২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি

হাইব্রিড মডেলের জন্য আইসিসি থেকে ৩৮ কোটি রুপি পাবে পাকিস্তান

ক্রীড়া  ডেস্ক 
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ১০: ২৬
পাকিস্তান ক্রিকেট দল। ছবি: এএফপি

হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে রাজি হয়েছে পাকিস্তান। তার জন্য ক্ষতিপূরণ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) থেকে অতিরিক্ত ৪.৫ মিলিয়ন ডলার (প্রায় ৩৮.২ কোটি রুপি) পাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আকাশ চোপড়ার বরাতে আজ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

অনেক বৈঠক ও আলোচনার পরে গত বৃহস্পতিবার পিসিবি হাইব্রিড মডেলে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের ঘোষণা দেয়। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানে দল না পাঠানোর সিদ্ধান্তে অটল থাকায় পিসিবিও শর্ত দেয় তারাও ভারতে আইসিসির কোনো টুর্নামেন্টে দল পাঠাবে না। সেটির মীমাংসা হয়েছে হাইব্রিড মডেলে। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত তাদের ম্যাচগুলো খেলবে নিরপেক্ষ ভেন্যুতে।

তবে হাইব্রিড মডেলের জন্য কোনো প্রকার আর্থিক ক্ষতি পোহাতে হবে না পিসিবিকে। এমনটাই জানিয়েছেন ভারত জাতীয় দলের সাবেক ব্যাটার চোপড়া। এমনকি ভারতের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করায় পাকিস্তান আইসিসি থেকে অতিরিক্ত অর্থ পাবে বলেও দাবি করেছেন তিনি। চোপড়া তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে এ নিয়ে বলেছেন, ‘না, পাকিস্তান অর্থ হারাচ্ছে না। তারা হাইব্রিড মডেলে রাজি হয়েছে। তবে তাদের খালি হাতে যেতে হবে না। বর্তমান দৃশ্যে ভারত বনাম পাকিস্তানের সব ম্যাচ হবে হাইব্রিড মডেলে। ভারত যদি পাকিস্তানে না যায় তবে পাকিস্তানও আসবে না ভারতে। পাকিস্তানও তাদের ম্যাচ খেলবে তৃতীয় কোনো দেশে।’

চোপড়া জানান, ভারত যদি পাকিস্তান সফরে রাজি হতো, তবে সেটি পরবর্তী অর্থনীতিতে বিশাল এক উদ্দীপনা জাগাত। এ নিয়ে তিনি আরও বলেন, ‘কোনো অর্থনৈতিক ক্ষতি নেই (পাকিস্তানের জন্য)। তারা অতিরিক্ত ৪.৫ মিলিয়ন ডলার পাবে বাইরে ম্যাচ আয়োজনের জন্য। নিঃসন্দেহে অতিরিক্ত ব্যয়ও হবে। তাই আইসিসি পাকিস্তানের বাইরে ম্যাচ আয়োজনের জন্য অতিরিক্ত আরও ০.৪৫ মিলিয়ন ডলার দেবে। তবে একমাত্র ক্ষতি টুরিজমের, যেটা তাদের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারত। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বললে, ভ্রমণের জন্য পাকিস্তান অনন্য। পাকিস্তানের লোকজন খুবই অতিথিপরায়ণ।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইসরায়েলের ‘হৃৎপিণ্ড’ তেল আবিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সাগরে নিম্নচাপ, কত দিন বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া দপ্তর

শেখ মুজিব ও জিয়াউর রহমান যার যার স্থানে শ্রেষ্ঠ: গয়েশ্বর

র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি: নূর খান লিটন

হাসিনার আমলে রাশিয়ার সঙ্গে ১০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি, জড়াল টিউলিপের নামও

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত