার্ক ওভালে মুখোমুখি হবে আফগানিস্তান ও ওমান।
৩০ মে প্রস্তুতি পর্বের পাঁচটি ম্যাচ রয়েছে। নেপাল-যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস-কানাডা ম্যাচ দুটি হবে ডালাসে। কুইনস পার্ক ওভালে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া। স্কটল্যান্ড-উগান্ডা, নামিবিয়া-পাপুয়া নিউগিনি—এ দুটি ম্যাচ হবে ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে। আয়ারল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচটি ৩১ মে ফ্লোরিডায় হবে। একই দিনে কুইনস পার্ক ওভালে খেলবে স্কটল্যান্ড ও আফগানিস্তান।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি পর্বে বাংলাদেশের ম্যাচ
প্রতিপক্ষ তারিখ ভেন্যু শুরুর সময় (বাংলাদেশ সময়)
যুক্তরাষ্ট্র ২৮ মে ডালাস রাত সাড়ে ৯ টা
ভারত ১ জুন - -
সংযুক্ত আরব আমিরাত বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে আজ দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দুই ম্যাচেই তাদের কপালে জুটেছে ৩-১ ব্যবধানের হার। এমনিতেই বন্ধ রয়েছে ক্যাম্প, আবার শুরু হবে ঈদের পর। তাই আফঈদা খন্দকারদের আগামীকাল থেকে প্রায় একমাসের ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
১০ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি একদমই ভালো যায়নি বাংলাদেশ দলের। দেশে ফিরে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল) নিয়ে। ২০২৫ সালের দুই মাস শেষ, তবে এখনো কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ঘোষণা না হলেও আজ
১৩ ঘণ্টা আগেবিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর পূর্বাচলে নির্মনাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা পরিবর্তনের কথা বলেছিলেন ফারুক আহমেদ। এবার স্টেডিয়ামের নাম বদলে রাখা হলো ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)। সোমবার বিসিবির বোর্ডসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার
১৩ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুমের শুরুর দিনটা তামিমময়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। আবার তাঁর প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাবেরও পৃষ্ঠপোষক। শেষ পর্যন্ত জিতে গেলেন পৃষ্ঠপোষক তামিম।
১৫ ঘণ্টা আগে